পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/২৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

»२४६ 1) কর্ষণও তখন আবিষ্কৃত হয় নাই। যে সময়ে ও সমাজের যে অবস্থায় নিউটন জন্মগ্রহণ করিয়াছিলেন, সেই সময়ে ও সেই অবস্থায় মাধ্যাকর্ষণ আবিষ্কৃত হইতষ্ট হইত। নিউটন যখন উক্ত নিয়ম আবিষ্কৃয়া করেন, ফ্রান্সে তখন আর এক ব্যক্তি উক্ত নিয়ম আবিষ্কৃত করিয়াছিলেন । সেই জন্ত লেখক বলেন যে নিউটনের স্তায় লোকের মৃত্যুতেও সমা জের তাদৃশ ক্ষতি নাই । এই কয়েকটি কথার উপর আমাদেয় যাহা বক্তব্য আছে, বলিতেছি । মনে করুন মাধ্যাকর্ষণ আবিষ্কৃত করিবার পূর্বেই নিউটনের মৃত্যু হইল। দেখুন, ইহাতে সমাজের কি ক্ষতি হইল। যদি নিউটনের সমতুল্য ব্যক্তি—আর একজন নিউটন,—তখন জগতে থাকেন তাহা হইলে মাধ্যাকর্ষণ আবিষ্কৃত হইতে বিলম্ব ঘটিল না । কিন্তু যদি তেমন লোক কেহ না থাকেন, (থাকিবেনই থাকিবেন এমন কোন নিয়ম নাই) অথবা আর যিনি আছেন তাহারও মৃত্যু ঘটিল; তাহ হইলে কি হইবে ? নিশ্চয়ই উক্ত নিয়ম আবিষ্কৃত হইতে বিলম্ব হইবে। কতদিন বিলম্ব হইবে ? যতদিন না আর একজন নিউটন জন্মগ্রহণ করেন। কিন্তু আর একজন নিউটন জন্মগ্রহণ করিতে কত বিলম্ব হইবে ? তাহ কেহ নিশ্চর করিয়া বলিতে পারে না। বলিবায় কোন উপায় নাই । দশ কি পচিশ, পঞ্চাশ কি একশত বৎসর তাহা কোন প্রকার গণনায় স্থির সতীদ হ । Ja (t হইতে পারে না । এই অনিশ্চিতকাল, হয় ত অনিশ্চিত অতি দীর্ঘকাল পর্য্যস্তু মাধ্যাকর্ষণের আবিন্ধিয়া বন্ধ থাকিবে। কেবল তাহাই নহে। মাধ্যাকর্ষণেয় আবিষ্কৃয়ার উপর যে সকল সত্যের আবিন্ধিয়া নির্ভর করে, সে সকলেরও অাবিন্ধুিরা এই অনিশ্চিত কালের জন্ত বন্ধ রহিল ;–বিজ্ঞানের উন্নতি, সুতরাং জনসমাজের উন্নতি বন্ধ রহিল। ব্লু নাদের সা কর্তৃক দিল্লিয় হত্যাকাও, অন্ধকূপ হত্য, কিম্বা বাখরগঞ্জের জলপ্লবিন কি ইহা অপেক্ষ গুরুতর দুর্ঘটনা ? নিউটনের মৃত্যুতে এই ভয়ানক ক্ষতি হইল। ইহাতেও কি বলিব যে, “ সংসারের তাদৃশ ক্ষতি নাই ?” এখনও আর একটি কথা বলিবার আছে । ** যে সময়ে এবং সমাজের যে অবস্থায় তিনি (নিউটন ) পৃথিবীতে আসিয়াছিলেন, সে সময়ে, সে অযস্তায় তদাবিস্কৃত সত্য আবিষ্কৃত হইতই হইত” । “হষ্টতই হইত” ইহা আমরা মানি না। আমরা বলি হইত যদি নিউটনতুল্য কোন ব্যক্তি তখন জীবিত থাকিতেন, নতুবা নহে। নিউটন ভিন্ন নিউটনের কার্য্য কোন সামান্তবুদ্ধি ব্যক্তি দ্বারা কখনই সম্পন্ন হইতে পারে ন! । এমন কি বহুসংখ্যক সামান্তবুদ্ধিব্যক্তি সমবেত হইলেও কেবল সময়ের গুণে প্রতিভাশালীর কার্ষ্য সম্পন্ন করিতে পারে না । একথা মিল সুস্পষ্টরূপে বলিয়া গিয়াছেন ।*

  • সতীদাহ লেখক মেকলের মত গ্রহণ করিয়াছেন । জন উক্ত মত গ্রহণ করিতে .গিয়া যাহা লিখ্রিয়াছেন তন্মধ্য হইতে কয়েক পংক্তি পরপৃষ্ঠার নিয়ে উদ্ধৃত হইল।