পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/৪২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৮৪ 1) অঙ্গবৈলক্ষণ্য গর্ভধারিণীর সর্ব্বদা ভাবনার ফল ভিন্ন আর কি বলা যাইবে ?* আর একবার একজন ডাক্তার সাহেব কোন দীনহীন গৃহস্থকে অনুগ্রহ করিয়া চিকিৎসা করিতে গিয়াছিলেন। গুহস্তের স্ত্রী তৎকালে গর্ভিণী ছিল । স্বারের অন্তরালে দাড়াইয়া, গর্ভিণী সেই সাহেবকে দেখিতে থাকে । এত নিকটে কথন সাহেব দেখে নাই অতএব সুবিধা পাইরা বিশেষ আগ্রহের সহিত দেখিতে ছিল । সাহেব চলিয়া গেলে গর্ভিণী সকলের নিকট সাহেবের চুলের পরিচয় দিতে লাগিল । সাহেবের বর্ণই শ্বেত হয় কিন্তু তাহদের চুলের বর্ণও যে শ্বেত হয় একথা গর্ভিণী একেবারে জানিত না, অতএব সাহেবের চুল দেখিয়া বিশেষ আশ্চৰ্য্য হইয়াছিল ; মধ্যে মধ্যে কেবল তাহাই ভাবনা করিত। পরে তাহার সস্তান স্বন্মিলে দেখা গেল যে তাহার চুল সম্পূর্ণ ইংরেজিবর্ণের হইয়াছে । সস্তানটি ৮ । ১০ বৎসর অবধি জীবিত ছিল, তাহার চুল দেখিয়া সকলেই আশ্চর্য হইত। বালকটি উপস্থিত প্রস্তাবলেখকের প্রতিবাসী ছিল । এই সম্বন্ধে আর একটি ঘটনা আমাদের বিশেষ জানা আছে । এক জন যুব একখানি ইংরেজি পট ক্রয় করেন । পটখানিতে একটি মুীর শিশুর নিদ্রাভঙ্গ চিত্রিত ছিল। যুবা এক দিন ASA SSASAS AAASASAAAAASA SAAAAS AAAA S टेवछिकस्र ! 8 R ఫి দেখিলেন র্তাহার স্ত্রী অতি আগ্রহের সহিত পটখানি একা দেখিতেছেন এবং মধ্যে মধ্যে চিত্রিত শিশুকে আদর করিতেছেন। স্বামীকে দেখিয়া যুবতী অপ্রতিভ হইলেন এবং হাসিতে হাসিতে জিজ্ঞাসা করিলেন আমাদের কি এমত সুন্দর সস্তান হইতে পারে ? এই সময় তিনি গৰ্ত্তবর্তী ছিলেন । র্তাহার স্বামী দেখিলেন যে গৰ্ত্তবতী সৰ্ব্বদাই সেই পটখানির নিকট দাড়াইয়া থাকেন। পরে যথাকালে তাহার পুত্র জন্মিল ; প্রায় ছর মাস বয়সের সময় দেখা গেল যে সত্তাটীর উদর ও বক্ষের গঠন পটের চিত্রিত শিশুর ন্যায় হইতেছে। পরে ক্রমে তাহার সৰ্ব্বাঙ্গ সেই মত অবিকল হইল । এই সময় যিনিই পটখানি দেখিতেন তিনিই মনে করিতেন ষে উহা বালকটির প্রতিমূৰ্ত্তি। এই আশ্চৰ্য্য সাদৃশ্য বালকের প্রায় দুই বৎসর বয়স অবধি ছিল । কিন্তু পরে আর রহিল না । এই কয়েকটি উদাহরণ দ্বারা অনেকে বুঝতে পারিবেন যে গৰ্ত্তবতীর চিস্তানুরূপ সন্তান হওয়া নিতান্ত অমূলক নহে । সাদৃশ্য জনক জননীর সহিত হউক, অথবা অপর কাহার সহিত হউক,অনেক সময় তাহা কেবল অল্পকাল স্থায়ী হর; কখন বা তাই! কেবল সময়ে সময়ে হয় । ডারউইন সাহেব বলেন এইরূপ সাদৃশ্য কেবল পশুদিগের মধ্যেই দেখা যায় । • যদি এই পরিচয় কেহ বিশেষ করিয়া জানিতে চাহেন, কাঠশালী গ্রামে গেলে জানিতে পারবেন ।