পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/৫০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

重》● আর যুবতীর প্রতি চাহিতেছেন, যেন কি বলিবেন আর বলিতে পারিতেছেন না। যুবতী আপনার উরূপরে তাহার মস্তক লাথিয়া অবিরত নয়নবারি বর্ষণ করিতেছেন। যখন রজনীকান্ত প্রকৃতিস্থ হইয়া তাহার প্রতি চাহিতেছেন, যুবउँौन्न अभनि झमन्न थिोनी श्हे८७८छ, এবং কাদিয়া উঠিতেছেন। ক্রমে দিনमनि श्रटख cशन-नका रुहेन, बूदउँौब যদি প্রাণ দিলেও সুর্য্যদেবের গতি রহিত হইত তাহাও তিনি করিতেন— কিন্তু তাহ হইল না—স্বৰ্য্যদেব আস্তে গেলেন। সেই বিস্তৃত বিলের চতুঃপার্শ্বস্থ বনরাজির অগ্রভাগ সোনার বর্ণে রঞ্জিত হইল, ক্রমে ক্রমে তাহাও অন্তহিত হইল, কোমল নীলাকাশে দুই একটি তারা উঠিল, দেখিতে দেখিতে রাত্রি হইল—কিন্তু রাত্রিকালে আর এক বিপদ উপস্থিত হইল—কুটরাধিকারিণী তারার মা কোন মতেই রাত্রিতে রজনীকান্তকে তাহার কুটীর মধ্যে মরিতে দিবে না। যুবতীকে বলিল “আমি দুঃখীলোক কাট কুড়াইয়া গুজরাণ করি আমার এই এক বৈ খুই কুড়ে নাই। এ কুড়ের মধ্যে যদি তোমার বাব মরে তবে আমি কি আর ভূতের দৌরাত্ম্যে বাস করিতে পারবো—“যুবতী ফুকারির কাদিয়া উঠিল, বলিল “ওগো আমায় এ বিপদে निब्राथब्र क८ब्रा न, छूभि चांच श्रांभांब्र যদি আশ্রয়-দাও তবে কাল তোমার এ इंtज़ ८काः कब्रिव्रानिव।” नृवडौब अरत्र बन्नमभfन । ( ¥खुिन । আর কোন আভরণ নাই দেখিয়া তারায় ম। সে কথা বিশ্বাস করিল না। অকাতরে তাহাদের বহিস্কৃত করিল। তারার মার সাহায্যে যুবতী রজনীকে বুকে করিয়া কুটরের সন্নিকটে সেই বিস্তৃত অন্ধকারময় বিলের ধারে একটা বৃক্ষমূলে একটা মাদুর পাতিয়া কাদিতে কঁাদিতে শয়ন করাইলেন । অলঙ্কার বিক্রয় করিয়া রজনীর জন্য যে গাত্রবসন কিনিয়াছিলেন তদ্ধার রজনীর দেহ আবৃত করিয়া তাহার মস্তক নিজক্রোড়ে লইয়া বসিলেন, নিকটে একটি দীপালোক রাখিলেন । রান্ত্রি অধিক হইল, আজ রাত্রিতে অtकां८° 5ाम प्लेट्ठेित्र नl, किछु नौलाषtब्र অসংখ্য তারা উঠিল, এবং বিলের স্বচ্ছবারিতে প্রতিবিম্বিত হইতে লাগিল। তথাচ গাঢ়, অনন্ত সৰ্ব্বাবরণকারী, অন্ধকায়ে পৃথিবী আবৃত হইল, কিছুই দেখা বায় না, কেবল সেষ্ট বহুদূরব্যাপী বিস্তৃত বিলের জল নক্ষত্ৰলোকে প্রতিবিস্থিত হইয়া চিক্‌মিক্‌ করিতেছিল, আর উহার অপর পাশ্বে বহুদূরে অন্ধকারময় বনরাজির মধ্য হইতে কোন কুটীরের দীপালোক প্রতিবিস্থিত হইতেছিল। সেই তড়াগকূলে, অন্ধকারে, নিরাশ্রয়ে, যুবতী রজনীকে ক্রোড়ে লইয়া একাকিনী বসির কঁদিতেছেন, অবিশ্রাস্ত নমুনবারি পড়িতেছে, কত প্রকার রাত্রিচর হিংস্র জন্তু সেই স্থানে আসিতেছে এবং দুর হইতে কত প্রকার ভীষণ রব করিতেছে! বিলের মধ্য এবং চতুষ্পাশ্ব হইতে