পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম সংখ্যা । ] পৃথিবীর উৎপত্তি। し পরস্পর বিচ্ছিন্ন অবস্থায় ছিল, তাহাতে আর সন্দেহ নাই; কিন্তু বাষ্পাকারে ছিল না এবং পুৰ্ব্বমতবাদিগণের সঙ্কৈচুনব্যাপারের সহিত স্বষ্টিতত্ত্বের কোন সম্বন্ধই নাই । প্রথমে সৌরজগতের গঠনোপাদান অসংখ্য উল্কাপিণ্ডের আকারে আঁকাশে ঘুরিতেছিল ; তন্মধ্যে যে কয়েকটি বৃহৎ পিণ্ড ছিল, তাহারা আকর্ষণ ধিক্যে ক্ষুদ্রগুলিকে দেহস্থ করিয়া কালক্রমে এই সৌরজগতের রচনা করিয়াছে । ইহাদের মতে আজও স্বৰ্য্য নিয়তই প্রচুর উল্কাপিণ্ড আকর্ষণ করিয়া লইতেছে এবং এই অজস্র-উল্কাপাত-জনিত সজঘর্ষণই সৌরতাপালোকের উৎপত্তির কারণ। পৃথিবী ও অপরাপর জ্যোতিষ্কে এখন অধিক উল্কাপাত না হইবার কারণ জিজ্ঞাসা করিলে ইহার বলেন, এই সকল জ্যোতিষ্কের পরিভ্রমণপথের নিকটবৰ্ত্তী আকাশ অধুনা উল্লা বিরল হইয়া পড়িয়াছে, তাই অার এখন ঘনঘন উল্কাবৃষ্টি দেখা যায় না ; কিন্তু সোরজ্যোতিষ্কমাত্রেরই অস্থি মজ্জা সকলই উল্কাপিণ্ড দ্বারা গঠিত। অধ্যাপক-প্রোক্টর-প্রমুখ কয়েকজন আধুনিক পণ্ডিত তৃতীয় মৃতবাদিগণের নেতা। স্বষ্টির প্রস্তু সৌরজগতের সামগ্ৰী যে নিহারিকার দ্যায় একটা বিশাল জলন্ত বাষ্পাকারে ঘুরিতেছিল, তাহা ইহারা স্বীকার করেন ; কিন্তু তার পর যে কেবল তাপক্ষয়জনিত সঙ্কোচ দ্বারা এই বৈচিত্র্যময় : উৎপত্তি হইয়াছে, তাহা ইহার ঠিক বলেন না । লাপ্লাসের সঙ্কেমচ এবং দ্বিতীয় সিদ্ধান্তিগণের সেই প্রাথমিক উত্মাবর্ষণে ক্ষীণকায় জ্যোতিষ্কগণের দেহপুষ্টি, এই উভয় ব্যাপারই হুষ্টির আদিতে জগৎরচনাকার্য্যের প্রধান সহায় ছিল বলিয়৷ ইহাদের স্থির বিশ্বাস হইয়াছে। এই ত গেল প্রচলিত সিদ্ধান্তগুলির স্থল মৰ্ম্ম । প্রথম ও তৃতীয় মতবাদিগণ স্বষ্টির প্রারম্ভে সৌরজগতের সামগ্রীকে যে নিহারিকাময় বলিয়া বর্ণন করেন, তাহার পোষক কোনও প্রত্যক্ষ প্রমাণ আছে কি না, এখন দেখা যাউক । সৌরজগতের দ্যায় কোটি কোটি জ্যোতিষ্কপুঞ্জের স্বষ্টি,পরিণতি ও ধ্বংস প্রতিনিয়তই অনন্ত আকাশে সংঘটিত হইতেছে। আমাদের অক্ষম ইন্দ্রিয় ও ক্ষুদ্রশক্তিসম্পন্ন যন্ত্রাদির সাহায্যে অসীম আকাশের এই অনন্ত স্ব৪িলীলার প্রত্যক্ষ দশন অসম্ভব হইলেও, আধুনিক উন্নত দূরবীক্ষণ ও রশ্মিনিৰ্ব্বাচন (§pectroscope) যন্ত্রাদি দ্বারা কতকগুলি অপেক্ষাকৃত নিকটবর্তী নাক্ষত্রিক জগৎ এবং কয়েকজাতীয় নিহারিকাপুঞ্জ অতীন্দ্রিয় হইয়াও আমাদের হন্দ্রিয়গ্রাহ হইয়া পড়িয়াছে । সেই সকল জ্যোতিষ্কের পয্যবেক্ষণদি দ্বার লাপ্লসের ণিহারিকাবাদ ও তৃতীয় মতবাদিগণের শেষোক্ত নুতন সিদ্ধান্তটির সুপ্রতিষ্ঠার কতদূর সহায়ত হয়, তাহাঁই অধুনা দ্রষ্টব্য। জ্যোতিবিদগণ বহুকাল হইতে নানাজাতীয় নিহারিকাপুঞ্জ পর্য্যবেক্ষণ করিয়া দেখিয়াছেন, সৌরজগদধিকৃত স্থানের সেই আদিম জলন্ত বাপরাশি যেমন ক্রমে ঘনীভূত, তরলীভূত ও শেষে কঠিনাকার প্রাপ্ত হইয়৷ এই জগতের অভিব্যক্তি করিয়াছে, তেমনি সৌরজগতের অতীত জীবনের সেই নানা পৰ্য্যন্ত্ৰ • য়ের অনুরূপ অবস্থা বিবিধ নিহারিকাপুঞ্জে স্পষ্ট দেখা গিয়া থাকে। মৃগশিরা-নক্ষত্রমণ্ড