পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 বঙ্গদর্শন । লীর (Orion ) একটি বিখ্যাত নিহারিকাপুঞ্জ আকাশের কোটি কোটি বর্গ মাইল স্থান অধিকার করিয়া আজও বাস্পাকারে জলিতেছে ; রশ্মিনিৰ্ব্বাচনযন্ত্র দ্বারা আলোকপরীক্ষা করিলে, ইহার কোন অংশেই কঠিন পদার্থের অস্তিত্বলক্ষণ দেখা যায় না এবং বায়ুতাড়িত মেঘের ন্তায় সেই বাষ্পরাশি যে প্রচণ্ডবেগে ঘুরিতেছে, তাহ স্পষ্ট বুঝা যায়। জ্যোতির্বিদগণ বলেন, আমাদের সৌরজগতের আদিম অবস্থা ঠিক্‌ এই প্রকার ছিল ; মৃগশিরা-নক্ষত্রপুঞ্জস্থ উক্ত নিহারিকামণ্ডলের এত তাপালোক-বিকিরণ এবং এ ত তাণ্ডবনৃত্য কেবল একটা নুতন জগৎ রচনার স্থচনামাত্র । সৌরজগতের পরবত্তী অবস্থার সম্বন্ধে ৯ল্লাপ্লাস যে সকল কথা বলিয়াছেন, কেবল বাষ্পময় পূৰ্ব্বোক্ত নিহারিক অপেক্ষ বয়োবৃদ্ধ নিহারিকাপুঞ্জগুলি পরিদর্শন করিলে, তাহার সত্যতা স্পষ্ট বুঝা যায়। মৃগশিরাস্থ সেই শিশু নিহারিকার চপলত, অসংযতগতি ও অসারত, এই বরোবৃদ্ধ নিহারিকাগুলিতে মোটেই দেখা যায় না ; আশৈশব অজস্র তাপব্যয় করিয়া ইহীদের সেই অসার দেহের .কেন্দ্রস্থলে বাপের কতকাংশ জমাট বাধিয়া যায়, এবং শেষে কেন্দ্রস্থ ঘনীভূত বাম্পের প্রভাবে তাহদের পূৰ্ব্বেকার অসংবতগতিতে একটা শৃঙ্খলা ও নিয়মের ভাব আসিয়া পড়ে। এই শ্রেণীর জ্যোতিষ্ক অপেক্ষ বয়োবৃদ্ধ নিহারিক পর্যবেক্ষণ করিলে, আমরা তাহ্লাতে আরও কতকগুলি নুতন ব্যাপার দেখিতে পাই,—ইহাদের কেন্দ্রস্থ সেই ঘনীভূত বাষ্পপিও ব্যতীত আর একটি ক্ষুদ্র [ বৈশাখ । তরু বাষ্পপিও কেন্দ্রবর্হিভূত স্থানে সঞ্চিত থাকে, এবং গণনা করিলে দেখা যায়, এই দ্বিতীয় পিওটির সামগ্রীপরিমাণ, নিহারিকার অবশিষ্ট সমগ্র বাষ্পীয় অংশের সামগ্রীপরিমাণ অপেক্ষা অধিক । জ্যোতিবিদগণ বলেন, নিহারিকায় যে-প্রকায় ক্রমে প্রথম ও দ্বিতীয় বাষ্পপিণ্ডের উৎপত্তি দেখা যায়, সৌরজগতে স্বৰ্য্য ও বৃহস্পতির ঠিক সেইপ্রকারে উৎপত্তি হইয়াছিল। নিহারিকায় যেমন দ্বিতীয় পিণ্ডটির সামগ্রীপরিমাণ সমবেত বাম্পের সামগ্ৰী অপেক্ষ অধিক, তদ্রুপ আমাদের একক বৃহস্পতির সামগ্রীপরিমাণও অপরাপর গ্ৰহগুলির সমবেত সামগ্রী অপেক্ষা অধিক। এই ত গেল দুই শ্রেণীর নিহারিকার কথা। এতদ্ব্যতীত সৌরজগতের পরবর্তী অবস্থার অনুরূপও কয়েকটি নিহারিকাপুঞ্জ আবিষ্কৃত হইয়াছে। এগুলিতে ক্রমে তিন, চারি ও ততোধিক বাষ্পপিণ্ড নিহারিকাঅঙ্গের নানাস্থানে বিদ্যস্ত দেখা যায়, এবং নবসঞ্চিত পিণ্ডের সামগ্রীপরিমাণের সহিত অবশিষ্ট বাপের সামগ্রীর যে স্থল অমুপাতের কথা পূৰ্ব্বে বলা হইল, তাহাও এগুলিতে অব্যাহত থাকে। "ইহা দেখিয়া বিজ্ঞানবিদগণ বলেন,—ত্রিপিণ্ডক নিহারিকায় যেমন তৃতীয় পিণ্ডের গুরুত্ব অবশিষ্ট বাম্পের গুরুত্ব অপেক্ষ অধিক, সৌরজগং-নিহারিক হইতে অভিব্যক্ত হওয়ায় আমাদের তৃতীয় পিগু শনির সামগ্রীপরিমাণ তদ্রুপ অগ্রজ স্বৰ্য্য ও বৃহস্পতি ব্যতীত অপর গ্ৰহ-উপগ্রহাদির সমবেত সামগ্ৰীপরিমাণ অপেক্ষা অনেক অধিক । তার পর চতুপিণ্ডক, পঞ্চপিণ্ডক প্রভৃতি নিহারিকা