পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় সংখ্যা । ] হউক, অসঙ্গত হউক, তাহাই আমাদিগকে অনেকস্থলে শিরোধাৰ্য্য করিয়া লইতে হয়। কারণ, হিন্দুর লিখিত অন্ধনির্ণয়মূলক ভারতেতিহাস,একপ্রকার দুলভ । যদ্যপি র দেশীয় ভাষায় হাসিক বিবরণ য়, তথাপি ইংরাজ C ইতিহাসলেখকগণ তাহার যথোপযুক্ত সমাদরে অগ্রসর হন না। হিন্দুবিজেতা মোসলমানদিগেরই বর্ণনায় তাহারা সমধিক আস্থপ্রকাশ করিয়া থাকেন । কাজেই হিন্দুপক্ষের বক্তব্য বিষয় সাধায়ণ পাঠকের নিকট অপরিজ্ঞাত থাকিয়া যায়। এরূপ অবস্থায় আব্দালীর ভারতাক্রমণের দ্যার স্বপ্রসিদ্ধ ঘটনার সময় ও কারণ সম্বন্ধে হিন্দুমতের আলোচনা ইতিহাস-জিজ্ঞামু পাঠকের নিকট নিতান্ত অপ্রীতিকর হইবে বলিয়া বোধ হর না। খৃষ্টীয় ১৭৪৮ অন্ধে আহম্মদ শাহ আদালী প্রথমবার ভারতবর্ষ আক্রমণ করেন । তিনি প্রথমত ইরাণের সম্রাটু নাদির শাহের জনৈক প্রসিদ্ধ সেনানী ছিলেন । নাদিরের মৃত্যুর পর আফগানেরা ইরাণের অধীনতা অস্বীকার করিয়া আবদালীকে তাহাদিগের সম্রাটুপদে বরণ করেন। আব্বালাঁ তাতার-জাতীয় ছিলেন। গিলজী ও দুরাণী জাতির উপর তাহার বিশেষ আধিপত্য ছিল। র্তাহার সেনাদলে ঐ-দুই-জাতীয় সৈনিকের সংখ্যাধিক্য ছিল বলিয়৷ সেকালের হিন্দুদিগের নিকট তিনি প্রধানতঃ "ছ্রাণী” ও “গিলচি” নামে পরিচিত হইয়াছিলেন। ভারতে আদালী f SS) মাদালীর প্রথম ভারতাক্রমণ বিফল হইলেও তারতবাসী তাহার সর্বনাশকরী , শক্তির আংশিক পরিচয় পাইয়াছিলেন । এই ঘটনায় দিল্লীর রাজপুরুষদিগের হৃদয়েও বিলক্ষণ আতঙ্কের সঞ্চার হইয়াছিল। নাদির শাহের আক্রমণ ও ওমরাহদিগের আত্মবিগ্ৰহাদির জন্ত দিল্লীর অবস্থা তৎকালে যেরূপ শোচনীয় হইয়াছিল, তাহাতে,আকালী যথোপযুক্ত শক্তি-সঞ্চয় করিয়া পুনৰ্ব্বার ভারতে প্রবেশ করিলে,র্তাহাকে বাধা দেওয়া , যে বাদশাহী সৈন্তের পক্ষে সহজসাধ্য হইবে না, ইহা সকলেই বুঝিতে পারিয়াছিলেন। দিল্লীর মোসলমান সামস্তগণের মধ্যেও বিদ্বেষাপ্পি প্ৰজলিত থাকায় ভারতে সৰ্ব্বত্র মোসলেম-শক্তির প্রতাপ খৰ্ব্ব হইয়। ছিল । সুতরাং ত্ব গ্নি আক্রমণ নিৰারণের জন্ত হিন্মুশক্তিক্ষজীশ্ৰয়প্রার্থনা মোসলমানের পক্ষে আবশুক হইয়া উঠিয়াছিল। এই সময়ে মহারাষ্ট্রদেশে শিক্তি পূর্ণবিকাশ লাভ করিয়াছিল। ছত্রপতি মহাত্মা শিবাজী মহারাষ্ট্রজাতির হৃদয়ে যে স্বদেশোদ্বার-বাসনার বীজ উপ্ত করিয়া গিয়াছিলেন, তাহা এই সময়ে বিশাল মহীরুছে পরিণত হইয়াছিল। মহারাষ্ট্ৰীয়েরা আপনাদিগের জন্মভূমিকে বিধৰ্ম্মীর অধীনতাপাশ হইতে মুক্ত করিয়া সমগ্র ভারতে হিন্দুশাসন প্রতিষ্ঠা করিবার জন্ত ব্যগ্র হইয়াছিলেন। মহাপুরুষ রামদাস স্বামী * তাহাদিগকে “দেশের ম্লেচ্ছভাব দূরীভূত” করিয়া আসমুদ্রহিমাচল ভারতবর্ষে “মহারাষ্ট্রধৰ্ম্ম ও মহা S DDDBBD DDDDDDDDBBBB BBBB BDD DBBDS DD DDD S DDDBS DDD BB BBDDD BBDB BBDDBB BBBBB BBBB BB BBBDS DDD DDBBBDS Gł