পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় সংখ্যা । ] 哆 ভারতে আবদালী । છે? দিল্লীর বাদশাহের স্বাক্ষরিত একখানি অহদ- আব্দtলীর ভয়ে উত্তর-ভারতের অধিকাংশ © © 朝 e নামার ( করারনামার ) যে অনুলিপি আবি- মহারাষ্ট্রীয়দিগকে অর্পণ করিয়ু নিশ্চিন্তু স্কৃত হইয়াছে, তাহাতে লিখিত আছে যে, • হইয়াছিলেন। রোহিলারা এই সময়ে অযোধ্য আবদালীর দমনের জন্ত বাদশাহ, মহারাষ্ট্রীয়দিগকে ৫-লুঙ্ক-টাকা দান করিতে প্রতিশ্রত हुन। তন্মধ্যে অগ্রিম ত্ৰিশলক্ষ টাকা পেশওয়ে বালাজী বাজী রাওয়ের প্রসিদ্ধ সেনানী মহলার রাও হোলকর ও জয়াজী রাও শিন্দের ( সিন্ধিয়ার ) হস্তে প্রদত্ত হইয়াছিল। তদ্ভিন্ন মুলতান, পঞ্জাব, থটা ও ভকর* —এই চারিটি সুভার রাজস্ব এবং হিসার, সম্বল, মুরাদাবাদ ও বদাউন প্রভৃতি মহালের চেীথ আদায় করিবার স্বত্বও আবদালীর দমনার্থে রক্ষিত সৈন্তের ভরণপোষণের ব্যয়নিৰ্ব্বাহকল্পে মহারাষ্ট্রীয়দিগকে দান করা হইয়াছিল। কেবল তাহাই নছে, এই করারনামার বলে মহারাষ্ট্ৰীয়ের মথুরা, আজমীর, সম্বর ও নারনোল প্রভৃতি প্রদেশের ফৌজদার ও মুতালিক এবং অকবরাবাদের স্বভেদার পদ অগ্ৰিম-পুরস্কারস্বরূপ পাইয়াছিলেন । খৃষ্টীয় ১৮শ শতাব্দীর মধ্যভাগে আদালীর ভারতাক্রমণের আশঙ্কা, মহারাষ্ট্রীয়দিগের প্রতাপ ও দিল্লীর দরবারের দুর্ধ্বলতা কিরূপ বৃদ্ধি পাইয়াছিল, এই অহদনামার সর্তগুলি পাঠ করিলে তাহ স্পষ্টতালে হৃদয়ঙ্গত হয়। ১৮১৮ খৃষ্টাব্দে মহারাষ্ট্ৰাধম শেষ বাজী রাও রাজ্যভার-বহনে অসমর্থ হইয়া ইষ্ট ইণ্ডিয়া কোম্পানির হস্তে সমগ্র রাজ্য সমর্পণপূর্বক যেরূপ অবসরগ্রহণ করিরাছিলেন। সেইরূপ ১৭৫০ খৃষ্টাব্দে হীনবল দিল্লীর বাদশাহ

  • শেষোক্ত স্থান-দুইটি সিন্ধুপ্রদেশের অন্তর্গত

প্রদেশ লুণ্ঠন করিয়া ছারখার করিতে ছল ; এই কারণে তাহাদিগের দম নর ভার ও পূৰ্ব্বোক্ত করারনামায় স্বাক্ষরকালে মহারাষ্ট্রীয়দিগকে গ্রহণ করতে হয়। এই আহদনামার সর্ত পালনের জন্য ১৭৫১ খৃষ্টাব্দে মহারাষ্ট্র-সেনানী শিন্দে ও হোলকর রোহিলাদিগের দমনাথ প্রথম অভিযান করেন । রোহিলা-সমর শেষ হইতে না হইতে ভারতে আবদালীর দ্বিতীয়বার শুভাগমন হয়। শিন্দে ও হোলকরকে লইয়া দিল্লীশ্বরের উজীর সফদরজং তাহার প্রতিরোধাৰ্থ যাত্রা কাহ্নু পঞ্জাব প্রদেশ । করিলেন । ইহার"দক্ষিণাপথে যে క్ట్ర সকল গোলযোগ উপস্থিত হয়, তাহার জন্ত ১৭৫৬ খৃষ্টাব্দ পর্য্যন্ত মহারাষ্ট্ৰীয়ের আবদালীর হস্ত হইতে পঞ্জাব প্রদেশ উদ্ধার করিবার অবসয় পান নাই । ১৭৫৭ খৃষ্টাব্দের জানুয়ারিমাসে পেশওয়ে রঘুনাথ রাও, মহলার রাও হোলকরকে সঙ্গে লইয়া, পঞ্জাব-উদ্ধারের জন্য যাত্রা করিলেন । ইহার পূৰ্ব্বে দুইবার ( একবার ১৭৫৪ খৃষ্টাব্দে ও একবার তৎপরবর্তী বর্ষে ) তিনি উত্তর-ভারতে অভিযান করিয়াছিলেন । সেই অভিযানের ফলে রাজপুতন, দিল্লী ও রোহিলখণ্ড অঞ্চলে মহারাষ্ট্রীয়দিগের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। ১৭৫৬ সালে টিক লইয়। পেশওয়ের বিশেষ ব্যস্ত