পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় সংখ্যা । ] আসি তাহার সহিত সাক্ষাৎ করে। পাঠান ಕ್ಲ টকা লইয়া সন্ধি করিতে ੱਠ হইল । সহরবাসীরা তাহাতে সন্মতিপ্রকাশ করিল ; কিন্তু টাকা সংগ্রহ করা তাহাদিগের পক্ষে কষ্টকর হইয়। উঠিল । টাক দিবীর যে দিন ধাৰ্য্য হইয়াছিল, তাহ অতীত হইল। তথন পাঠান অগ্র আক্রমণ ও লুণ্ঠন পূৰ্ব্বক ছারথার এবং দুর্গ বাহুবলে হস্তগত করিল । গাজদী খন আদালীর পক্ষ হইতে দুর্গে প্রবেশপূৰ্ব্বক ডহ। অধিকার করিলেন । বাদশাহের নামে সহরে জয় ও অভয় সংবাদ ঘোষিত হইল। পাঠান তথায় ৫।৭ দিন অবস্থানের পর আটক্রোশ অগ্রসর হইয়। ছাউনী করিয়াছে । সেখানে দশদিন হইতে কুড়ি দিন পর্য্যন্ত থাকিবে ।” * 家 家 水 এই পত্ৰখানি সম্ভবতঃ মার্চমাসের মধ্যভাগে লিখিত হইয়া থাকিবে, তাই ২রা এপ্রিল তারিখে পুণায় পৌছিয়াছে । সুতরাং মাচ্চমাসের প্রারম্ভেই বৃন্দাবনের বৈরাগীদিগের সহিত আদালীর যুদ্ধ হইয়াছিল, বলিতে হইবে। বৃন্দাবনের যুদ্ধের বহুপূৰ্ব্বে যে দিল্লী লুষ্ঠিত হইয়াছিল, এ কথা এই পত্রে স্পষ্টভাবেই উল্লিখিত হইয়াছে। কাজেই সেপ্টেম্বর মাসে দিল্লীলুণ্ঠনের কথ। অশ্রদ্ধেয় বলিয়া পরিত্যাগ করিতে হইল । ১৭৫৭ খৃষ্টাব্দের সেপ্টেম্বর-মাসে আব্দালী ভারতে ছিলেন, এরূপ মনে করিবারও কোনও কারণ নাই। ঐতিহাসিক এলফিনষ্টোন্‌-সাহেবের মতে আবালী জুন-মাসে ভারতবর্ষ পরিত্যাগ করেন। প্রকৃতপক্ষে চৈত্রমাসের শেষে বা এপ্রিলের প্রারম্ভেই এই পাঠানপ্রবর স্বদেশে প্রতিগমন করিয়াছিলেন বলিয়া বোধ হয়। ভারতে আবদালী । কারণ তিনি । যখন আগ্র অধিকার করিতেছিলেন, তখন । রঘুনাথ রাও সসৈন্তে উদয়পুরের নিকটবৰ্ত্তী গ ده হইয়াছিলেন। তাহার সঙ্গে তখন ৪০ সহস্র সৈন্ত ছিল এবং প্রত্যহ নানা স্থান হইতে স্বারাঠারা আসিয়া তাহার সহিত মিলিত হইতেছিলেন। যথাসম্ভব দ্রুতগতিতে দিল্লীতে উপস্থিত হইয়া আদালীর দর্প চূর্ণ করিযার রঘুনাথ রাওয়ের বিশেষ ইচ্ছা ছিল ; কিন্তু মহলার রাও হোলকর পথিমধ্যে নানাপ্রকার অকারণ গোলযোগ উপস্থিত করায় তাহা ঘটিয়া উঠিল না। রঘুনাথ রাওয়ের দিল্লী পৌছিবার পূৰ্ব্বেই আদালী স্বদেশে প্রতিগমন করিয়াছিলেন । রঘুনাথ রাও পঞ্জাব পর্য্যন্ত তাহার পশ্চাদ্ধাবন করিবার বাসনাও করিয়াছিলেন ; কিন্তু হোলকরের জন্ত তাহাও বিফল হইল। অন্তত রঘুনাথ রাও ২০শে স ওয়াল ( :సా ) নাগোর-অঞ্চল হইতে পেশওয়ে i o যে পত্র লিখেন, তাঞ্জ পাইয়াছে। মহলার রাওয়ের বুদ্ধিদোষে ও স্বার্থপরতার জন্য যে পাণিপথের যুদ্ধে মহারাষ্ট্রীয়দিগের ভাগ্যবিপর্য্যয় হয়, এ কথা ইতিহাসজ্ঞ পাঠকের অবিদিত নাই ! মহলার রাওয়ের কৌশলজাল ভেদ করিয়া জুলাইমাসের প্রারস্তে রঘুনাথ রাও দিল্লীসহরে উপস্থিত হইয়াছিলেন। তিনি তথায় গিয়া আদালীকে দেখিতে পান নাই। কেবল তাঁহাই নহে, তাহার দিল্লীতে উপস্থিতির বহুপূৰ্ব্বে যে আদালী প্রস্থান করিয়াছিলেন, তাহা তাহার ২৪শে জিলকাদ বা শ্রাবৃণ কৃষ্ণা একাদশী (১২ই জুলাই ) তারি_ঞ্জষ্টাক্ষরে লিখিত আছে। আমরা প্রারম্ভভাগ এস্থলে অনূদিত