পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>)● শুনায় মন দিত না। এই যুবার এইরূপ একটি নাকি বিশেষত্ব ছিল । এক-পাল কুকুর লইয়া সে নাকি আমাদের পূর্বপ্রদশিত উপত্যকায় শীকার করিয়া বেড়াইত ; আশেপাশে সমস্ত পৰ্ব্বতমালা তাহার কুকুরের চীৎকারে প্রতিধ্বনিত হইত। এই মাতৃহীন যুবক সঙ্কল্প করিয়া ছিল, বিবাহ করিবে না। সেজন্ত অধ্যাপকের . কোনও ক্ষোভ ছিল না ; কিন্তু র্তাহার ন্যায় পণ্ডিতের পুত্র ওরূপ অকৰ্ম্মণ্য হইয়া থাকিবে, ইহাতেই তাহাকে কষ্ট দিত। বিদ্যালাভের উপর অধ্যাপকের একটি অসঙ্গত আস্থা ছিল—যাহা দার্শনিকেরই উপযুক্ত। এই দুটি পিতাপুত্রের সম্বন্ধ সেই দেশের সাধারণ পিতাপুত্রের সম্বন্ধ হইতে কিছু অন্তরূপ ছিল। এ সব কথা প্রথম অধ্যাপকের মুখেই জানিতে পাই । *: অধ্যাপক মানুষটি বড়ই সরল প্রকৃতির— সহৃদয়ত। এরূপ অল্পই দেখিয়াছি । কিছুদিন তাহার কাছে পড়িতেই তিনি আমাকে তাহার গৃহে গিয়া বাস করিতে আহবান করিলেন , তামি ভয়ে ও আনন্দে অধ্যাপকের গৃহে স্থান লইলাম। কয়েকদিন ষাইতেই অধ্যাপক আমাকে ডাকিয়া বলিলেন – “যুবক, আমার কথা শুন ; আমার একটি দুরন্ত পুত্র কিছুদিন হইল ভ্রমণে গিয়াছিল ; তাহার সংক্ষিপ্ত ভ্রমণ সমাধা করিয়া আঞ্জই সন্ধ্যায় সে ফিরিতেছে । তোমার ব্যবহারে আমি মুগ্ধ হইয়াছি, কিন্তু তাহার সহিত, আরও বিবেচনা করিয়া চলিবে। অবশু তোমাদের বাসকক্ষ পরস্পরের নিকটে নহে এবং তুমি অধ্যয়নশীল,—অল্পই দেখা বঙ্গদর্শন । . [ ২য় বর্ষ, আষাঢ় হইবে—তবু বলিয়া রাখিলাম " সে কাহারও সঙ্গে মিশিতে চাহে না । পড়াশুনার একরূপ বিরোধী। অত্যন্ত রাগী—হারকিউলিসের মত গায়ে জোর । তবু”— ( এইখানে ঠিক কথা ক’টি তুলিয়া দিই ) “Yet the dog has a heart, he has a heart I am sure—-an honest rascal.” সেইদিনই সন্ধ্যার সময়ে কে আমার কামরার কাছের সিড়িটি দিয়া গট্টগট করিয়া উঠিয়া আসিতেছে। আমি যে দোতলাঘরে থাকিতাম, ঠিক তাহার উদ্ধে তেতলায় অধ্যাপক বাস করিতেন । র্তাহার কক্ষে যাইবার সিড়ি আমার কক্ষের দরজা মেলিতেই বারাণ্ডার বা দিকে দেখা যাইত। আমি পদশব্দ শুনিয়াই, বারাণ্ডায় বাহির হইয়া অন্ত্যমনস্কভাবের ভাণ করিয়া একখানি পুস্তক হস্তে দাড়াইয়া রহিলাম। সৰ্ব্বাঙ্গ লগ। কোর্তায় ঢাকিয়া এক-প এক-পা দৃঢ়ভাবে ধাপে ধাপে ফেলিয়া কে একজন উঠিতেছে। তাহার পশ্চাতে তিস্তিস তিস্তিস আরও কতক গুলি শব্দ শোনা গেল। এই-ই অধ্যাপকের পুত্রবর। সহসা উপরে না গিয়া সে আমার দিকেই আসিল এবং পাঁচ-সাতটা কুকুরে বারাণ্ডাটি যেন ভরিয়া গেল । রাঙারাঙা বিশৃঙ্খল চুল, জলজল চক্ষু, অযত্নকৰ্ত্তিত গুম্ফশ্মশ্র—একটা প্রকাণ্ড ধবধবে শাদা হাত সে আমার দিকে বাড়াইয়া দিল। জমি প্রস্তুত ছিলাম না— শেক্হাগু করিলাম। ইতিমধ্যে কুকুরের কেহ পশ্চাতের দু'পা তাঙিয়া গম্ভীরভাবে প্রভুর দিকে চাহিয়া বসিয়া গেল, কেহ দাড়াইয়াই পুচ্ছ নাড়িতে লাগিল, আর 糖