পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় সংখ্যা । ] ८कनकै कौनप्ले आमा ७द९ cमहे उर्जলোকের গায়ে উঠাউঠি করিতে আরম্ভ করিল। যুব হাসিয়া বলিলেন, “আপনি সেই ভারতবর্ষীয় ছাত্র ? এক্ষণি আসিতেছি, ক্ষমা করিবেন।” আমি কিছু উত্তর নু করিতে করিতেই কুকুরপাল সঙ্গে যুবক উপরে উঠিয়া গেল। আমি একটু বিরক্তিমিশ্র বিস্ময় অনুভব করিতে লাগিলাম –ভাৰতবৰ্ষীয় ছাত্র বলিয়া যুবক হাসিল কেন ? উপহাস ? কিন্তু তাহার করমর্দনের ভাবটি বড় সৌহাৰ্দ্দ জানাইয়াছে ত ! না, প্রতারিত হইলাম ? ভাবিতে ভাবিতে কামরায় প্রবেশ করিয়া গিয়া বসিলাম । চাকর তালে৷ দিয়া গেল । আজ তাহাকে “থ্যাঙ্ক যু" দিতে ভুলিয় গেলাম -অন্ত মনস্কভাবে বসিয়া থাকিলাম । যেন একটু কষ্ট হইতে লাগিল। কতদূর হইতে আসিয়াছি-—কোথায় স্নেহ ! কোথায় ভালবাসা ! বাড়ীর কথা মনে পড়িল, বাঙলার অনেক যুবকের মূৰ্ত্তি উঠিয় মিলাইয়া গেল— অজানত চক্ষুপ্রাস্তে অশ্রু বিগলিত হইল বুঝি —ইতিমধ্যে সেই বিশৃঙ্খল মূৰ্ত্তি, একগাল হাসিয়া আমার সাম্নে আসিয়া দাড়াইয়াছে। সে হাস্তে কোন সন্দেহ আর থাকে না। যুব জিজ্ঞাসা করিলেন – "আপনি কি এখনি আবার আপনার ঐ গ্রন্থে ডুব দিবেন ? ( আমার টেবিলে তখন একটিমাত্র প্রকাণ্ডকায় এমাসনের গ্রন্থাবলী ছিল—সেইটি দেখাইয়া) ডুব দিলে শীঘ্রই আপনাকে ভাগিয়া উঠিতে হইবে। ইণ্ডিয়ান হইলেও আপনার আপেক্ষিক গুরুত্ব ঐ গ্রন্থজিনিষটির তুলনায় কম হইবে।” আমার বিদেশী বন্ধু।" >>> অধ্যাপক আমার আগমনবার্তা সবিস্তারে তাছার পুত্রকে লিখিয়াছিলেন, তথাপি প্রথম সাক্ষাতেই এত উপহাস কেন ? যা হউক, সহজেই আত্মসংবরণ করিলাম, বিশেষত তাহার মুখভাবটি আমাকে বড়ই আকৃষ্ট করিতেছিল। আমি বলিলাম ঃ “আমি সম্প্রতি এমন-কোন ডুবের চেষ্টা দেখিব না, তবে আপনার সঙ্গে একটা আলাপের মধ্যে ডুব দিবার ইচ্ছা আছে— যদি আপনার রুচিকর হয়।” কথাটা বড় সসঙ্কোচে বলিলাম । “তবে আমুন না, আমাদের ডিনার আজ একত্র করিয়া লওয়া যাক । টেবিলে একঘণ্টা বেশ আলাপ চলিবে—তার পরেও আমার আপুত্তি নাই,—সমস্তরাত্রি छबिरल ७ श्रांभेि शृछेडश्न निन ना-शः शं: হাঃ হাঃ ”- একটা উচ্চহাস্ত করিয়া উঠিলেন। আমি ভাবিলাম—বtঃ, এই কি মেশামিশি না করিবার মত লোক ? না, আমিই বিদেশী চরিত্রে প্রতারিত হইতেছি ? বলিলাম, “চলুন, সাহলাদে যাইতেছি।” পাশেই আমাদের ভোজনাগার । অধ্যাপক ও আসিয়া ডিনারে যোগ দিলেন । o \ව পূৰ্ব্বল্পাত্রের ডিনারে আমাদের বন্ধুত্ব কিছুদূর অগ্রসর হইয়াছে। রবার্টের সরলতা দেখিয় তাহার পিতাও একরূপ বিস্ময়মিশ্র আনন্দ লাভ করিলেন । আমি বিশেষ আনন্দিত হইলাম । পরদিন সকালবেলায় আমি অধ্যাপকের সঙ্গে পড়াশুনা করিতেছিলাম। গ্ৰীকৃ