পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/১২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

〉〉や বঙ্গদর্শন । [২য় বর্ষ, আষাঢ়। রহস্ত ? আমি রবার্টের বাহুর উপর করতল স্তস্ত করিয়া কহিলাম, “একি ? রবাট, একি ?” রবার্ট এবার—যেন উত্তেজনা অপগত হইল—আমার দিকে ফিরিয়া, কিছুক্ষণ পরে stfäl aff, “The sweetest story.” আমি । খুলিয়া বলিতে আপত্তি আছে কি ? রবার্ট। আপত্তি ! দূর ! এই বলিয়া আমার স্কন্ধে বাহু তুলিয়৷ দিল এবং বলিতে আরম্ভ করিল। ধীরে ধীরে রবার্ট Stefā sweetest story প্রকাশিত করিল। ধীরে ধীরে তাহার মনের দ্বার খুলিয়া একটি বিচিত্র, মনোহর হৃদয়-পক্ষী মামার দৃষ্টিপথে উৎপতিত হইল। আমি রবার্টের পুণ্যস্পর্শ অনুভব করিতেছি বলিয় আপনাকে ধন্ত মনে করিলাম । ঘরে গিয়াও সারারাত সেই অদৃষ্ট উপত্যকার কথা, তাহার মধ্যে একটি বিদেশি-ভাবের গ্রামের কথা, নুতন-রকম গৃহপ্রাঙ্গণ, গৃহঐর কথা, একটি প্রস্তরহৰ্ম্ম্যের মধ্যস্থিত একটি সৌম্য মুন্দরীর কথা ভাবিতে থাকিলাম। ভাবিতে থাকিলাম, ঐ উপত্যক্ষায় কেমন একটি অজ্ঞাত গ্রাম আছে ; তাহার উদ্যানে উদ্যানে কিরূপ ফলের গাছ, ফুলের গাছ, শুধু ছায়ার গাছ ; রাঙা-রাঙ কুপ্তি পরিয়া বালিকার সকালবেলায় তরুচ্ছায়ায় দুগ্ধ দোহন করিতে থাকে, কেমন গুনগুন করিয়া তাছাদের মুনিবগৃহের সুন্দরী কম্ভার গুণের কথা জল্পনা করে—আমার এই প্রবলহৃদয় বন্ধুটি কিরূপে তাহার হৃদয়টি ঐ বালিকার প্রেমম্পর্শে অবনমিত করিয়াছে । कभर्न সে একদিন শকারে গিয়াছিল-4াত্রার সেই মাহেন্দ্রমুহূর্বে অদৃশু পরীগণ কি "তাহার কণ্ঠে বরমাল্য নিক্ষেপ কৰিছিল অশ্বের স্থলর গ্ৰীৰাট বাকী ইয়। টানিয়! সেদিন কি রবার্ট ঐ দ্রঢ়িষ্ঠ পশুর নেত্রে এক অপূৰ্ব্ব প্রসন্নতা দেখিতে পাইয়াছিল ? কেমন করিয়া আমার বন্ধুর রুধিররঞ্জিত শাকারলব্ধ হরিণীটিকে গ্রামের পথ দিয়া বন্ধুর সেই শিবিরে লইয়া যাইতেছিল—তখন কেমন একটি পুরাতন গাড়িতে একটি সুন্দরী ধনিকন্ত বায়ুসেবন করিতেছিল—হঠাৎ সেদিন রক্তাল্পত মৃগীর দৃশ্য দেখিয়া তাহার প্রাণে কিরূপ আঘাত লাগিল,-কেমন করিয়া কি মধুর ভাষায় করুণা প্রকাশ করিল ! বিদেশিনীর মস্তকে টুপি ! কিরূপ বেশভূষা ! গোরকপোল কিরূপে করুণচক্ষের পল্লবচ্ছায়ায় ছায়াভারাক্রান্তের দ্যায় বোধ হইতে লাগিল । রবার্ট মোহিত হইয়া গেল। ঘোড়া হইতে নামিয়া শাকার কিশোরীর চরণে রাখিয়া আর প্রাণিহিংস না করিতে মনে মনে সঙ্কল্প করিল। কিশোরী কিরূপ মুদ্রমুছ হাসিয়া তাহার জ্যেষ্ঠভ্রাতার মুখপানে Y; সে এই সহরাগত ভদ্রলোকটির সৌজঞ্জে মুগ্ধ হইয়া রবার্টকে তাহীদের ভবনে আহবান করিল ! রবার্ট পটগৃহ ভাঙিয়া সেই উপত্যকার ভবনে আশ্রয় লইল । রবার্টের নুতন জীবন আরম্ভ হইল। এই-এমিলিই বা কিরূপ ?— কে জাৰে কিরূপ ! মুহমু হু হাস্ত করে, অথচ কথা বলে না—এ কিরূপ । তিনদিন যায়, চারদিন যায়, তাহার ভ্রাতা সমস্ত আদর-অভ্যর্থনা করে—অথচ এমিলির কেন