পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/২১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দান। cार्मिन প্রথম সেই কতদিন হ’ল মোর কাছে লইলে বিদায়, সুদূর প্রবাসে গিয়ে ভুলে যাও পাছে ছবিখানি দিলাম তোমায় । তুমি তব কণ্ঠ হতে হাতে দিলে তুলে এক ছড়া বকুলের হার,— আজো আছে মোর কাছে সে মালা লে ছবি দুজনের দুই উপহার। ছবিটির আলো-ছায়া লুপ্ত হয়ে গেছে কার মুখ চেনা স্বকঠিন। শুষ্কমালা হতে আজো গন্ধটুকু তার একেবারে হয়নি বিলীন । তোমার সে ফুলগুলি বিশ্ববিধাতার প্রেমপুর্ণ আনন্দরচনা, মোর দান সেই ছবি শুধু মানবের প্রাণপণ অক্ষম সাধনা ! বিপরীত । ধবে মোরা অতি শিশু মনে কিছু রাখিতে পারি না, হাতে যদি পড়ে কিছু তবে তাহ সহজে ছাড়ি না । বড় হ’লে হাত ছেড়ে दूक बनि किहू ५ब्र भएफ़ রাখিতে পারি না তাও সৰি শুধু রাখি মনে করে ।