পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/২১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বন্ধনলেশ । দেখ সখা, কেশপ্রান্ত গুচ্ছ থরে থরে उँद%झ कूउि श्ष्म्न अबूो कौंब्रि। এ মৃদ্ধ বন্ধনে শুধু ক্ষণেকের তরে রাখিব তর্জনী তব জড়ায়ে বাধিয়া ! অভীষ্ট । তোমারে ভুলিতে মোর হ’ল নাক মতি, এ জগতে কারো তাহে নাহি কোন ক্ষতি আমি তাহে দীন নহি, তুমি নহ ঋণী, দেবতার অংশ তাও পাইবেন তিনি। পঞ্চ পাল-নরপাল । —O পঞ্চগৌড়েশ্বর জয়স্তের তিরোভাবের পর, cशोफ़ौञ्च श्तूिनांथांक्षा शूनब्रांञ्च झबउन्न श्हेब्र পড়িয়াছিল। বাহুবলই সৰ্ব্বত্র প্রবল হইয়া উঠিয়াছিল। তারানাথের বর্ণনাপাঠে বোধ হয়, এই সময়ে রাষ্ট্রবিপ্লবে অরাজকতার স্বত্রপাত হইয়াছিল। কিন্তু সে বিপ্লবে দেশের প্রজাসাধারণ বিশেষ বিপন্ন হইয়াছিল বলিয়া বোধ হয় না। তাহারা প্রবলপুরুষকে করপ্রদান করিয়া গৃহধৰ্ম্ম প্রতিপালন করিত ; কে সিংহাসনে আরোহণ করিল, কে সিংহাসনझुछ इहेग, छाशंद्र नकांन गरेदेब्रे चंड बाउं ब्रांप्लेविग्नव । হইত না। তাহার ক্ষুদ্র ক্ষুদ্র মগুলপতি সামন্তের অধীনে বাস করিত ; রাজচক্রবৰ্ত্তাকে সাক্ষাৎসম্বন্ধে জানিবার অবসর বা প্রয়োজন উপস্থিত হইত না। সামন্তগণ কখন-কখন একজনকে রাজচক্রবর্তী করিয়া র্তাহার অধীনে রাজ্যভোগ করিতেন। তাহাতে কিছুদিনের জন্য যুদ্ধকোলাহল শাস্তিলাভ করিত। এই সকল কারণে, মগধের পালবংশীয় নরপালগণ বঙ্গভূমিতে অধিকার-বিস্তারের অবসর প্রাপ্ত হইয়াছিলেন। । ." পালবংশের ইতিহাস নানা বিচিত্র