পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৩৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ф) је সেলসাসের আশ । কি তাহার আশা, তাহ একবার দেখিতে হইবে । সত্যসত্যই প্যারাসেলসাসের ‘ আশা জাগিয়াছে । তাহা তাহার প্রাণের গভীরতার ভিতরে জাগিয়াছে—প্যারাসেলসাস তাহার আভাস পান আর নাই পান, অtমরা তাহ৷ স্পষ্টই দেখিতে পাই । এ আশা মনের কর্তৃত্বে সচেতন আশা নহে, এ আশার অর্থ পরিপূর্ণতার দিকে জীবনের বিকাশ । প্যারাসেলসাস যে কোমল হইয়া আসিতেছেন, তাহাতে আর সন্দেহ নাই। র্তাহার হৃদয়ের নীচে, নিভৃতে যে দুটি-একটি ফুল ফুটিতেছে, তাহার মনে র্তাহার অজ্ঞাতসারে ভাবকোমল কল্পনার এক-একটি ঝুম্কা-ফুল যে স্ফুটনোন্মুখ হইয়া উঠিতেছে, তাহা সহজেই বুঝিতে পারা যায়। র্তাহার সেই জ্ঞানসার জীবনের দিকে তিনি যে আজ চাহিয়া দেখিতেছেন—সে দৃষ্টিতেও আজ ক্ষণে ক্ষণে একটা অশ্রুবাম্পাচ্ছল্প ভাবই সঞ্চিত হইয় উঠতেছে । গত জীবনের বিদায়সম্ভাষণে তিনি আজ পাগলের ন্তায় মুহুমুৰ্ছি কেবল কল্পনাবিচিত্র গান গাহিয়া উঠিতেছেন ;—কঠোর সেই গতজীবনের মধ্যেও কতগুলি সৌন্দর্য্যস্মৃতি তাহার চিত্তকে আবিষ্ট করিতেছে—তিনি সেই সৌন্দৰ্য্যগুলিকে একটা গান গাহিয়া বিদায় দিতেছেন ;– ঢাল স্তপে দারুচিনি, চন্দ্রনমুকুল, অহিফেনসারক্ষীর, নানা গঙ্গচুর, ঢtল তৈল মোহময়-সেীরভ-অtফুল যাহে ভারতের নারী ভিজায় চিকুর-- (এ হেন স্বরভিমিশ্র ঝরি বরি’ পড়ে সমুদ্রবেলায় গিরিৰেদি-পরিসরে বঙ্গদর্শম । [ ২য় বর্ষ, কাৰ্ত্তিক । গিরিকুট হ'তে নিত্য,-অনিল যেথায় . গজ্জিত-সমুদ্র’পরে বহি’ শ্রান্তকার,— দ্বীপের হৃতাদ্ধ ধন আহরিতে চায় । ) অতি মুদ্র গন্ধাভাসে রেণু যাক উড়ে মিসরের কীটদষ্ট গাত্রবাস হ’তে— যাহারে খুলিতে গেলে, যায় ভেঙে চুরে, গন্ধবাষ্প, মেঘসম ছাড়ি বায়ুস্রোতে— মন মেঘ জমেছিল বহুকাল ধ’রে একখালি বহুকাল-নিরজন ঘরে— চারিধারে জবনিক জীর্ণ পুরাতনভিতরে চৌদিকে বীণ, গ্রঞ্চ অগণন,— যৌবনে মরেছে সেথ রাণী একজন । তবেই দেখিতে পাই, প্যারাসেলসাসের অশ্রুনীহারে আজ ইন্দ্ৰধনু বিছুরিত,— যদিও তাহার সেই রূঢ়ভাবটি অচিরেই জাগিয়া উঠিয়া তাহার এই অচিরবিকশিত কবিত্বকে উপহাস করিতেছে । গানটি হইয়া গেলে, একটা তিক্ত বিদ্রুপে প্যারাসেলসাস ফেষ্টাস্কে বলিতেছেন—“দেখ দেখ, গানটায় ঔষধের তালিকা দেখিয়া আমার পুরাণ ব্যবসার গন্ধ পাইবে—আর ছন্দটা দেখ, লুথরের সৰ্ব্বোৎকৃষ্ট গানের ছন্দের মত ঠেকিয়া ঠেকিয়া যাইতেছে।” আধার নানা কথাবাৰ্ত্তায় জলন্ত বস্ত্রণ ব্যক্ত করিয়া প্যারাসেলুসাস তীব্র-করুণ স্বরে গাহিয়া উঠিতেছেন,--“আমরা জtছাজমণ্ডলীর উপর মুরঞ্জিত র্তাবু বসাইয়া, রূঢ়নিৰ্ম্মিত জাহাজগুলি লহয়, সদৰ্পে সমুদ্রতরঙ্গ ভাঙিয়া চলিয়ছিলাম--দিনে-রাত্রে, উদয়ে-অস্তে কেৰল আশার গান গাহিতাম । ক্রমে আমাদের পশ্চাতে তরঙ্গায়িত সিন্ধুপ্রসঙ্গর ভীষণ কৃষ্ণবর্ণ হইয়া উঠিল—কিন্তু সন্মুখে তীর দেখিলাম, তীর, ত পাহাড়। বন্দরের প্রতি