পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৩৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম সংখ্যা । ] বিলাজী অত্যুক্তি সম্বন্ধে হাৰ্ব্বার্ট স্পেনসার যে সাক্ষ্য দিয়াছেন, তাহ আলোচনা করিতে বাধ্য হইলাম। র্তাহার নুতন-প্রকাশিত Facts &IC& State Education” নামক প্রবন্ধে দক্ষিণ আফ্রিকায় বোয়ারযুদ্ধের সময় বিলাতি অত্যুক্তি কিরূপ সমুদ্রপার হইয়। চালাচালি হুইত, তাহার গোটাকতক দৃষ্টান্ত উদ্ধৃত করিব। gệ sỹIf F sfīts “Tropical imagination” এর প্রাচুর্য্য নাই, কিন্তু শীতদেশীয় বুদ্ধির চাতুর্য্য আছে, সে কথা স্বীকার করিতেই হইবে । স্পেনসার বলেন--দিনের পর দিন, দক্ষিণ আফ্রিকার যুদ্ধসংবাদ অলীক কাহিনী, অতুক্তি ও সত্যবিকৃতির দ্বারা পূর্ণ হইয়াছে -তাহার অনেকটা মিথ্যা করা এবং অনেকটা গোপন করা । ইহার পরে লেখক অনেকগুলি প্রমাণ উদ্ধৃত করিয়া বলিয়াছেন—একজন বিশেষ সংবাদদাতা কবুল করিয়াছেন যে, অযথা ংবাদ দেওয়া একটা পাকা পলিসির মধ্যেই দাড়াইয়াছিল । সেই সংবাদদাতা বলেন, “এই যুদ্ধের সম্পর্কে রাজভক্তি ও স্বদেশনিষ্ঠা সম্বন্ধে একটা অদ্যায় ধারণা জন্মিয়াছে । হারকে জিৎ বলিয়। যাহার না বর্ণনা করে, যাহারা বলিতে চায় বর্তমান অবস্থা সঙ্কটাপন্ন হইয়া উঠিয়াছে, তাহারা রাজদ্রোহিতার অপবাদে লাঞ্ছিত হইয়া থাকে।” মিষ্টার এফ ইয়ং নামক আর একজন সংবাদদাতা বলেন, মিলিটারি কর্তৃপক্ষের যে কেবল সত্যগোপন করিয়াছেন তাহ নহে-তাহারা মিথ্যা প্রচার করিয়াছেন। আর একটি উদাহরণ। ঘর-জালানো, স্ত্রী and Comments অতু্যক্তি ।

  • デQ

লোকদের তাড়ানো প্রভৃতি উপদ্রবের দ্বারা যে পৰ্য্যন্ত না বোয়ারর উদ্বেজিত হইয়া উঠিয়ছিল, সে পৰ্য্যন্ত বন্দী ইংরেজ-সেনানায়ক ও সৈন্যদের নিকট হইতে বরাবর যে বোয়ারদের প্রশংসাই গুনা গিয়াছিল, যাহাদের সম্বন্ধে পরলোকগত সার জর্জ গ্রে বলিয়াছেন—লোকহিতকর ও ব্যক্তিগত সদগুণসম্পদে বোয়ারদের চেয়ে ধনী জাতি আমি আর দেখি নাই,—সেই বোয়ারদের সম্বন্ধেই ডেলি মেলের সংবাদদাতা মিষ্টার রালফ লিখিয়াছেন যে, তাহারা না সাহসী, ন হ্যায়নিষ্ঠ, তাহারা ভীরু এবং কাপুরুষ, তাহারা অৰ্দ্ধসভ্য—তাহারা সয়তানী দুৰ্ব্ব, দ্ধির দ্বারা পরিপূর্ণ ইত্যাদি । * আরো অনেকগুলি উদাহরণ উদ্ধৃত করিয়া হবার্টস্পেন্সর বলিতেছেন, এ দিকে কাপ্তেন ফিলিপস্ বলেন যে, financial gaug অর্থাৎ মুলধনওয়ালার দল প্রেসকে হস্তগত করিয়াছিল, টেলিগ্রাফ নিজেরা চালাইয়াছিল, এবং ইংলণ্ডে কিরূপ সংবাদ পোছান আবশ্বক তাহ তাহারা নিজেরা ঠিক করিয়া দিতেছিল । যে সকল অত্যাচারের কাহিনী ইংলণ্ডের মনোযোগ আকর্ষণ করিবার উপযোগী, তাহ তাহারা deliberately invented কোমর বাধিয়া বানাইতেছিল । অন্যত্র আছে, পাব্লিকের বিচারবুদ্ধি কি করিয়া নিয়মিতরূপে বিকৃত করা হইয়াছে, তাহার একটি পদ্ধতির প্রকৃষ্ট উদাহরণ এই প্রবন্ধ লিখিত হইবার পরে আমার নিকট উপস্থিত হইয়াছে। সাক্ষীটি এমন যে, তাহার দীর্ঘকালের অভিজ্ঞতা ও সেনাদলে তাছার উচ্চপদ তাহাকে অস্কার