পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৪৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নাম্পাতির গান। O (ফরাসী লেখক পৌল-ফেবাল হইতে ) মোদের সে গায়ের মাঝে একৃটি নাস্পাতি আছে তার তলায় আনা-গোনা एङांनां नfनां ङांनां नांनां । ( প্রাচীন গ্রাম্য-গাথা )

  • গ্রামটির প্রান্তভাগে একটি বড় নাসপাতির গাছ ছিল ; বসন্তকালে ফুলে-ফুলে একেবারে ছাইয়া যাইত—তখন মনে হইত, ঠিক যেন একটা প্রকাও ফুলের ছাতা। রাস্তার অপর পাশ্বে একজন জোৎ-দার কৃষকের গৃহ। গৃহের প্রবেশদ্বার প্রস্তরনিৰ্ম্মিত। কৃষকের একটি কন্ত{—নাম তার

VI এই কথায় তার মাথ। इरेड প। পর্য্যন্ত সমস্তই যেন হাস্তমর হইয়া উঠিল । তাহার সেই কেশগুচ্ছ—যাহা বাতাসের সহিত খেলা করিতেছিল ;–তাহার সেই কাঠের জুতা-পরা পা-ফুখানি –তাহার সেই হাত-চুটি—যে হাতে সে গাছের একটি ডাল নোয়াইয়। পুষ্প আঘ্ৰাণ করিতেছিল – পেরীন। তাহার সেই বিমল শুভ্র ললাটদেশ-তাছার সেই পেরীনের সহিত আমার বিবা- সেই বিম্বাধরবিমুক্ত মুক্তাপ্রভ দস্তুরাজি— হের সম্বন্ধ হইয়াছিল। সবই যেন হাসিতে ভরিয়া গেল। ३ ভাহার বয়স যোলো-বৎসর। তাহার টুক্‌টুকে গালটিতে যেন কত গোলাপফুল ফুটিয়া থাকে। তেমনি নাস্পাতির গাছটিও ফুলে স্কুলে ভরা, এই নাসপাতির তলার আমি তাকে বলিলাম —“পেরীম্‌!— পেরীলt—জামাদের বিবাহ কৰে হৰে ?” আমি তাকে বড়ই ভাল বাসিতাম। সে বলিল –“ৰদি সম্রাটু তোমাকে সৈন্যদলে গ্রহণ না করেন, তা হ’লে ফসল কাটিবার সমর আমাদের বিবাহ হইবে।” । 8 *r সম্রাটের সৈন্তসংগ্রহের কাল উপস্থিত श्रॆण । कॆभॆदनिब अथगष्ाख्'-णांरखब्र फल