পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৪৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মৰম সংখ্যা । ] ষষভি কেশরী । 8や《。 মেকলে রাজত্ব করিবে, বিষ্ণুপুরাণের এই ভবিষ্যদ্বাণী । মেকলরাজ্যটি একালের মধ্যপ্রদেশের ছত্তিশগড়-বিভাগের রায়পুর এবং বিলাসপুরের অধিকাংশ স্থান ব্যাপিয়৷ ছিল। মেকলপৰ্ব্বত বাকাটক রাজ্যের পূৰ্ব্বসীমায় ; এবং মাহেশ্বতীর দক্ষিণ হইতে অর্থাৎ মণ্ডলার দক্ষিণ হইতে একালের কাকের পর্যন্ত প্রসারিত। এই প্রদেশ বহুকাল হইতে পুলিন, শবর এবং গওজাতি কর্তৃক অধুষিত ছিল । কানিংহামের সিদ্ধান্ত যে, অনার্য্যধৰ্ম্মমিশ্রিত বৌদ্ধধৰ্ম্মাবলম্বী এই অনার্য্যেরাই সেই যবন। কালিদাসের শকুন্তলায় পৰ্য্যন্ত কিরাতাদি অনাৰ্য্যজাতি ববন বলিয়াই উল্লিখিত দেখিতে পাই । শিশুনিতে ষে প্রাচীনলিপি পাওয়া গিয়াছে, তাহাতে নবম শতাব্দী পর্য্যন্ত সপ্তযবনের কলিঙ্গ এবং পুৰ্ব্বসাগরকুল পৰ্য্যস্ত রাজত্ব করার কথা আছে। এই লিপির বিবরণ বোম্বাইপ্রদেশের আসিয়াটক সোসাইটির জগালের ৮ম ভাগে দ্রষ্টব্য। এ সকল কথার পর কানিংহামের সিদ্ধান্তটা গ্রহণ করিতে আপত্তির কারণ নাই। বাকাটকের রাজারা উৎকলের যবন, ভাওभाजिब्र (gहे पञछ्यांन बभांशूक भएन कब्रिब्रों পরিহার করিলাম। বিষ্ণুপুরাণে অষ্টযবনের রাজত্বের কথা বলা হইল ; অথচ ধবনদের পরাভূত করিয়া যযাতি আৰ্য্যরাজ্য স্থাপন করিলেন, সে কথার উল্লেখ নাই। আৰ্য্যদের কাছে এটা বড় কথা ; যবনब्रांजप्रब cनटूबहे दबाङिद्र अफूामब ; दबनদের রাজত্বের শেষ দেখিয়াই ভবিষ্যদ্বাণী ; अर्षक दवांछिब्र नांब नाहे ना ८कन ? कांनिश् ३ {} হাম প্রমাণ করিয়াছেন যে, বৰনকর্তৃক অন্ধ,দের পরাজয় এবং সাগরণীমা পর্যস্ত ब्रांबादिइङि ८०८ धुंडेi८क श्ब्रांझिण । সকল কথাই নিক্তির ওজনে তুলিয়া লওয়া বায় না ; সম্ভাব্যতার হিসাবে এ সময় ৫১৫ थुप्टारक्षब्र भूटक् न८श्, बब्र६ ऋब्र श्हे८ड পারে। এখন ইহার সহিত ১৪৬ বৎসর যোগ করিলে ৬৬১ খৃষ্টাব্দ পাই। এই ৬৬১ কি যযাতির সময় ? আমার মনে হয়, তাহাও নহে । মেকলের ঘবন জাত্তিকে পরাজয় করিয়া ঠিক্‌ কোন তারিখে দক্ষিণকৌশলে আর্য রাজত্ব স্থাপিত হইয়াছিল, তাহ বলিতে পারা যায় না। তবে দক্ষিণকোশলের ইন্দ্রবল যে প্রায় ৬৬১তে রাজত্ব করিয়াছিলেন, তাহ অনুমান করা যাইতে পারে । ঐ স্থানের তিবরদেবের যে লিপি শবরীপুর বা শিরপুরে পাওয়া গিয়াছে, তাহাতে উহ ষে অষ্টম শতাব্দীর লিপি, সে বিষয়ে বড় একটা সন্দেহ হয় না । ফ্লট-সাহেব অতি দক্ষতার সহিত তিবরদেবকে ৮ম শতাব্দীর রাজা বলিয়া স্থির করিয়াছেন। ইজবল তিবরদেবের পিতামহ , তিবরদেবের রাজত্বকাল যদি ৭২১ হয়, তাহা হইলে ইন্দ্রবলের রাজত্বকাল ৬৬১ বলিয়া ধরিয়া লওয়া চলে । কেহই জন্মপত্রিক রাখিয়া যান নাই ; তবে এ অনুমানে সকল দিক্ রক্ষা পায়। এই অনুমানের উপযোগিতা পরে আরও দেখাইতেছি । তিবরদেব একটা থাটি আর্য্যনাম গ্রহণ করিয়াছিলেন ; সেটি চন্দ্রগুপ্ত। তাহার পর হর্ষগুপ্ত, শিৰগুপ্ত, ভবগুপ্ত এবং শিবগুপ্তের রাজত্ব । তাহারা শুধু কৌশলে কেন, পূৰ্ব্বে ৰতদুর ধৰনরাজ্য