পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৫২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম সংখ্যা । ] হিন্দুরসায়নের ইতিহাস | ৫২৩ অমুসরণও তেমনই প্রকট হইয়া উঠিত। প্রথম উদ্ভাবনার সময়ে যে প্রাণ থাকে, গতানুগতিকে তাহ লুপ্ত হইয়৷ অমুকরণের সমস্ত দোষ তাছার স্থান অধিকার করে। ডাঃ রায় র•-রণ-সমুচ্চয় হইতে যে ইংরাজি অনুবাদ দিয়াছেন, দুঃখের বিষয় কোন কোন স্থলে তাহ মুলপদামুসারী হয় নাই। র্যাহার কাব্য ও পুরাণাদির সংস্কৃত বুঝেন, তাহার ধে আয়ুৰ্ব্বেদের স্তায় পারিভাষিকশব্দবহুল সংস্কৃত বুঝিবেন, এমন আশা করিতে পারা যায় না। অন্তপক্ষে, র্যাহার। সংস্কৃত বুঝেন না, তাহার সংক্ষিপ্ত ইংরাজি অনুবাদকেই আশ্রয় করিবেন। এই উভয় শ্রেণীর পাঠকের নিমিত্ত মূল অনুসরণ করাই শ্রেয়। এখানে অমুবাদের ভাষা বিচারের বস্ত হয় না,—যে বিষয়ের অমুবাদ, তাহাই বিবেচ্য। কম্পিল্লনামক উপরস সম্বন্ধে র•-র•-সমুচ্চয়ে আছে— ইষ্টিকচুৰ্ণসঙ্কাশশন্ত্রিকাঢ্যোহতিরেচনঃ। সৌরাষ্ট্রদেশে চোৎপন্ন: স হি কম্পিল্লকঃ স্থতঃ ॥ Řsta sigqitst zittg–Kampilla is like brick-dust. liatural product of Surat------and a vermifuge. ইহাতেও আপত্তি উঠিত না, যদি ডাঃ রায় মন্তব্য না করিতেন যে, কম্পিল্ল কমলাগুড়ি রঙ্গ। কম্পিন্ন কি পদার্থ, তাছা জালি না। দেখিতেছি বঙ্গদেশের অনেক কবিরাজ এবং ভাঃ উদয়চাদ ও • - - -24 purgative 8 8 够 曾 银 昭 বৈদ্যর্বশাসিন্ধু কম্পিন্ন অর্থে কমলাগড়ি বুঝিয়াছেন। কিন্তু উদ্ধৃত লক্ষণ হইতে উহ! কমলাগড়ি রঙ্গ বলিয়া ঠিক বুঝা যায় না। কারণ এক কম্পিন্ন নাম এবং ইটগুড়ার ন্যার বর্ণ* ব্যতীত উভয়ের মধ্যে অন্য সাদৃশ্য পাই না। বস্তুত কমলাগুড়িতে চন্দ্রিকা (চকৃচকে দীপ্তি, যেমন অভ্রের ) কই ? বোধ করি,কমলাগুড়ির জন্ত গুজরদেশে যাইবারও প্রয়োজন ছিল না। তদ্ভিন্ন, উপরসের মধ্যে উদ্ভিজ্জ পদার্থের নাম মনে হইলে বস্তুত তাহা উদ্ভিজ্জ কি না, তাহার সবিশেষ বিচার আলস্ত্যক। প্রাচীনের অবশ্য উদ্ভিজ্জ ও খনিজ পদার্থেয় প্রভেদ জানিতেন । কম্পিল্ল রঙ্গপদার্থ হইলে লক্ষণে রঙ্গের উল্লেখ থাকিত। কারণ কমলগড়িতে জল লাগিব৷ মাত্র রঙ্গ বহির্গত হয়। এইরূপ ‘মৃদুদারশূঙ্গকং’ সম্বন্ধে ডাঃ রায় লিথিয়াছেন, “উহা হরিদ্রাবণ, পত্রাকার (সদল ), এবং গুর্জরদেশে ও আবুগিরিতে প্রাপ্তব্য।” কিন্তু মূলে আরও দুইটি গুণ লিখিত আছে । উহা সীসসত্ত্ব এবং গুরু। সদল অর্থে ডাঃ রায় পত্রাকায় বুঝিয়াছেন। কিন্তু সদল অর্থে গুড়ার আকারও বুঝাইতে পারে। বোধ করি দিলো গুড়ে এই অর্থ প্রকাশ পাইতেছে। সীসসত্ত্ব হইতে মনে হয়, উহ! সৗসধাতুর কোন উপরস । বস্তুত ‘মৃদদারশৃঙ্গকং’ চলিত মুদ্র সঙ্গ বা মুদ্রাশঙ্খ নুহে ত ? মুদৰ্ণসঙ্গ (litharge) হইলে উহ! পত্রাকার ও

  • cवांश इग्न, इंडेिकोछूर्णनकां★-अश्वांटम has the colour of brick-dust of sim I owl. ওড়ির গাছ পুরাগ বলিয়া জানিতাম। কিন্তু দেখিতেছি, তেলেগু নাম পুনাং পুরাগের অপভ্রংশস্বরূপ বিবেচিত হইতেছে। রকস্বর। কমলাগুড়ি-গাছের (Rottlers) জন্মস্থান করমণ্ডলপ্রদেশ বলিয়াছেন।

কিন্তু বোম্বাইপ্রদেশের দক্ষিণেও বলা যাইতে পারে।