পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৬০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ সংখ্যা । | “শ্লষ্ট হবার জন্ত জ্ঞানের কি দরকার ?— জ্ঞানলাভ করে তুমি করবে কি ?” রেমে বলিলেন —“আমি যে একটা বৃহৎ কাজে হাত দিয়েছি, তা কি তুমি জান না ?” সরলা বলিল ৪—“আমি এইমাত্র জানি, আমার কাকা ও-সব বিষয়ের কোন খোজ রাখেন না, কিছুই জানেন না। না জেনে ऊिनि डॉलई स्रांtछ्न ; श्रेश्वब्रटक डांलाद्ट्रनहे তিনি সস্তুষ্ট। তিনি ধীর, শাস্ত, বিজ্ঞ ও দয়ালু। যে ঈশ্বরের উপর তিনি নির্ভর কয়ে আছেন, সেই ঈশ্বরই তাকে দীর্ঘজীবী করবেন।” রেমে বলিলেন :-"হ!—দীর্ঘबौरौँ ! ७कनि शनि भब्रुङहे कृङ्ग, ङ इ'एल দীর্ঘজীবনেই বা সুখ কি ?” —“কিন্তু...আমার মনে হয়”. --"cडांभांद्र भरुन झग्न, ८डांभांब्र भरन হয়.দেখ, আমি যমের সঙ্গে সংগ্রাম করব, মৃত্যুকে পৃথিবী হ’তে দূর করে দেব, জীবনকে চিরস্থায়ী কর্ব—এই আমার সঙ্কল্প।” মার্গারটু একঃে তাহার দিকে চাহিয়া রছিল। তাছাকে উন্মাদগ্ৰস্ত বলিয়া ভাবিতেও প্রবৃত্তি হইল না ; কেন না, সে তাহাকে ভালবাসিত । তখন রেমো উত্তেজিত হইয়া উঠিলেন ; বিজ্ঞানের সহিত র্তাহার কিরূপ সংগ্রাম চলিয়াছে, দীপালোকে তিনি কত নিশি জাগরণ করিয়াছেন, প্রকৃতির রহস্ত উদঘাটনে কতদিন ধরিয়া চেষ্টা করিতেছেন, তৎসমস্ত তিনি বর্ণনা করিতে লাগিলেন । মাঙ্গী বলি: -“আমাদের বিবাহের কি হৰে ” • । O —“ভার জন্ত আমরা কি অপেক্ষ বঁচিবার তুল্লা । b s {r করতে পারব না?--জামাদের সম্মুখে তো জনস্ত জীবন-পড়ে রয়েছে।” - মার্গারটু একটু মুচকি হাসিয়া, আকাশের দিকে অঙ্গুলীনির্দেশ করিয়া বিশ্বাসভরে বলিল ;–“ঐ হোথ৷ ” - রেমোও দৃঢ়বিশ্বাসের সহিত বলিলেন – “ন, এই পৃথিবীতেই।” তখন সেই সরলা বালা এইটুকুমাত্র বুঝিল, তাহার জীবনের মুখ জন্মের. মত ফুরাইয়াছে, সে ৰাদিতে লাগিল। পরে বলিল –“আচ্ছ বল, এখন কি করতে হবে।” রেমে বলিলেন —“শপথ কর, অামা ছাড়া তুমি আর-কারও হবে না।” —“আচ্ছ, আমি শপথ করলেম ।” ---“আমার জন্ত অপেক্ষা করে? থাকৃবে ?” —“চিরকাল ?” ——“অন্তত, অনেকদিন পর্য্যন্ত ।. আমি এখন বিজনে গিয়ে বাস করব ; একটা ঘরে বদ্ধ হ’য়ে থাকৃব—এখন হয় তো কত-কত বৎসর ধরে’ হাঁপরের কাছে আমাকে বসে’ , থাকৃতে হ’বে। কিন্তু এ আমি নিশ্চয় করে বলতে পারি, একদিন-ন-একদিন আমার পরীক্ষা সফল হবেই। তখন আমি তোমার নিকটে এসে উপস্থিত হব, আর তখন আমরা দুজনে অনস্ত মুখের ভাগী झ्द ।” t - এই কথায়, মার্গারীটের নেত্র-বিগলিত অশ্রুজলে যেন একটু হাঁসির ছায় প্রতিবিস্থিত হইল। - —“সে দিন কবে জাসবে কে জানে,