পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৬০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঁচিবার তুষ । اس عہجrwrعےحہ آگ س۔ (ফরাসী লেখক ইউজেন মরে হইতে ) ৷ S রেমে-লুল পণ্ডিতের পুত্র, নিজেও সুপণ্ডিত। মার্গারটু-নামে একটি বালিকাকে তিনি আশৈশব ভাল বাসিতেন। এক্ষণে মার্গারটু র্তাহার বাগদত্ত প্রণয়িনী। মার্গারাষ্ট্ৰও তাহাকে প্রাণের সহিত ভালবাসিত এবং র্তাহার বিস্তার গৌরবে নিজেকেও গৌরবান্বিত মনে করিত। মার্গারটু যদিও পরমার্থবিষ্কার ক-অক্ষরও জানিত না, তথাপি পণ্ডিতবর স্বীয় প্রণয়িনীর অনুপম রূপলাবণ্যের জন্য মনে-মনে গৰ্ব্ব অনুভব করিতেন। বাস্তবিকপক্ষে, ওরূপ রূপলাবণ্য পারি-নগরীর গলি-যুঁজির মধ্যেই কচিৎকখন দেখিতে পাওয়া বায় । দুর্ভাগ্যক্রমে রেমে শুধু পরমার্থবিদ্যায় পারদর্শী ছিলেন না, তা ছাড়া তিনি উপরসায়নবেত্তা ও যাদুকরও ছিলেন ; এবং ময়ৌষধি প্রভৃতি অলৌকিক ভৈষজ্যতত্বেও পারদর্শী ছিলেন। বলিতে কি, সমস্ত মহারহস্তের চাবি যেন তাহার হস্তগত হইয়াছিল। এক্ষণে তিনি “তত্ত্বজ্ঞানীর প্রস্তর" আবিষ্কারে ও অমরজীরুনলাভের নিমিত্ত অমৃতপ্রসের আবিষ্কারে প্রবৃত্ত হইলেন। মার্গারীটের খুল্লতাত ও শিক্ষক জেনেজার কোন এক গির্জার পুরোহিত ছিলেন । তিনি রেমোর এই-সব অসাধ্যসাধনের চেষ্ট্রীকে ‘পাগলামি বলিয়া উপহাস করিতেন । - - একদিন প্রাতঃকালে রেমো এই-সব অলৌকিক-রহস্ত-ঘটিত একখানি নবপ্রকাশিত গ্রন্থ উৎসাহের সহিত উচ্চৈঃস্বরে পাঠ করিতেছিলেন, মার্গারীটের খুল্লতাত তাহা শুনিতে পাইয়া ক্রোধে একেবারে অগ্নিশৰ্ম্ম হইয়া উঠিলেন। তিনি ঐ যাদুকরের সহিত কোন সম্পর্ক রাখিবেন না বলিয়া স্থির করিলেন ; পরে, মার্গারটুকে ডাকিয়া বলিলেন, “আর তুমি রেমোর ভরসায় থাকিও না। এখন হইতে উহার সহিত দেখাসাক্ষাৎ বন্ধ করিয়া দাও।” মার্গারাট বলিল – “শুধু একবারটি দেখা করব কাক।” পাদ্রি প্রথমে তাহার কথায় কর্ণপাত করেন নাই, কিন্তু মার্গারীটের নিতান্ত ব্যগ্রতা দেখিয়া অবশেষে সন্মত হইলেন। উভয়ের মধ্যে শেষদিনের দেখাসাক্ষাৎ ঘটিল। মার্গারটু ভাবিয়াছিল, রেমোর হৃদুয় তো তাহার হস্তগত, একবার বলিবামাত্রই তিনি র্তাহার শাস্ত্র, বিজ্ঞান, মন্ত্রতন্ত্র তাহার পদতলে বিসর্জন কল্পিবেন । তাই সে নিঃসন্দিগ্ধভাৰে তাৰাকে বলিল —“দেখ, শাস্ত্রালোচনা তোমাকে ছাড়তে হবে, ত৷ নৈলে আমরা স্বৰী হতে পাব না।”. রেমে বলিলেন —“জ্ঞান বিনা স্বথ কোথায় ?” মারি মুখ ষ্টেট কৰিল কিছুই . কুৰিতে পারিল না। সে আবার বলিল ৪—