পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৬৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૭8 বঙ্গদর্শন। - [ २ब्र बं,्छख । একান্ত মহাসমর কি বসন্তের নিগূঢ় রসলঞ্চায়-বিকশিত :তরুলতাপুষ্পপল্লবের কেহই নই? তাহারা যে আমাদের ঘরের আঙিনাকে ছায়ায় ঢাকিয়া, গন্ধে ভরিয়া, বাহ দিয়া ঘেরিয়া দাড়াইয়া আছে ; তাহারা কি আমাদের এতই পর যে, তাহারা যখন ফুলে ফুটিয়া উঠিবে, আমরা তখন চাপকান পরিয়া আপিসে যাইব—কোনো অনিৰ্ব্বচনীয় বেদনায় আমাদের হৃৎপিণ্ড তরুপল্লবের মত কাপিয়া উঠিবে না ? আমি ত আজ গাছপালার সঙ্গে বহু প্রাচীনকালের আত্মীয়তা স্বীকার করিব । ব্যস্ত হইয়া কাজ করির বেড়ানই যে জীবনের অদ্বিতীয় সার্থকতা, এ কথা আজ আমি কিছুতেই মানিব না। আজ আমাদের সেই যুগান্তরের বড়দিদি বনলক্ষ্মীর ঘরে ভাইফোটার নিমন্ত্রণ। সেখানে আজ তরুলতার সঙ্গে নিতান্ত ঘরের লোকের মত মিশিতে হইবে—আজি ছায়ায় পড়িয়া সমস্তদিন কাটিবে—মাটিকে আজ দুই হাত ছড়াইয়া অীকৃড়াইয়া ধরিতে হইবে—বসন্তের হাওয়া যখন বহিবে, তখন তাহার আনন্দকে যেন আমার বুকের পাজরগুলার মধ্য দিয়া অনাস্বাসে হুহু করিয়া বহিয়া যাইতে দিই— সেখানে সে যেন এমনতর কোন ধ্বনি না জাগাইয়া তোলে, গাছপালারা যে ভাষা না বোঝে। এমনি করিয়া চৈত্রের শেষপৰ্য্যস্ত মাটি, বাভাস ও আকাশের মধ্যে জীবনটাকে কাচা করিয়া সবুজ করিয়া ছড়াইয়া দিব— আলোতে ছায়াতে চুপ করিয়া পড়িয়া থাকিব । * * * क्रूि, शंञ्च, ८कीन कांछहे दक श्ब्र नॉरें হিসাবের খাতা সমানই খোলা রহিয়াছে। নিয়মের কলের মধ্যে কৰ্ম্মের ফাঁদের মধ্যে পড়িয়া গেছি—এখন বসন্তু আসিলেই কি, আর গেলেই কি ! মনুষ্যসমাজের কাছে আমার সবিনয় । निर्वमन यहे cय, ७ अवश्झे कि नरश्। ইহার সংশোধন দরকার। বিশ্বের সহিত স্বতন্ত্র বলিয়াই যে মানুষের গৌরব, তাহা নহে মানুষের মধ্যে বিশ্বের সকল বৈচিত্র্যই আছে বলিয়া মানুষ বড় ! মানুষ জড়ের সহিত জড়, তরুলতার সঙ্গে তরুলতা, মৃগপক্ষীর সঙ্গে মৃগপক্ষী। প্রকৃতি-রাজবাড়ীর নানা মহলের নানা দরজাই তাহার কাছে খোলা । কিন্তু থোলা থাকিলে কি হইবে ? এক এক ঋতুতে এক এক মহল হইতে যখন উৎসবের নিমন্ত্রণ আসে, তখন মানুষ যদি গ্রাহ না করিয়া আপন আড়তের গদিতেই পড়িয়া থাকে, তবে এমন বৃহৎ অধিকার সে কেন পাইল ? পুরা মানুষ হইতে হইলে তাহাকে সবই হইতে হইবে, এ কথা না মনে করিয়া মানুষ মনুষ্যত্বকে বিশ্ববিদ্রোহের একটা সঙ্কীর্ণধ্বজাস্বরূপ থাড়া করিয়া তুলিয় রাখিয়াছে কেন ? কেন সে দম্ভ করিয়া বারবার এ কথা বলিতেছে, আমি জড় নহি, উদ্ভিদ নহি, পশু নহি, আমি মামুষ—আমি কেবল কাজ করি ও সমালোচনা করি, শাসন করি ও রিদ্রোহ করি ! কেন সে এ কথা বলে না, আমি সমস্তই, সকলের সঙ্গেই আমার অবারিত যোগ আছে—স্বাতন্ত্রোর ধ্বজা আমার নহে! স্থায় রে সমাজাড়ের পাখি - আকাশের নীল আজ বিরছিণীর চোখ-দুটির মত