পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৬৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেলুচি-মুলুক। পণ্যবাস্ত্রী, পথিক ও পরিব্রাজকদিগের মধ্যে কেহ কেহ পেশাওয়ার অতিক্রম করিয়া জাফ গানপ্রদেশে গমন করে এবং তথা হইতে বেলুচিস্থানে পৌঁছিয়া থাকে ; আবার কেহ কেহ বা করাচি-প্রান্তর অতিক্রম করিয়া স্বপ্রসিদ্ধ সোলেমান-পৰ্ব্বতের উপর দিয়া সেখানে ষায় । আফগানিস্থানের পথে অভ্রভেদী হিন্দুকুশ-গিরি অতিক্রম করিতে হয়। ষে দিক দিয়াই হউক, পথিককে ভীষণ হইতে • औष१ङङ्ग झंघ्।ि “পাৰ্ব্বত্য-সন্ধি’র ( Mountainous Pass) fB SHÝŘEl fềrzề șềzą i ইহাদের একটির নাম গুম্মাল-পাস এবং অপরটি বিখ্যাত বোলান্‌-পাস (Pass ) । আমি যখন বেলুচি-মুলুকে যাই, তখন সে দিকে রেলওয়ে-লাইন ছিল না ; এখন কিন্তু লিন্‌ পিশিন রেলওয়ে বোলান্‌-পাস ভেদ করিয়া গুল্ম-এ-ইশ তান ছাড়াইয়া চমন্‌ ( Chaman ) পৰ্য্যন্ত প্রসারিত হইয়াছে। এখনও আর দেড়-ক্রোশ-পরিমিত রেলপথ পৰ্ব্বতগাত্র ভেদ করিয়া প্রস্তুত করিতে পারিলে, বেলুচিস্থানে যাতায়াত আরও সহজে সম্পন্ন হইতে পারিবে। বোলান্‌-পাস যে কি ভয়ানক, স্বচক্ষে যাহারা , দেখেন নাই, তাহাদিগকে সে কথা বুৰাইয়া দেওয়া জুকঠিন। সে ভীষণ পথে কেবল সাহসী মুসলমানেরাই গতায়াত করিতে পারে। গুণমাল-পাসের ভিতর দিয়া বহুসংখ্য শশ্যवाबी छांब्रङबाटॅब्र क्टिरू नानाविष अशाबि ८ किच ऋक्रिड चांश्न । खरे गरूि-zषद পার্থে জোব উপত্যক (zhob valley ) । জোবাইগণ এই পথের প্রহরী ও রক্ষাকর্তা , কিন্তু সুবিধা পাইলে, আরব্যের বেদুইদিগের স্থায়, ইহার পথিকবর্গকে নিহত বা হৃতসৰ্ব্বশ্ব করিষ্ঠে কুষ্ঠিত হয় না। বোলান-পাসের দৈর্ঘ্য প্রায় ৩৫ক্রোশ, উচ্চতা (চড়াই ) প্রায় ছয়হাজার ফিটু। এই পাৰ্ব্বত্য-সন্ধির প্রায় সমুদয় অংশে “বোলান্‌”নামক নদ প্রবাহিত, जभ८ब्र नभएग्न देशांहउ ७ब्रॉनक दछां श्हेम्नी থাকে। সোলেমান-গিরিরাজের যে অংশ সিয়া-কো-( কৃষ্ণপৰ্ব্বত ) নামে প্রখ্যাত, সেইখান হইতেই বোলান-পাসের উৎপত্তি। এই পৰ্ব্বতমালা করাচির পশ্চিম প্রান্ত হইতে আরম্ভ করিয়া ধীরে ধীরে কোঃ-এ-বাবা পৰ্য্যন্ত বিস্তৃত হইয়াছে। প্রধান পৰ্ব্বতের উচ্চতা প্রায় ২৩হাজার ফিটু। বেলুচিস্থানের পুরাকালীন ইতিহাস তমসাচ্ছন্ন-ইহার প্রাচীন নরপতিবর্গের বিবরণ অতীতের তিমিরগর্তে নিহিত। পুরাকালে এই সকল প্রদেশ হিন্দুরাজার শাসনভুক্ত ছিল। . আজিও আফগানিস্থানের পাশ্বদেশে আফ্রিদি, কাফির, বামুহুই প্রভৃতি জাতির মধ্যে হিন্দুত্বের লক্ষণ স্বম্পই পন্ধিলক্ষিত হইয়া থাকে। বেলুচিস্থানের দৈর্ঘ্য cथांब्र ठिम*ऊ cङ्गांनं ७lद१ दिखांद्र झश्लङ cजांप्तब्र किछू कम । ; বেলুচি-মুলুকে অনেক নালী আছে, जब८ङ्गc जमtब्र cगखजि८ख उब्रांमक *बड़ हञ्च ।