পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় সংখ্যা । ] চোখের বালি । ዓ> উঠিয়াছিল, তাহাতে প্রত্যেক ক্ষুদ্রসাম্রাজ্যকে সংগ্রামকৌশলে আত্মরক্ষা করিতে বাধ্য হইয়। প্রয়োজনাচুরোধেই বাহুবলের অনুশীলন , করিতে হইত। ইহা কাব্যাকারে লিখিত হইলে ও ইতিহাসের কথা। কারণ কবিকাহিনী মূলস্তাকে সম্পূর্ণ অতিক্রম করিতে সক্ষম হয় নাই। গৌড়ীয় স্বমিভক্তি ও আত্মবিসর্জনের কথা প্রসঙ্গক্রমে কাশ্মীরের ইতিহাসে লিপিবদ্ধ না থাকিলে, তাহার অন্ত কোন প্রমাণ প্রাপ্ত হইবার সম্ভাবনা ছিল না। শ্ৰীঅক্ষয়কুমার মৈত্রেয়। চোখের বালি । عباسیحیح بالایی ححات== (82 মহেন্দ্র কোথায় নিরুদ্দেশ হইয়া গেল, আই অtশঙ্কায় রাজলক্ষ্মীর আহার-নিদ্র। বন্ধ। সাধুচরণ সম্ভব-অসম্ভব সকল স্থানেই তাহাকে খুঞ্জিয় বেড়াইতেছে—এমন সময় মহেন্দ্র বিনোদিনীকে লইয়। কলিকাতায় ফিরিয়া আসিল । পটলডাঙার বাসায় তাহাকে রাখিয় রাত্ৰে মহেন্দ্র তাহার বাড়ীতে আসিয়া পৌছিল। মাতার ঘরে মহেন্দ্র প্রবেশ করিয়া দেখিল, ঘৰু অন্ধকারপ্রায়, কেরোসিনের লণ্ঠন আড়াল করিয়া রপ্পা হইয়াছে। রাজলক্ষ্মী রোগীর ন্যায় বিছানায় গুইয়া আছেন এবং আশা পদতলে বসিয়া আস্তে আস্তে র্তাহার পায়ে হাত বুলাইয়া দিতেছে । এতকাল পরে গৃহের বধু শাশুড়ির পদতলের অধিকার পাইয়াছে। , মহেঞ্জ আসিতেই আশা চকিত হইয়া উঠিয়া ঘর ছাড়িয়া চলিয়া গেল। মহেন্দ্র বলপূৰ্ব্বক সৰ্ব্বপ্রকার দ্বিধা পরিত্যাগ করিয়া কহিল—“ম, এখানে আমার পড়ার স্ববিধা হয় না ; আমি কলেজের কাছে বাসা লইয়াছি ; সেইখানেই থাকিব ।” e - রাজলক্ষ্মী বিছানার প্রান্তে অঙ্গুলিনির্দেশ করিয়া মহেন্দ্রকে কহিলেন, “মহিন, একটু বোস্!” মহেন্দ্র সঙ্কোচের সহিত বিছানায় বসিল । রাজলক্ষ্মী কহিলেন, “মহিন, তোর যেখানে ইচ্ছ। তুই থাকিস, কিন্তু আমার বেীমাকে তুই কষ্ট দিস নে!” মহেন্দ্র চুপ করিয়া রহিল। রাজলক্ষ্মী কছিলেন, “আমার মন্দ কপাল, তাই জামি আমার এমন লক্ষ্মী বেীকে চিনিতে পারি নাই”—বলিতে বলিতে রাজলক্ষ্মীর গল। ভাঙিয়া আসিল,—“কিন্তু তুই তাহাকে এতদিন জানিয়া, এত ভালবাসিয়া, শেষকালে এত দুঃখের মধ্যে ফেলিলি কি করিয়া ?” রাজলক্ষ্মী আর থাকিতে পারিলেন না, কাদিতে লাগিলেন । একটা گ پشت