পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গদর্শন । سabه মহেন্দ্র তাহীর সন্তোজাগ্রত আগ্রহের মুখে প্রতিঘাত পাইয়া ব্যাকুল হইয়া উঠিল— গদগদ কণ্ঠে কহিল, “কেন বিনোদ, কেন তুমি আমাকে দূরে রাখিতে চাও ? তোমার জন্ত সমস্ত পরিত্যাগ করিয়া কি এই পাইলাম ?” বিনোদিনী । আমার জন্ত তোমাকে সমস্ত পরিত্যাগ করিতে দিব না ! মহেন্দ্র বলিয়া উঠিল, “এখন সে আর তোমার হাতে নাই--সমস্ত সংসার আমার চারিদিকৃ হইতে স্থলিত হইয়া পড়িয়াছে— কেবল তুমি একলা আছ বিনোদ । বিনোদ– *سـIt TةCةf বলিতে বলিতে মহেন্দ্র গুইয়া পড়িয়। বিহবলভাবে বিনোদিনীর পা জোর করিয়া চাপিয়া ধরিল এবং তাহীর পদপল্লব বারংবার চুম্বন করিতে লাগিল । বিনোদিনী পা ছাড়াইয়া লইয়া উঠিয়া দাড়াইল । কহিল—“মহেন্দ্র, তুমি কি প্রতিজ্ঞা করিয়াছিলে মনে নাই ?” সমস্ত বলপ্রয়োগ করিয়া মহেন্দ্র আত্মংবরণ করিয়া লইল—কহিল, “মনে আছে । শপথ করিয়াছিলাম, তোমার যাহা ইচ্ছা, তাহাই হইবে, আমি কখন তাহার কোন অন্যথা করিব না । সেই শপথই রক্ষা করিব । কি করিতে হইবে বল । বিনোদিনী। তুমি তোমার বাড়ীতে গিয়া থাকিবে । মহেন্দ্র । আমিই কি তোমার একমাত্র অনিচ্ছার সামগ্ৰী বিনোদ ? তাই যদি হইবে, তবে তুমি আমাকে টানিয়া আনিলে কেন ? যে তোমার ভোগের সামগ্রী নয়, তাহাকে [ জ্যৈষ্ঠ শিকার করিবার কি প্রয়োজন ছিল ? সত্য করিয়া বল, আমি কি ইচ্ছা কীিয় তোমার কাছে ধরা দিয়াছি, ন, তুমি ইচ্ছা করিয়া আমাকে ধরিয়াছ ? আমাকে লইয়া তুমি এইরূপ খেলা করিবে, ইহাও কি আমি সহ করিব ? তবু আমি আমার শপথ পালন করিব—যে বৃড়িীতে আমি নিজের স্থান পদাঘাতে চূর্ণ কবিয়া ফেলিয়াছি, সেই বাড়ীতে গিয়াই আমি থাকিব । বিনোদিনী ভূমিতে বসিয়া পুনরায় নিরুত্তরে সেলাই করিতে লাগিল । মহেন্দ্র কিছুক্ষণ স্থিরভাবে তাহার মুথের দিকে চাহিয়া বলিয়া উঠিল—“নিষ্ঠুর, বিনোদ, তুমি নিষ্ঠুর । আমি অত্যন্ত হতভাগ্য, যে আমি তোমাকে ভাল বাসিয়াছি !” বিনোদিনী সেলাইয়ে একটা ভুল করিয়া আলোর কাছে ধরিয়া তাহা বছযত্নে পুনৰ্ব্বার খুলিতে লাগিল। মহেন্দ্রের ইচ্ছা করিতে লাগিল, বিনোদিনীর ঐ পাষাণ হৃদয়টাকে নিজের কঠিন মুষ্টির মধ্যে সবলে চাপিয়া ভাঙিয়া ফেলে ! এই নীরব নিৰ্দ্দয়ত ও অবিচলিত উপেক্ষাকে প্রবল আঘাত করিয়া মেন বাহুবলের দ্বারা পরাস্ত করিতে ইচ্ছা করে ! to: মহেন্দ্র ঘর হইতে বাহির হইয়া পুনরায় ফিরিয়া আসিল—কহিল, “আমি না থাকিলে এথানে একাকিনী তোমাকে কে রক্ষা করিবে ?” বিনোদিনী কহিল, “সেজন্ত তুমি কিছু মাত্র ভয় করিয়ে না । পিসিমা ক্ষেমীকে ছাড়াইয়া দিয়াছেন, সে আজ আমার এখানে আসিয়া কাজ লইয়াছে। দ্বারে তাল দিয়া