পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গদর্শন । [?खाले চাহি না বাসস্তী-হাসি, চাদের জ্যোৎস্না-রাশি, এতটুকু মেঘে যার লাবণ্য লুকায়, আয় দুঃখ, অtয় ! ( t ) বর্ণহীন–রপহীন, আপনাতে চিরলী আমি চাই অনুত্তম নিবিড় নিশায়,— মগ্ন মহিমায় ! সে ত ভেদ নাহি জানে, আত্ম-পর বুকে টানে, সে মম দুঃখের মূৰ্ত্তি—নমি তার পায় । আয় দুঃখ, আয় ! শ্ৰীগিরিজাপ্রসন্ন মুখোপাধ্যায়। ভারতে আবদালী । SSASASeeeSLSLSLSJeS AAASASASS নাদির শাহ ও আহম্মদ শাহ আদালীর নাম অষ্টাদশ শতাব্দীর ভারতবর্ষের ইতিহাসে বিশেষ প্রসিদ্ধ । ইহাদিগের জন্ত ভারতবাসীকে যেরূপ বিড়ম্বনাভোগ করিতে হইয়াছে, সেরূপ বোধ হয়, আয় কাহার ও জন্ত করিতে হয় নাই। ক্রুরতায় ইহাদিগের মধ্যে কেহই নুন ছিলেন না। ভারতবর্ষের ভাগ্যবিপ্লবে ইহার উভয়েই সমান সহায়তা করিয়াছিলেন । বরং সে বিষয়ে আদালীর কার্য্যকারিতা অধিক বলিয়া স্বীকার করিতে হয়। কারণ, নাদির শাহের দিল্লী আক্রমণ ও লুণ্ঠনের ফলে ভারতে জীর্ণপ্রায় মোগলসাম্রাজ্যের ভিত্তি সমধিক শিথিল হইয়া श्राङ्ग ७ भङ्ग्राईोग्न श्लूिक्षख्द्रि जोञ्जाछाবিস্তারের পথ পরিষ্কৃত হয় ; কিন্তু অাকালীর আক্রমণে ভারতের হিন্দু ও মোসলমান উভয়বিধ শক্তিই ক্ষীণতাপ্রাপ্ত হয় এবং পাশ্চাত্যশক্তির প্রতাপ ক্রমশ এ দেশে প্রতিষ্ঠালাভ করে। এই কারণে আন্দালীর ভারতাক্রমণ আমাদিগের ইতিহাসে একটি বিশেষ স্মরণীয় ঘটনা । এই ঘটনার সময় ও কায়ণ নিৰ্দ্ধারণই বর্তমান প্রস্তাবের মুখ্য * উদ্দেশু । ভারতীয় ঐতিহাসিক ঘটনাবলীর সময়নির্ণয় করিতে হইলে আমাদিগকে প্রায়ই বৈদেশিক ইতিহাসলেখকের মুখের দিকে তাকাইতে হয়। মোসলমান তওয়ারিখলেখকগণ ও তাহাদিগের গ্রন্থের ভাষান্তরকারী ইংরাজ ঐতিহাসিকগণ যে ঘটনার যে সময় ও কারণ নির্দেশ করিয়াছেন, সঙ্গত