পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Rb '; কালের সহিত ভিক্টোরিয়ার কালের অস্তুতরকম মিশ্রণ থাকিবে ; – তাহাতে মালিনের যাহূ এবং বিজ্ঞানের আবিষ্কার একত্র হইবে। বর্তমান যুগ বিমাতার স্তায় তাহাকে বাল্যকালে কল্পনারণ্যে নিৰ্ব্বাসিত করিয়া দিয়াছিল—সেখানে প্রাচীনকালের ভগ্নদুর্গের মধ্যে একাকী বাস করিয়া কেমন করির আলাদিনের প্রদীপটি পাইয়াছিলেন, কেমন করিয়া রাজ কন্যার সহিত র্তাহার মিলন হইল —কেমন করিয়া প্রাচীনকালের ধনসম্পদ বহন করিয়া তিনি বর্তমান কালের মধ্যে বঙ্গদশম । [ আষাঢ় । রাজবেশে বাহির হইলেন, সেই সুদ আখ্যায়িকা লেখা হয় নাই । যদি হইত, একজনের সহিত আর একজনের লেখা ঐক্য থাকিত না,– টেনিসনের জীবন ভিন্ন কালে ও ভিন্ন ভিন্ন লোকের মুখে নুঞ্জ নুতন রূপ ধারণ করিত। s কবির জীবনী , কাল্পনিক ও c কাল্পনিক জীবনী র্তাহার কাব্যসমালোচনা রূপকশ্বরূপ হওয়া উচিত। কারণ, কবি মধ্যে কাব্যই সত্য অংশ, জীবন उद्द् তুলনায় অসত্য। আমার কন্যার প্রতি । (Vićtor Hugo sēts) শোন বলি বtছ। ওরে । দেখিছ তো, নত-শিরে সহিতেছি কত অত্যাচার। এমনি তুমিও সহ!— থাকে। গিয়া বহুদূরে লোকালয় করি পরিহার । হবে মুখ ?--না রে বtছ1; —সিদ্ধি-লাভ ?--তা-ও না, তা-ও না । যা হবার হোক্ বলি" মন বাধুে—তবেই সাম্বন । नब्रां#ीं मधूब्रां इ७, ভক্তি-ল্পিগু ভাল উৰ্দ্ধে কর উত্তোলন । দিবা যথা নভোমাঝে জলস্ত রবির দীপ করয়ে রক্ষ s —ও-আঁখি-নীলিমা-মাঝে আপন আত্মার জ্যোতি করহ স্থাপন কেহ নহে মুখী হেথা, # সিদ্ধি-লাভ কারো নাছি *It সকলেরি পক্ষে কাল . অসম্পূর্ণ জানিবে নিশ্চয় । কাল সে তো শুধু ছারা, • i আর বাছ, মোদের জীবন সে.ও তো রে ছায়াময় | —ছায়াতেই তাহার গঠন