পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/৩৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՓԳt: ব্যবস্থা করিতেও ক্রটি করিলেন না । কর্তৃপক্ষ কতবার আসিয়া কৃতাঞ্জলিপুটে ‘এই তুচ্ছ আয়োজনেও কোনপ্রকারে ক্ষুধানিবারণ করিতে হইবে”, এই বলিয়া সকলের কাছে আপনার বিনয়-দৈন্ত জানাইতে লাগিলেন । এইরূপে পূজা, পুষ্পাঞ্জলি, প্রার্থনা, আহার, আমোদ, প্রসাদবিতরণ ও পুনঃপুন বাদ্যধ্বনিতে দিবাবসান হইল। তখন সান্ধ্য আরতির ঘটা পড়িয়া গেল। চিকের আড়ালে কুলবধুরা সাঁরি দিয়া দাড়াইলেন,—কোমল কামিনীকণ্ঠের আরতি-গাথায় কাকলীনিকণ ধ্বনিত হইয়া উঠিল। বাদ্যভাণ্ডে দিষ্মণ্ডল মুখরিত হইল । পুরুষেরা খোল-করতালের সহিত আরতিগান গাহিতে লাগিলেন ; শিশুকুলের কলধ্বনিতে আনন্দের লহরী উদ্বেলিত হইতে লাগিল ; প্রবীণ মহিলার হাতজোড় করিয়া তদগতচিত্তে পাশ্বে দাড়াইলেন। তখন বামহস্তে ঘণ্টা বাজাইয়া পট্টবস্ত্রধারী পুরোহিত দীর্ঘকাল ধরিয়া বিচিত্রভঙ্গীতে আরতি করিতে লাগিলেন। আরতিশেষে সকলে প্রসাদী’ পঞ্চপ্রদীপের নির্বাণোন্মুখ মঙ্গল-শিখায় হস্ত স্পর্শ করাইয়া সেই হস্ত বুকে মাথায় বুলাইতে লাগিলেন। তার পরে চরণামৃত পান করিয়া প্রণামান্তে পুরুষসম্প্রদায় সঙ্কীর্তনে মত্ত হইলেন। সঙ্কীৰ্ত্তনসমাপ্তির পর আবার আহারের ধুম লাগিয়া গেল । যে বাড়ীতে গ্রামের সখের দলের কবি হইবে, সেখানে যথেষ্ট জনত্ত্ব। সখের দলের সঙ্গে পালট পেশাদার একদল কবির বায়ন হইয়াছে অথবা অন্য এক সখের দল নিমন্ত্রিত बजमनि । গাহিবার জন্ত [ चांशंङ्ग१ ।। হইয়া আসিয়াছেন। প্রথম গান কে গাহিৰে, ज्रोझोग्न ७कप्ने निम्नम आँप्छ् । cग निश्चम जरु छांब्रशांब्र नभांम मञ्च । शाहे cशोक, cनहे পুরুষপরম্পরাগত সনাতন নিয়মের যথাবিধি মৰ্য্যাদারক্ষা করিয়া এক দলের छूलो *3 কালীওয়ালা আসরে উপস্থিত হইল। দেৰীমূৰ্ত্তি ও সভার প্রতি সেলাম ঠুকির প্রথমে তাহারা চুল, মাথা, হাত, পা, মুখ, নানারকমে নাড়িয়া চাড়িয়া বাহাদুরী দেখাইতে লাগিল। তার পর সৌথীন গায়কের পরিষ্কার-পরিচ্ছন্ন বেশে আসরে অবতীর্ণ হইল। তাহtদের হাতে এক এক খানি রুমাল, পায়ে নুপুর, হৃদয় জয়লিপ্তায় পূর্ণ। তাহারা প্রথমে জয়প্রার্থনা জানাইয় দেবীপ্রতিমার সম্মুখে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিল, তাহার পর বিন্দুমাত্র লজ্জাবোধ না করিয়া দুলীর বাস্তসঙ্কেতে বিচিত্ররঙ্গে অঙ্গসঞ্চালনপুৰ্ব্বক নৃত্য করিতে লাগিল । নৃত্যশেষে প্রবীণ দলপ্রধানেরা আসিয়া উপস্থিত হইলেন । তখন সকলে মিলিয় একটা-কিছু নিরর্থক বা সার্থক শব্দ উচ্চারণ করিল এবং ক্রমে ক্রমে এইরূপে সপ্তমে গলা চড়াইয় গলাটা শানাইয়া লইল । তখন মোহাড়ার দল মালসীগান আরম্ভ করিলেন। একজন মাতবর লোক বই দেখিয়া গানের কথাগুলি খণ্ড খণ্ড করিয়া উচ্চৈঃস্বরে বলিয়া দিতে লাগিলেন, আর খাদের দল তাহার প্রতিধ্বনি করিতে লাগিল। এইরূপে মালদীর পর প্রকৃত গান আরম্ভ হইল,—গান, টপ্পা, কবি, সমস্তই যথারীতি গাওয়া হইল । প্রতিদলেই একজন পাচালীদার’ থাকে, সে সৰ্ব্বশেষে নানা স্তব-স্তুতি-বন্দনাদি গাহিয়া