পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/৩৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম-সংখ্যা । ] চিত্তে এসে দয়া করি নিজে লহ অপহরি’ কর তারে আপনার ধন আমার হৃদয় প্রাণমন ! শুধু ধূলি শুধু ছাই মূল্য যার কিছু নাই মূল্য তারে কর সমর্পণ তব স্পশে পয়শরতন ! তোমার গৌরবে যবে আমার গৌরব হবে লজ্জাসহ দিব বিসর্জন চরণে হৃদর প্রাণমন ! আগু । (স্বগত ) অার মন্ত্রের দরকার নেই। বশীকরণের কি আর বাকি রইল ! কস্তাটি দেবকন্ত! (প্রকাতে ) মাতাজি । শু্যাম । কি বাবা ! আশু । আমাকে আপনার পুত্র কোয়েই রাখবেন, এমন সুধাসঙ্গীত শোল্বার অধিকার থেকে বঞ্চিত করবেন না । যা পাওয়া গেল, এই আমি পরম লাভ মনে করূচি। মন্ত্রতন্ত্রের কথা ভুলেই গেছি। এখন বুঝতে পাচি, মন্ত্রেয় কোন দরকারই নেই ! শুধুমা। অমন কথা বোলো না বাবা ! মন্ত্রের দরকার অাছে বৈ কি ! নইলে শাস্ত্রে— আগু । সে ত ঠিক কথা ! মন্ত্র আমি অগ্রাহ করি নে। আমি বলছিলেম, মন্ত্র পড়লেই যে মন বশ হয়, তা নয়, গানের মোহিনী শক্তির কাছে কিছুই লাগে না । (স্বগজুমেয়েটি আবার লজ্জায় লাল হয়ে উঠল! ভারি লাজুক ! শুীমা । ( আত্মগত ) ছেলেটি খুব ভাল ! কিন্তু একটু যেন লজ্জা কম বলে’ বোধ হয় ! মন বশ্ব করার কথাগুলো শাগুড়ির সাম্নে नी क्रझहे छांल इङ । বশীকরণ। లిyసి আগু । কিন্তু আপনি বিরক্ত হবেন না, আমার যা মনে উদয় হচ্চে আমি বলি, তার পরে— শু্যামা । তা বাবা, সে সব কথা এখন থাক্ ! আগে— আগু । আমি বলছিলেম, গানে যে মন বশ হয়, সেও ত শব্দমাত্র—মনেয় সঙ্গে তার যদি যোগ থাকে, তা হলে মন্ত্রের শব্দশক্তিকেই বা না মানি কি বোলে ? : শু্যাম । ঠিক কথা । মন্ত্রটা মানাই ভাল ! আগু । ( সোৎসাহে ) আপনার কাছে এ সব কথা বলা আমার পক্ষে ধৃষ্টতা, কিন্তু শাব্দী শক্তির সঙ্গে আত্মার যে একটি নিগুঢ় যোগ আছে, তার স্বরূপ নিরূপণ করা কঠিন,—তর্কালঙ্কারমশায় বলেন, সে অনিৰ্ব্বচনীর। শাস্ত্রে যে বলে শব্দ ব্রহ্ম, তার কারণ কি ? ব্রহ্মই যে শব্দ বা শব্দই যে ব্রহ্ম, তা নয়—কিন্তু ব্রহ্মের ব্যাবহায়িক সত্তার মধ্যে শব্দস্বরূপই ব্রহ্মের সব চেয়ে যেন নিকটতম । ( নিরুপমার প্রতি ) আপনি ত এ সকল বিযয় অনেক আলোচনা করেচেন—আপনার কি মনে হয় না, রূপরস-গন্ধ-স্পর্শের চেয়ে শব্দই যেন আমাদের আত্মার অব্যবহিত প্রত্যক্ষের বিষয় । সেইজন্তেই এক আত্মার সঙ্গে আর এক আত্মার মিলনসাধনের প্রধান উপায় শব্দ। আপনি কি বলেন ? (স্বগত ) মেয়েটি ভারি লাজুক । . शोभा । दल नों भl, शां छिख्ळांना করচেন বল ! এত বিস্তে শিখলে, এই কথাটার উত্তর দিতে পার্চ না ? বাবা, প্রথমদিন কি না, তাই লজ্জা করূচে। ও যে কিছু শেখে নি, তা মনে কোরো না।