পাতা:বঙ্গদেশস্থ খৃষ্টীয় মণ্ডলীর ব্যবহারার্থ গীতপুস্তক.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকাশিত ২২:৫। সন্ধ্যাকালীন গীত । (& দিবস হইল অবসান ; চিন্তা কর, মম প্ৰাণ । সেই দিবস আমি চাই যাতে কোন রাত্রি নাই । আকাশ হইল অন্ধকার ; দীপ্তি নাহি দৃশ্য আর । য়েশ্ব তুমি নিকট হও, তব জীবন দীপ্তি দেও। সুর্য্য হইয়। অন্তছিত নাহি থাকে উপস্থিত। ' ধৰ্ম্ম স্থৰ্য্যয়েশ্ব হে, উঠ আমার অন্তরে । শ্রমে ক্লান্ত প্রাণিগণ করে নিদ্রার অন্বেষণ । প্রভু, আমি তোমাতেই নিত্য শাস্তি যেন পাই । যখন হবে মৃত্যু রাত, য়েশ্ব, থাক আমার সাথ । এবং স্বর্গ দিবসে গ্রহণ কর আমাকে । க000க , P. G,