পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*াণ্ডিল্য গোএ ঘোষ বংশ । ] উত্তরঞ্জাভুীক্স কাজস্থ-কাণ্ড పిరb ব্রজসুন্দরীর কন্ত খামামুন্দরী । খামামুন্দরীর কন্ত গোপীসুন্দরী। জামুৰ মাধে &אצ সিংহ-বংশে গোপীকৃষ্ণ সিংহের সহিত গোপীন্বন্দরীর বিবাহ হয়। সম্প্রতি গোপীসুন্দরীর পৌত্রগণ রামানন্দ ঘোষের সম্পত্তি ভোগ করিতেছেন। (২) দক্ষিণখণ্ডের ঘোষবংশের একটা ধারা মুর্শিদাবাদ জেলার জঙ্গীপুর মহকুমার তাতি বিরল গ্রামে বাস করেন। নবাবী আমলে তাহারা উচ্চপদে কাৰ্য্য করিয়া এক ধারা চৌধুরী ও অপর ধারা মজুমদার উপাধি লাভ করিয়াছিলেন । র্তাহীদের অনেক সম্পত্তি ও কীৰ্ত্তি ছিল। সম্প্রতি অবস্থাহীন । এই বংশের গোপীনাথ ঘোষ মজুমদার ইংরাজ আমলে প্রথম মুনসেফ হইয়া ভাগলপুরে গিয়াছিলেন । মুর্শিদাবাদ কুঞ্জঘাটার পশ্চিম পারে গঙ্গাতীরে বুধাইপাড়া গ্রামে একটা শাগুিল্যবংশ বাস করেন। এই বংশের চন্দ্রনাথ ঘোষ ডেপুটী ম্যাজিষ্ট্রেট ছিলেন । তাহার পাঁচ পুত্র মধ্যে অঘোরনাথ ও পশুপতি ডেপুটী ম্যাজিষ্ট্রেট এবং রমাপতি মুনসেফের পদে কাৰ্য্য করিতেছেন। আলুগ্রামে একটী শাণ্ডিল্যবংশের ধারা রহিয়াছে। তাহাদিগের দেবসেবা ও পুষ্করিণী ইত্যাদি কীৰ্ত্তি রহিয়াছে । শিরপাড়া গ্রামে চন্দ্রপ্রসাদ মজুমদার ও র্তাহার ভ্রাতা যোগেন্দ্র মজুমদার বিখ্যাত লোক ছিলেন। যোগেন্দ্র নেপালরাজের অধীনে বহু দিন কাৰ্য্য করিয়াছিলেন । (২) উত্তররাঢ়ীয় কয়ন্থকাও, ১ম খণ্ড ১৬৩ পৃষ্ঠায় বংশগত স্রষ্টব্য