পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

a বঙ্গেল্প জtভীন্ন ইতিহাস [ ১৪শ অধ্যায় ।طف چ বালিকা একখানি থলি হস্তে লইয়া বলিল, আমি এইথালায় বসিয়া পুকুর পর হইতে পারি। বলিভে বলিতে বালিকাটা থালায় বসিয়া মধ্য পুষ্করিণীতে গেল এবং বালিকাসহ থালাটা ডুবিয়া গেল । সঙ্গে সঙ্গে পুষ্করিণীতে তরঙ্গ উঠিল এবং উক্ত তরঙ্গ পুষ্করিণীর এক কোণ ভেদ করিয়া সর্পগতি একটী ক্ষুদ্র প্রবাহিণী আকারে প্রবাহিত হইয়া পাটনের বিলে মিলিত হইল । কিছুকাল পরে গয়েসপুরের রায়বংশের কোনও ভাগ্যবান পুরুষকে স্বপ্নাদেশ হওয়ায় তিনি উক্ত প্রবাহিণীর তটস্থিত একটী বৃক্ষমূল হইতে একখণ্ড শিলা আনিয়। এই সেবা স্থাপন করিলেন ও নিত্যসেবা পরিচালন জন্ত ৭০) বিঘা নিষ্কর দেবোত্তর ভূমি নির্দেশ করিয়া দিলেন। এখনও উক্ত সেব চলিতেছে ; উক্ত দেবীর নাম হইল মণিকর্ণিক এবং উক্ত প্রবাহিণী এখনও মুনাইকঁাদর নামে খ্যাত রহিয়াছে । যে স্থানে মণিকর্ণিক দেবীকে প্রাপ্ত হওয়া য়ায় উক্ত স্থানে একটী কুও রহিয়াছে এবং কাশীধামের মণিকণিকার অমুকরণে এখানে একটী শ্মশানক্ষেত্রও হইয়াছে। স্থানটী এক্ষণে কুণ্ডতলার শ্মশান নামে খ্যাত । [১৬৫-১৬৬ পৃষ্ঠায় বংশলতা দ্রষ্টব্য । ] কশ্যপগোত্র দাস "শ ৬ রত্নাকর (১৬৫ পৃষ্ঠায় পূর্ববংশ ) ৭ রামশঙ্কর (রামদাস) f ゲ లి ৯ লক্ষ্মীনারায়ণ ১০ খ্ৰীনিবাস ১১ গঙ্গারাম } 》 তারা প্রসন্ন i ১৩ টেকুরাম - - - -- ১৪ রাইকৃষ্ণ > 8 ཨ་ཀ་ཊའ་ ১৫ কুশাইচন্দ্র | i | ১৫ গোবিনা ১৫:কানাইচন্দ্র ১৬ মন্দলাল | | i 'טאי ג সূত্র ولا لا ལྟ་ན་སྔཟta | | t ১৭সারণপ্রসাদ অন্নদাপ্রসাদ 工一 T- |

  • ১৭ কৈলাস ১৭ মাখন ঈশন ১৭ বিষ্ণুচঞ্জ ১৮কালিদাস -

++ ১৮গোপেশ্বর T-T হৃষীকেশ ১৯বৈণ্ঠনাথসত্যসিন্ধু অমরেন্দ্র । ১৯ রাজেন্দ্র সতীশ ১৯ রাখালদাস ! | | | | ১৮ভুজঙ্গ ১৮ দুর্গাদাস উমাপদ অভয়পদ মুরলীমোহন | | | ১৯ জুরেজ নৃসিংহ কমলাকাস্ত