পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సితి বঙ্গের জাতীয় ইতিহাস ৬ষ্ঠ অধ্যায় । রাজা শ্ৰীগণেশদত্তখানের সভাস্থ হইয়াছিলেন, বারেন্দ্র ব্রাহ্মণ এবং রাঢ়ীয় ব্রাহ্মণদিগের কুলগ্রন্থে সেই সময়ের কথা বিবৃত হইয়াছে। বীরেন্দ্র ব্রাহ্মণবিবরণ প্রসঙ্গে পূৰ্ব্বে যাহা লিপিবদ্ধ করিয়াছি, এখানে তাহ সাধারণের অবগতির জন্য উদ্ধৃত করিতেছি : “দীর্ঘকাল মুসলমান শাসনে থাকিয়া গোঁড়বাসী এই গণেশ নৃপতির সময়ে কিছুদিনের জন্য স্বাধীনতার উজ্জ্বল মূৰ্ত্তি দর্শন করিয়াছিলেন । এই মুদিনে গৌড়ের ব্রাহ্মণ-সমজিও সমাজ-সংস্কারে মনোযোগী হইয়াছিলেন। এই শুভ অবসরে স্মাৰ্ত্তপ্রবর কুল্লুকভট্ট ও সমাজতত্ত্ববিৎ উদয়নাচাৰ্য্য ভাদুড়ী আসিয়া মিলিত হইলেন । বহুদিন হইতেই এখানকার নিষ্ঠাবান ব্রাহ্মণগণ সেনবংশের অভু্যদয়কাল হইতে ব্রাহ্মণ-প্রাধান্য রক্ষায় উদ্যোগী ছিলেন, কিন্তু বিধৰ্ম্মী মুসলমানের শাসন ও বৌদ্ধাচারের প্রবল বন্যায় তাহদের উদেশ্ব সুসিদ্ধ হইতে পারে নাই। এখন হিন্দুরাজের অধিকারে ও ব্রাহ্মণমন্ত্রীর শাসন-সুযোগে তাহারা সকলে মস্তকোত্তোলন করিলেন । এই স্থানীয় ব্রাহ্মণ-সমাজ-সংস্কার ব্যাপারে উদয়নাচাৰ্য্য ও কুলুকভট্ট অগ্রণী হইয়ছিলেন। এক ব্যক্তি বল্লাল-পূজিত শ্রেষ্ঠ কুলীন সন্তান ও অদ্বিতীয় পণ্ডিত, বৌদ্ধ পরাজয় করিয়া সমাজে প্রতিষ্ঠা লাভ করিয়াছেন, অপর ব্যক্তি ( মনুসংহিতার টীকাকার ) অদ্বিতীয় স্মাৰ্ত্ত। বলিতে কি, কুল্লুকের মত স্মৃতিশাস্ত্ৰবিং তৎকালে গৌড়মগুলে কেহই ছিলেন না। হিন্দুরাজ্যপ্রতিষ্ঠাতা ও হিন্দুধৰ্ম্মানুরাগী রাজা গণেশের সভায় তাহারা যে সৰ্ব্বপ্রধান সন্মান লাভ করিয়াছিলেন, তাহাতে সন্দেহ নাই। এরূপ অসাধারণ প্রতিপত্তি বশতঃই, সমাজে র্তাহারা যে ব্যবস্থা চালাইয় ছিলেন, তাহ৷ সকলেই অবনতশিরে বেদবাক্য বলিয়। গ্রহণ করিতে বাধ্য হুইয়াছিলেন । বলিতে কি, বৌদ্ধাচার-বিপ্লাবিত ও মুসলমান-শাসিত বারেন্দ্র সমাজে এই সময়েই বৈদিক ও তান্ত্রিক ধৰ্ম্মের সমন্বয়ে নবীন ব্রাহ্মণ্যধৰ্ম্মের প্রতিষ্ঠ হইল।" রাজ গণেশের সভায় সম্মানিত বীরেন্দ্র ব্রাহ্মণ-কুলতিলকগণের চেষ্টায় যেরূপ সমাজ ংস্কারের আয়োজন হইয়াছিল, এক্ষণে রাঢ়ীয় ব্রাহ্মণদিগের কুলগ্রন্থ হইতেও জানিতেছি, রাজা দত্তখানের সভাতেও কুলমৰ্য্যাদা রক্ষার জন্য রাঢ়ীয় কুলাচাৰ্য্যগণ সেইরূপ সমবেত হইয়াছিলেন। এবানন্দ মিশ্রের মহাবংশে লিখিত আছে— ‘ “স্ববংশভূপালকুমায়কাভ্যাং যোগ্যো বিবাদঃ প্রতিপত্তিকার । দত্তখানস্ত সভাস্থ পূৰ্ব্বং নিীলকুণ্ডং ঘটকাঃ সমুচুঃ ” ৫৭:সমীকরণ বর্ণনাপ্রসঙ্গে ধ্রুবানন্দ মিশ্র উক্ত কারিক লিপিবদ্ধ করিয়াছেন। উক্ত সমী করণ প্রসঙ্গে ধ্রুবানন্দ মিশ্র এইরূপ কারিক দিয়াছেন,— "কাহণয়িমিশ্রশ্ৰীমন্তেী নরসিংহবশিষ্ঠকে। পীতাম্বরে ধনপতিঃ সৰ্ব্বানন্দস্তিলে সমাঃ ॥” • চট্রবংশীয় কানাই মিশ্র, শ্ৰীমান, নরসিংহ ও বশিষ্ঠ এই চাৰ্বিজন এবং বন্দ্যবংশীয় পীতাম্বর, ক্ষ বঙ্গের জাতীয় ইতিহাস বায়েন্ত্র ব্রাহ্মণকাও, ন পৃষ্ঠা দ্রষ্টব্য। SS SSAS SSAS SSAS SSAS CCSAAAAAAS AAAAS AAAAAS A SAS SSAS SSASAS SSAS SSAS