পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/২২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

είο বঙ্গেল্প জাতীক্স ইতিহাস [ ৫ম অধ্যায় বাদশাহের দক্ষিণ হস্ত। অসমসি উভয় দুরস্ত ॥ সোমদত্ত তার স্থত । তেজ ধরে অদ্ভুত ॥ তার বেটা শিব নাম | অশ্বঘাটে কৈলা ধাম | তার পুত্র পূণ্যবান। শ্ৰীগণেশ দত্ত খান ॥ রঘুপতি মল্লিকে কল্প। বিভা দিয়া হৈলা ধন্ত । নিজ তেজে গৌড়ের রাজ। সঙে যারে কৈল পূজা ৷ তস্ত সুত যদুনাথ । অকাল কুষ্মাগু হইল জাত ॥ হইল তার জাতপাত ! পৈতৃক ধৰ্ম্ম কুপোকাত ॥ বিভকির সুত স্থষ্টিধর । যুধিষ্ঠির হেন খ্যাত যার ॥ তার জন্মিল চারি আনন্দ । বিদ্যা মাধো কৃপা আর ব্রহ্মানন্দ ॥ বিদ্যানন্দ খ্যাতি সৰ্ব্বেশ্বর । দত্তকুলের প্রধান ঘর ॥ ঈশান পরমেশ্বর দুই। পুত্র ধন্ত লিখে থই ৷” অর্থাৎ উবারুর পুত্ৰ কুলপতি, কুলপতির পুত্র কবিদন্ত। কবিদত্ত্বের ৯টি পুত্ৰ—রবি,দামোদর, বামন,ব্যাস,রুদ্র,শ্ৰীধর,ঈশ্বর, বিশ্বেশ্বর ও ভূধর । রবিদত্ত গৌড়েশ্বরের অধীনে ফৌজদার ও সেনাপতির পদে কাৰ্য্য করিয়া ‘দত্তখান উপাধি লাভ করিয়াছিলেন। তাহার তিনটি পুত্র-বিভাকর, প্রভাকর ও দিবাকর । তাহার কয়েক পুরুষ যখং সৈন্তবিভাগে কাৰ্য্য করিয় দত্তখান উপাধি ধারণ করিয়াছিলেন । প্রভাকরের গুণপণ সম্বন্ধে কুলগ্রন্থে লিখিত রহিয়াছে—‘অসি মসি উভয় দুরস্ত। অর্থাৎ লেখাপড় এবং অস্ত্রচালনা উভয় বিদ্যায় তিনি উপযুক্ত ছিলেন। প্রভাকর দত্তখানের পুত্র সোমদ স্তু খান, তৎপুত্র শিবদত্ত খান ও তৎপুত্র সুবিখ্যাত গোঁড়াধিপতি রাজা গণেশ দ ও খা । তৎপুত্র যদুনাথ জাতিধৰ্ম্ম ত্যাগ করায় তৎপরবর্তী বংশধারা কুলগ্রন্থে লিপিবদ্ধ হ ; নাই । সদানন্দ রবিদত্ত খানের অনুজ দামোদরের এইরূপ কুলকারিক। লিপিবদ্ধ করিয়াছেন— ‘রবির অনুজ দামোদর । অস্ত্রে শাস্ত্রে মহা ধনুধ র ॥ হরিহর তার কোঙর । খ্যাত পুত্র যার ঈশ্বর ॥ কেণ্ড বিগু পুত্র স্বার। মহামান্ত কুলের সার । অশ্বঘাটে বিষ্ণু দত্ত । উচ্চপদে সুপ্রতিষ্ঠিত ৷ 簽 মহামান্ত রাজখ্যাতি । উত্তরে হইল সভাপতি ॥ আত্মীয় কুটুম্ব কত শত। বিশু দত্তের হইল শরণাগত ৷ কান্দী পাচথ পী জাম্বা কুলাই। মহাকুলীন লেখা জোখ নাই। সম্ভে করিতে চায় দত্ত সঙ্গ । মধুচক্রে যেমন কুল ভৃঙ্গ । বিষ্ণুর স্থত জগদীশ। মহাদাতা দমুজাধীশ ॥ তস্ত স্বত রামনাথ ! করণ কারণে অবদাত s