পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাপ্তপ গোত্র দত্তবংশ ] উত্তরপ্লাছীক্স কtৱস্থ-কাণ্ড دادهها “মহীবোমাঙ্গশীতাংগুগণিতে শকবৎসরে, ঐরামেশ্বরদত্তেন নিৰ্ম্মমে বিষ্ণুমন্দিরং। ১৬০১ ” নিজ নামের সহিত কোনও বিশেষণ বা মন্দিরপ্রতিষ্ঠার উদেণ্ড લફ শ্লোকে নাই। রমেশ্বর নিরহঙ্কার ও নিষ্কাম । রাজা রামেশ্বর রায় মজুমদারের তিনটা পুত্র, প্রথম পক্ষে রঘুদেব ও দ্বিতীয় পক্ষে মুকুন্দদেৰ ও রামকৃষ্ণ। তিন ভাই পৃথক হইলে জ্যেষ্ঠ রঘুদেব বাশবাড়িয়ায় রছিলেন এবং মুকুন্দদেব শিবপুরে ও রামকৃষ্ণ রাজহাটে বাস করিলেন। রামেশ্বরের মৃত্যুর পর ১০৯৯ সালে সম্পত্তি বিভাগ হয়। তন্মধ্যে বাসুদেবের পুত্ৰ মনোহর ও গঙ্গাধর ১ হিন্ত, রঘুদেব ১ হিস্ত এবং মুকুন্দদেব ও রামকৃষ্ণ ১ হিস্তা পাইয়াছিলেন। শেষোক্ত সম্পত্তির মধ্যে মুকুন্দদেব নয় আনা ও রামকৃষ্ণ সাত আন পাইলেন। রামকৃষ্ণ রায়ের বংশবৃদ্ধি হওয়ায় ক্রমশঃ সম্পত্তি বিভাগ হইয়া ঋণদায়ে অধিকাংশই নষ্ট হইয়াছে। র্তাহার বংশধরগণ বৰ্ত্তমানে সামান্ত সামান্ত সম্পত্তি লইয়া কোনরূপে দিনপাত করিতেছেন। মুকুন্দদেবের সম্পত্তির অধিকাংশ উক্ত বংশের দৌহিত্র হরিশাড়ীর রাঘব বংশীয় রায় বাহাদুর ললিতমোহন সিংহ পাইয়াছিলেন। তাহার পুত্র গোপীমোহন সিংহের পুত্র সস্তান ছিল না, এজন্য র্তাহার কন্যা ও জামাত দিনাজপুরের প্রাতঃস্মরণীয় স্বৰ্গীয় রায় রাধাগোবিন্দ রায় সাহেবের জ্যেষ্ঠ পুত্ৰ শ্ৰীমান শরদিন্দুনারায়ণ রায় এম, এ, প্রাজ্ঞ এক্ষণে উক্ত সম্পত্তি ভোগ করিতেছেন ও শিবপুরের বাটীতে বাস করিতেছেন। রাজা রামেশ্বর রায়ের জ্যেষ্ঠ পুত্র রঘুদেব রায় বাশবাড়িয়ার গড়বাড়ীতে বাস করিতে লাগিলেন। র্তাহার সময়ে বাঙ্গাল দেশে বর্গীদিগের অত্যাচার বৃদ্ধি পাইয়াছিল, এজন্য পাশ্ববৰ্ত্তী বহু গ্রাম হইতে বহুলোক ধনরত্ন ও স্ত্রীপুত্রাদিসহ আসিয়া গড়মধ্যে আশ্রয় গ্রহণ কল্পিতে আরম্ভ করিল। গড়ের মধ্যে এত লোকের স্থান দেওয়া সুবিধাজনক না হওয়ায় রাজা রঘুদেব পূর্ব পরিখা সংস্কার করাইলেন ও তাহার চতুর্দিকে আর একটা নুতন পরিখা খনন করাইলেন । এই দ্বিতীয় পরিখ মধ্যে বহুলোক স্থান পাইয়াছিল। এই গড়ট অদ্যাপি “বাহিরগড়” বলিয়া খ্যাত রহিয়াছে। একদা বগীর গড়বাট অবরোধ করিয়াছিল। কয়েক দিন অবরোধের পর রাজা রঘুদেব এক নিশায় অকস্মাৎ দুর্গ হইতে বাহির হইয়া সবলে মরাঠাদিগকে আক্রমণ করিলে তাহারা ভয়ত্রস্ত হইয়া পলায়ন করে। রাজা রঘুদেবের পুত্র গোবিন্দদেব একলক্ষ বিঘা ভূমি নিষ্কর ব্রহ্মোত্তর দান করিয়া বহু ব্রাহ্মণ পরিবারের অন্ধের সংস্থান করিয়া দিয়াছিলেন। এখনও অনেকে উক্ত সম্পত্তি ভোগ করিয়া স্বচ্ছন্দে সংসার যাত্র। নিৰ্ব্বাহ করিতেছেন। o রাজা গোবিন্দদেবের পুত্র রাজা নৃসিংহদেব পিতার মৃত্যুব তিন মাস পরে অর্থাৎ সন ১১৪৭ সালে (১৭৪ খৃঃ) পৌষ মাসে জন্মগ্রহণ করেন । নবাব আলিবর্দী খ. তখন বাঙ্গালা বেহারের মসনদে সমাসীন। বদ্ধমানের জমিদারের পেস্কার মাণিকচন্দ্র আলিবর্দী