পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গের জাতীক্স ইতিহাস [ ৮ম অধ্যায়। دیتاه ن< রাজহাটের সাত অানী মহাশয়-বংশ পূর্বেই উক্ত হইয়াছে, রাজ রামেশ্বর রায় মহাশয়ের কনিষ্ঠ পুত্র রামকৃষ্ণ রায় মুকুন্দদেব রায়ের সহিত সম্পত্তি বণ্টনকালে মুকুন্দদেব নয় আনা ও তিনি সাত আন অংশ পাইয়াছিলেন । উক্ত সাত অান অংশ লইয়। তিনি রাজহাটে বাটী নিৰ্ম্মাণ করিয়া বাস করেন। উক্ত সাত আন তাহার দুই পুত্র মধ্যে বিভক্ত হইলে জ্যেষ্ঠ কৃষ্ণকান্ত দশ আনা ও কনিষ্ঠ গোবিন্দকিশোর ছয় আনা পাইয়াছিলেন । বলা বাহুল্য রাজবংশ জাত হুইলেও তাহারা রঘুদেবের বা মনোহর রায়ের বংশধরগণের স্তায় রাজ বা রাজকুমার উপাধি ব্যবহার করিতেন না। তাহাদিগের বংশে মাত্র ‘রায় মহাশয়" উপাধি এখনও চলিয়া আসিতেছে । কৃষ্ণকাস্তের আটটি পুত্র মধ্যে সৰ্ব্ব কনিষ্ঠ কালীপ্রসাদ বালির দুর্গাপ্রসাদ রায় মহাশয় কর্তৃক দত্তক গৃহীত হইয়া তথায় বাস করেন । সপ্তম পুত্র রামকেশবের ছয়টি পুত্র মধ্যে সৰ্ব্ব জ্যেষ্ঠ রামরতন বঁাশবাড়িয়ার রাজা নৃসিংহদেব কর্তৃক দত্তক পুত্র গৃহীত হইয়াছিলেন । তাহার নাম হুইয়াছিল রাজা কৈলাস দেব রায় মহাশয় । অপর দিকে কৃষ্ণকান্ত রায়ের জ্যেষ্ঠ পুত্র হরিপ্রসাদের পৌত্র করুণাসিন্ধু সেওড়াফুলীর রাজা হরিশচন্দ্র রায়ের কনিষ্ঠ পত্নী কর্তৃক দত্তক পুত্র গৃহীত হওয়ায় রাজা যোগেন্দ্রচন্দ্র রায় নাম হইয়াছিল । এক্ষণে দেখা যাইতেছে ৰশিবাড়িয়, সেওড়াফুলী ও বালি এই তিন রাজবংশের ধারা কৃষ্ণকাস্তের সস্তানগণ হইতে রক্ষিত হইয়াছিল। রামকেশবের কনিষ্ঠ পুত্র চন্দ্রমোহন উচ্চ শিক্ষিত ও ডেপুটী ম্যাজিষ্ট্রেট ছিলেন। রাজহাট গ্রাম ম্যালেরিয়া গ্রস্ত হইলে স্ত্রীরামপুরের গোসাই বাবুগণের অনুরোধে চন্দ্রমোহন ত্রীরামপুরে বাস করিয়াছিলেন । তাহার বংশধরগণ এখনও তথায় বাস করিতেছেন । তথায় চন্দ্রমোহন রায় ষ্ট্রীট নামে একটী রাস্তা রহিয়াছে । চন্দ্রমোহনের ছয়টা পুত্র মধ্যে সৰ্ব্বজ্যেষ্ঠ শরদিন্দু শ্রীরামপুরে ম্যাঞ্জিষ্ট্রেটের পেস্কার ছিলেন । তিনি সাধারণ পেস্কার ছিলেন না । উচ্চপদস্থ রাজপুরুষগণ সকলেই তাহার গুণে মুগ্ধ ছিলেন এবং তাঁহাকে বিশেষ সম্মান করিতেন । শরদিন্দুর জ্যেষ্ঠ পুত্র রবীন্দ্র একজন বুদ্ধিমান ও কৃতী পুরুষ । তিনি বারাণসীতে বাস করিতেছেন ও ইঞ্জিনিয়র এবং কণ্টাক্টরের কার্য্য করিয়া বেশ উন্নতিলাভ করিতেছেন। চন্দ্রমোহন রায়ের তৃতীয় পুত্র জগদিন্দুরায় মহাশয় উওররাঢ়ীয় কায়স্থসমাজ মধ্যে একটা উজ্জ্বল রত্ন । তাহার মৌলিক গবেষণার ফলগুলি পৃপিধীর সকল জাতিরই সম্পংি। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা সমাপ্ত করিয়া তিনি কলিকতাপ্রেসিডেন্সী কলেজে কাৰ্য্য করিতে থাকেন। ১৮৯৪ খৃষ্টাক হইতে ১৯০৬ থষ্টাব্দ পৰ্য্যস্ত উক্ত কলেজে থাকিয় তিনি অধ্যাপক ; পরে Sir ) জগদীশচন্দ্র বস্থ মহাশয়কে তাহার মৌলিক গবেষণায় ৰহু সাহায্য করিয়াছিলেন। ঐ সময়ের মধ্যে তিনি আলোক ( light ) সম্বন্ধে মৌলিক তত্ত্ব প্রকাশ করেন । , উক্ত গবেষণার নূতনত্ব দেখিয়া স্বৰ্গীয় রামেন্দ্রসুন্দর ত্রিবেদী মহাশয় শুহিকে প্রেসিডেন্সী কলেজ হইতে লইয়া নবপ্রতিষ্ঠিত বঙ্গীয় শিক্ষা-পরিষদের প্রাকৃতিক বিজ্ঞানের লেকচারীরের পদে নিযুক্ত করেন। উপরি উক্ত গবেষণাটী ১৯০৮ সালে ফ্রান্সের রাজধানী zijffFsłầfgs Societe