পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ہم* বঙ্গের জাতীক্স ইতিহাস t ৮ম অধ্যায়। فیلم هاچ বিষ্ণুদত্তও ৮২১ হিজরী ( ১৪১৮ খৃঃ অঃ ) বা তাহার অনতি পরে দিনাজপুরের কানুনগো ও তাহার কিছুকাল পরে গৌড়াধিপের নিকট রাজোপাধিতে ভূষিত হইয়া থাকিবেন। পর পৃষ্ঠায় বংশলতা দ্রষ্টব্য । ] রাজা বিষ্ণুদত্তের সৌভাগ্যোদয়ে কান্দী, পাঁচখুপী, জামুয়া, কুলাই প্রভৃতি স্থানের শ্রেষ্ঠ কুলীনগণ বিষ্ণুদত্তের সহিত কুটুম্বিত স্থাপন এবং অনেকে বিষ্ণুদহের আশ্রয়ে আসিয়া বাস করিয়াছিলেন। রাজা গণেশদত্ত খার ও র্তাহার পিতৃগণের সময় হইতেই উত্তররাঢ়ীয় কুলীনগণ আসিতে আরম্ভ করিয়াছিলেন, ক্রমেই কুলীনগণের সমাগমে দিনাজপুর একট প্রধান সমাজ হইয়া পড়িল, এই সমাজস্থানই উত্তররাঢ়ীয় কুলগ্রন্থে ‘অশ্বঘাট’ নামে পরিচিত হইয়াছে। কুলগ্রন্থানুসারে রাজা বিষ্ণুদত্ত অশ্বঘাটে সভাপতি হইয়াছিলেন। রাজা বিষ্ণুদত্তের পুত্র রাজা জগদীশ কুলগ্রন্থে “মহাদাত দনুজাধীশ” বলিয়। পরিচিত হইয়াছেন। ‘দমুজাধীশ’ বলিবার কারণ কি ? দিনাজপুর কি কোন সময়ে দিনুজপুর’ নামে পরিচিত ছিল ? মার্টিন ও বিভারিজ প্রাচীন মুসলমান ইতিহাস অনুসারে রাজা গণেশকে Hakim of Dinwaj fäffāttsä l-qā Dinwaj 9 Faisita: 7.5 fs ofs: ; BBS BBBB BBBB BBBB SBBS BBB BBBBBB SBBBBBBSS BBB BBB হইয়াছিলেন, তদনুসারে দনুজমর্দনপুর’ বা দনুজপুর’ নাম কি হইয়াছিল ? যেমন রাজা গণেশের নামানুসারে গণেশপুর, সেইরূপ দনুজমর্দন নাম হইতে দনুজপুর’ বা দনুজ’ নাম হওয়া অসম্ভব নহে। পরবর্তী কালে তাই দিনাজপুরপতি জগদীশ দমুজাধীশ’ নামে পরিচিত হইয়া থাকিবেন । রাজা জগদীশের পুত্র রাজ রামনাথ দত্ত “করণ কারণে অবদাভ” বলিয়। পরিচিত হইয়াছেন । তিনি শ্রেষ্ঠ কুলীনগণের সহিত আদান প্রদান করিয়াছিলেন সন্দেহ নাই। কুলাই সমাজের ঘোষবংশতিলক সুপ্রসিদ্ধ পদকৰ্ত্ত বামুদেব ঘোষের অনুজ দনুজারি ঘোষ রাজা রামনাথ দত্তের সহিত করণ করিয়া বিস্তুর সম্পত্তি লাভ করিয়াছিলেন, সেই সম্পত্তি লাভের আশায় দনুজারির ভ্রাতু-পুত্র ( কংসারির পুত্ৰ ) কমলনয়ন দিনাজপুরবাসী হইয়। ছিলেন । ঘটককেশরীর প্রাচীন কারিকায় লিখিত আছে— “কমলাকান্ত মহাশয়ঃ পরমকে শ্ৰীবিষ্ণুদত্তালয়ে । 象 কক্ষ খৰ্ব্ব মুগৰ্ব্ব মিলিতে চাত্ৰ ন চাদাৎ কুলং ॥” উদ্ধৃত কারিক অনুসারে কমলাকান্ত বা কমলনয়ন ঘোষও ঐবিষ্ণুদত্তের ঘরে বিবাহ করিয়াছিলেন । o: 4. রাজা রামনাথের দুই পুত্র রাজা ভগবান ও রাজা প্রাণনাথ ! কুলকারিকায় প্রাণনাথের নাম প্রথম উল্লেখ থাকায় তাহাকে জ্যেষ্ঠ মনে করিয়াছিলাম, কিন্তু রাজবংশের মধ্যে জ্যেষ্ঠ পুত্রের পিতৃপদ লাভের সর্বত্র নিদর্শন থাকায় পিতৃপদে অভিষিক্ত