পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্থায়ী কমিটি গঠন o >>br রাজশাহী সিটি কর্পোরেশন আইন, ১৯৮৭ ৩২। (১) কপোরেশন প্রত্যেক বৎসর উহার প্রথম সভায়, অথবা যথাশীঘ্র সম্ভব, তৎপরবর্তী কোন সভায় নিম্নবর্ণিত বিষয়াদির প্রত্যেকটি সম্পর্কে একটি (ক) অর্থ ও সংস্থাপন; (খ) শিক্ষা; èst (গ) স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্যরক্ষণ ব্যবস্থা; so (ঘ) নগর পরিকল্পনা ও উন্নয়ন: ് (ঙ) হিসাব নিরীক্ষা ও রক্ষণ; Ro ۶یر گیر (চ) পূর্ত ও ইমারত নির্মাণ; s (ছ) পানি ও বিদ্যুৎ; so (জ) శా8 కిడాస్గో (২) সরকারের পূর্ব অনুমোদনক্রমে, কর্পোরেশন প্রয়োজনবোধে অন্য কোন (৩) প্রত্যেক স্থায়ী কমিটি অনূর্ধ ছয়জন সদস্যের সমন্বয়ে গঠিত হইবে, এবং তাহারা কমিশনারগণ কর্তৃক তাহাদের নিজেদের মধ্য হইতে নির্বাচিত হইবেন না। & S. (8) ལཱ་ཀྲུའུ་ཀི་ * * পদাধিকার বলে সকল স্থায়ী কমিটির সদস্য হইবেন। o „ʻ~) (৫) প্রত্যেক স্থায়ী কমিটি উহার সদস্যদের মধ্য হইতে উহার একজন চেয়ারম্যান এবং একজন ভাইস-চেয়ারম্যান নির্বাচিত করিবে। (৬) মেয়রের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্ৰযোগে চেয়ারম্যান বা ভাইসচেয়ারম্যান স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন, এবং মেয়র কর্তৃক পদত্যাগ পত্র প্রাপ্তির তারিখ হইতে পদত্যাগ কার্যকরণ হইবে। (৭) কোন স্থায়ী কমিটির চেয়ারম্যান বা ভাইস-চেয়ারম্যান অথবা অন্য কোন সদস্যের পদ আকস্মিকভাবে শূন্য হইলে, তাহা নির্বাচনের মাধ্যমে পূরণ করা হইবে এবং নব নির্বাচিত ব্যক্তি তাহার পূর্বসূরীর অবশিষ্ট মেয়াদের জন্য তাহার পদে অধিষ্ঠিত থাকিবেন।

  • "এবং ডেপুটি মেয়র” শব্দগুলি রাজশাহী সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ৯ নং আইন)

এর ২৭ ধারাবলে বিলুপ্ত।