পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/২৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিনিয়োগ বোর্ড আইন, ১৯৮৯ こ○○ ৪ । এই আইন বলবৎ হইবার পর সরকার, যথাশীঘ্র সম্ভব, সরকারী বিনিয়োগ বোর্ড প্রতিষ্ঠা গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিনিয়োগ বোর্ড নামে একটি বোর্ড প্রতিষ্ঠা করিবে। ৫। বোর্ডের সদর দপ্তর ঢাকায় থাকিবে এবং ইহা প্রয়োজনবোধে যে কোন সদর দপ্তর স্থানে শাখা দপ্তর স্থাপন করিতে পারিবে। NON৬। (১) বোর্ড নিম্নলিখিত সদস্য-সমন্বয়ে গঠিত হইবে, যথা:- বোর্ডের গঠন ് No. (ক) চেয়ারম্যান; SS (খ) শিল্প বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, যিনি ് ইহার ভাইস-চেয়ারম্যানও হইবেন, পদাধিকারবলে; Qoo (ণ) অর্থ বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের দয়িত্বে নিয়ােজিত মন্ত্রী, ২০ পদাধিকারবলে; བ་ངྷ་ན་ (ঘ) বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, পদাধিকারবলে; o ം (ঙ) বাণিজ্য বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী পদাধিকারবলে; S പ് (চ) বস্ত্র বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, পদাধিকারবলে; o (ছ) পাট বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, পদাধিকারবলে; & ~ (জ) পরিকল্পনা বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, পদাধিকারবলে; റ്റ് . No (ঝ) বাংলাদেশ ব্যাংকের গভর্ণর, পদাধিকারবলে; ിപ്പ് (હ3) শিল্প বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের সচিব, পদাধিকারবলে; (ট) অর্থ বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের সচিব, পদাধিকারবলে; (ঠ) অভ্যন্তরীণ সম্পদ বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের সচিব, so পদাধিকারবলে; S (ড) ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস্ অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ-এর \ সভাপতি, পদাধিকারবলে; cSR O (ঢ) বাংলাদেশ চেম্বার অব ইন্ডাষ্ট্রিজ-এর সভাপতি, পদাধিকারবলে; (ণ) নির্বাহী পরিষদের চেয়ারম্যান, যিনি ইহার সচিবও হইবেন, পদাধিকারবলে ।