পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○Wり শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭ ডিসিপ্লিন ৪। (১) প্রত্যেক স্কুল নির্ধারিত ডিসিপ্লিনসমূহের সমন্বয়ে গঠিত হইবে। (২) প্রত্যেক ডিসিপ্লিন প্রধান অধ্যাপকগণের মধ্য হইতে পালাক্রমে তিন বৎসরের জন্য ভাইস-চ্যান্সেলর কর্তৃক নিযুক্ত হইবেন। (৩) যদি কোন ডিসিপ্লিনে অধ্যাপক না থাকেন তাহা হইলে ভাইস- ് চালের জেষ্ঠতর তিনজন সহায়াগী অধ্যাপকের মধ্য হইতে পালক্রমে ১ একজনকে ডিসিপ্লন-প্রধান নিযুক্ত করিবেন। § CŞ ব্যাখ্যা - এই সংবিধির জন্য পদবী ও পদমর্যাদার ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হইবে এবং দুই ব্যক্তির পদবী ও পদমর্যাদা সমান হইলে সমপদে লেনকলেসলিল । (৪) ভীনের সাধারণ তত্ত্বাবধানে ডিসিপ্লিন-প্রধান, ডিসিপ্লিনের অন্যান্য সদস্যগণের সহযোগিতায় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের কার্যের পরিকল্পনা ও সমন্ময় সাধনের জন্য দায়ী থাকিবেন । <o © (6) একাডেমিক কাউন্সিল এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক সময় সময় প্রদত্ত নির্দেশ সাপেক্ষে, ডিসিপ্লিন-প্রধান তাহার ডিসিপ্লিনে শিক্ষাদান ও গবেষণা দেওলিল লকোহল। এড্‌ভান্সড ষ্টাডিজ ৫। (১) এডভান্সড ষ্টাডিজ বাের্ড নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে গঠিত বোড হইবে, যথা :- o (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; o so (খ) প্রো-ভাইস-চ্যান্সেলর, যদি থাকেন; so (গ) স্কুলসমূহের উন; <o (ঘ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত দশজন অধ্যাপক Q o (ঙ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক পালাক্রমে নিযুক্ত সাতজন ডিসিপ্লিন-প্রধান; so (চ) অন্যান্য বিশ্ববিদ্যালয় হইতে এডভান্সড় ষ্টাডিজ বোর্ড কর্তৃক কোS অস্টকৃত তিনজন অধ্যাপক। (২) রেজিষ্ট্রার এড়ভান্সড় ষ্টাডিজ বোর্ডের সচিব হইবেন। (৩) এড্‌ভান্সড় ষ্টাডিজ বোর্ডের মনোনীত ও কো-অস্টকৃত সদস্যগণ থাকিবেন।