পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১৫৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পাটু প্রাচীন মগধের রাজধানী। খৃষ্টপূৰ্ব্ব পঞ্চম পুস্কলাবতী (ক) গান্ধারের প্রাচীন রাজধানী। শতাব্দীতে এই বিশাল নগরের প্রতিষ্ঠা হয় । বিম্বিসারের পুত্র অজাতশত্রু গঙ্গার পশ্চিমকুলে পাuলি নামক গ্রামে দুর্গ নিৰ্ম্মাণ করেন তাহার পৌত্র উদয় ওপায় এক নগর স্থাপিত করেন । উহাই পাটলিপুত্র এবং কুসুমপুর ও পুষ্পপুর নামে অভিহিত হয় । তথন উই গঙ্গা ও শাণনদের সঙ্গমস্থলে ছিল, এক্ষণে সঙ্গমস্থল ১২ মাইল উত্তরে। আধুনিক পাটনা । বৰ্ত্তমান বাকীপুর তথন পাটলিপুত্রের অন্তর্গত ছিল। পাটুলি । পাচল, পাচলিও বলে ) দক্ষিণ পাটল দ্র: (গঙ্গভক্তিতরঙ্গিণা ) । পাণিহাটী—২৪ পরগণার অন্তর্গত গঙ্গাতীর বৰ্ত্ত বৈষ্ণবপ্রধান প্রসিদ্ধ গ্রাম । পাণ্ডুগ্রাম () বদ্ধমান জেলার কাটোয়া হইতে কয়েক ক্রোশ দক্ষিণপশ্চিমস্থ গ্রাম । ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান ! બાજુઃ বসন্তপুর ( ) । গ্রা-পেড়ে। বসন্তপুর ] ভুরসুট পরগণা গ্রাম । কবি ভারতচন্দ্র রায় গুণাকরের জন্মস্থান । পাণ্ড্য, পাণ্ডাদেশ বা রাজ্য--প্রাচীন দ্রাবিড়ের দক্ষিণাংশ : দক্ষিণ ভারঙের বওঁমাণ মদুর ও তিরুবুলি জেলাদ্বয় ইগর অন্তর্গত | ছিল। অশোক-অনুশাসনোক্ত তামুপর্ণ নদী | তীরধৰ্ত্তী কোকৈ নগরী ইহার প্রাচীন রাজধাণী, ; ৭৭ গী; অব্দে প্লিনির সময় মদুর রাজধানী ছিল। ! পালাড়া—হুগলী জেলার অন্তগত ভদ্রেখরেব | পশ্চিমে গ্রাম । পাচালীকাল রসিকচন্দ্র রায়ের ' জন্মস্থান । পারদ ( দৃ ) { সং নাম ] চীন : মহাচীন । পারিপ এ (পাত্র ) । সং নাম | বিন্ধগিরির । উত্তর পশ্চিমাংশ । পারিযাত্র ( জাত্ৰ ) পশ্চিম সমুদ্রে স্থিত পৰ্ব্বত । ইহা জ্বলন্ত অগ্নির তুল্য ২৪ কোটি শাররীপ গন্ধকেবর বাসস্থান ( রামা: ) । পুণ্ড । সং নাম ] মেদিনীপুর অঞ্চল । পুণ্ড, পোণ্ড-মহানগর পূর্ববর্তীর হইতে করতোয়ার পশ্চিমতীর পধান্ত বিস্তুও ভূভাগ : বরেন্দ্র ভূমির পূর্ব নাম । বঙ্গদেশ দ্রঃ। পুরুষপুর ( ) পেশার বা পেশোঁর ( 1’eshaw.u ) q: &ltöía alw পুরুষোত্তম ( ) বৈতরণী ও ঋষিকুল নদীর মধ্যবৰ্ত্ত তীর্থবিশেষ । পুলিন্দ-নন্মদা তীরবত্তীস্থান। টলেমীর "ulu dai. পুষ্কর (র) অঞ্জনী, মারারের অন্তর্গত হ্রদ ও তীর্থবিশেষ ৷ ২ ৷ সপ্তদ্বীপগুগ৩ দ্বীপ : মঙ্গোলিয়।. মতান্তরে মঙ্গোলিয়া হই৩ে ম্যালে উপদ্বীপ পর্যাপ্ত । | | | | >(28b" দাশরথি ভরতের পুত্র পুঞ্চলের রাজধানী । পুষ্পিতক ( ) দক্ষিণ সমুদ্র পারস্থ পৰ্ব্বত । (রামাঃ) । পৌণ্ডবৰ্দ্ধন (ন) মালদহ জেলার অন্তর্গত | જitડ્રા প্রতিষ্ঠাননগর (প্রো নু গ্রীক ঐতিহাসিক । দিগের čoolal ( paithana ) : c5f7fg? তীরবত্ত প্রাচীন নগরীবিশেষ । প্রতিষ্টানপুর ( প্রো, নু ) বর্তমান । এলাহাবাদের পরপরবর্তী গঙ্গার উপকূলস্ত প্রাচীন নগরী, বৰ্ত্তমান কুসী। . প্রয়াগ (গ, ) এলাহাবাদ । গ্রাহি-র অনুকরণে বাং-গ্ৰা ‘পৈরাগ’ । প্ৰলম্বদেশ (শ, ) রোহিলখণ্ডের পশ্চিমাংশ । প্রস্রবণ ( প্রোস্রোবন) জনস্থানের মধ্যবৰ্ত্ত গোদাবরী নদীসন্নিহিত পৰ্ব্বত। রামের কুটার ! ইহার নিকট ছিল । ( রামা: ) । ২ । মাল্যবান | পৰ্ব্বত । প্রাগজ্যে তিষপুর (ধ, বু) আসামের অংশ বিশেষ ; কামরূপ। প্রাচীন ভূগোলমতে । ত্রিপুরা, কুমিল্লা প্রভৃতি অঞ্চল । | প্লক্ষ (প্পে ) {সং নাম ] সপ্তদ্বীপান্তর্গত দ্বীপ : ; মিডিয়া । - ফুলিয়া—নদীয়া জেলার অগুগত, রাণাঘাট । সন্নিহিত গ্রাম । কবি কৃত্তিবাসের জন্মস্থান । বকদ্বীপ (প, ) উত্তরে গঙ্গা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূৰ্ব্বে পদ্মা ও পশ্চিমে ভাগীরথী এই চতুঃসীমাবদ্ধ ভূভাগ । বৌদ্ধযুগে অপভ্রংশে "বকড়ী"–"বগড়”—“বুদি” (ইহার আদিম । অধিবাসী বাগ্‌দ ) । ইহার উত্তরভাগ বরেন্দ্র । ভূমির, মধ্য ও দক্ষিণভাগ বনভূমির, পূৰ্ব্বভাগ বঙ্গের ও পশ্চিমভাগ রাঢ়ের অন্তভুক্ত ছিল। বঙ্গ [ বঙ্গদেশ দ্রঃ ] সমতট । i বঙ্গদেশ, বাঙ্গালা—গৌড় ও বঙ্গের মিলিত । রাজ্য। এই ভূভাগ করতোয় এবং গঙ্গা দ্বারা , বিভক্ত হইয়া পশ্চিমাংশ গৌড় ও পূর্বাংশ । বঙ্গদেশ নামে প্রসিদ্ধ ছিল । পুনরায় মোগল শাসনকালে মিলিত গৌড়বঙ্গ বাঙ্গাল নামে অভিহিত হয় । দীর্ঘতম ঋষির ও পুত্র অঙ্গ, । বঙ্গ, কলিঙ্গ, ওড় ও পুণ্ড, স্ব স্ব নামে রাজ্য । স্থাপন করেন । তন্মধ্যে বঙ্গ এবং পুণ্ডের রাজ্য : বৰ্ত্তমান বাঙ্গাল দেশের অস্তভুক্ত। জেলা । মালদহের অন্তর্গত পাণ্ডুয়া নগরের চতুষ্পাশ্ববৰ্ত্তী । স্থান পুণ্ডের অধিকৃত ছিল। পরে বরেন্দ্র - নামক জনৈক ক্ষত্রিয় পেীও রাজ্য জয় করিলে এই সমস্ত ভূভাগ বরেন্দ্র ভূমি নামে অভিহিত হয় । তিনি পুরাতন রাজধানী পৌণ্ড পট্টন ত্যাগ করিয়া গৌরব নগরে রাজধানী স্থাপন ; | | l I করেন পরে পেীওপট্রন পাণ্ডুয়া, গৌরব নগর গৌড় ও বরেন্দ্র ভূমি বারিন্দা নাম প্রাপ্ত হয় ( বাঙ্গালার সামাজিক ইতিহাস, ১ম খণ্ড ) । মুসলমান আমলের পর বঙ্গদেশ উত্তরে নেপাল ও ভুটান, দক্ষিণেগঞ্জাম ও বঙ্গোপসাগর, পূৰ্ব্বে ব্ৰহ্মদেশ এবং পশ্চিমে মধ্যপ্রদেশ ও সম্বলপুর, রিধী রাজ্য, বারাণসী, মির্জাপুর, গাজীপুর গোরক্ষপুর এই চতুঃসীমার আবদ্ধ হয়। অধুন আসাম, ওড়িষ্যা ও বিহার প্রদেশ স্বতন্ত্র গঠিত হওয়ায় ইহার পরিসর পুনরায় সংকীর্ণ হইয়াছে। বজগিরি (বঙ্গ জ) পশ্চিম সমুত্রে স্থিত পৰ্ব্বত রামা: ) । বজ্রযোগিনী (জে ) ঢাকা জেলার বিক্রমপুর পরগণার অন্তঃপাতী গ্রাম । কবি আনন্দচন্দ্র মিত্রের জন্মস্থান । বড়, বহড়া—হুগলী, স্ত্রীরামপুর সন্নিহিত গ্রাম। প্রথম বাঙ্গালা সংবাদপত্র "বেঙ্গল গেজেটে”র সম্পাদক গঙ্গাধর ভট্টাচাৰ্য্য ও পাঁচালীকার রসিকচন্দ্র রায়ের জন্মস্থান । বৎসদেশ (শ, শ, ) এলাহাবাদের পশ্চিমে যমুনার উত্তর কূলে অবস্থিত রাজ্য। ২ । বঙ্গোপসাগর কুলে অবস্থিত উদয়নের রাজ্য ( রত্নাবলী) । বৎসপত্তন (শ, ন ) কৌশাম্বী । বদনগঞ্জ (ন) হুগলীর অন্তঃপাতী গ্রাম। বে: কবি আউলিয়| মনোহরদাসের বাস ও সমাধি স্থান । বদরিকাশ্রম (কাস্স্রোম্) কাশীর নিকটবৰ্ত্তা পৌরাণিক আশ্রমবিশেস । ২। বীণাপ তীর্থ, অলকানন্দার পশ্চিমতীরে অবস্থিত, হিমালয়ের কুমা গড়ৱাল জেলায় মিলিত সীমাপ্তধৰ্ত্ত পৰ্ব্বতাংশ । বধূসর ( ) ভৃগুপত্নী পুলোমার মেত্রবারি হইতে উৎপন্ন মহাভারতোক্ত নদীবিশেষ । বনগ্রাম (ন, ম্) যশোহর জেলার মহকুমা বিশেষ। গ্রা—বনী । বনপীড়া (ন) কাটোয়ার উত্তরস্থ গ্রাম। বৈ: পদকওঁ| কবি গোবিন্দদাস চক্ৰবৰ্ত্তীর জন্মস্থান । বনায়ু-আরব । মতান্তরে পারস্ত দেশ। বরাহ-পশ্চিম সমুদ্রপারে স্থিত পৰ্ব্বত। এথামে প্রাগজ্যোতিষ নামে এক নগর আছে (রামা)। বরেন্দ্রভূমি-পেও রাজ্যের পরবত্তী নাম । উত্তরে কোচবিহার দক্ষিণে পদ্মা নদী, পূৰ্ব্বে চলন-বিল ও করতোয় নদী এবং পশ্চিমে মিথিলা ( ত্রিহুত )—এই চতুঃসীমান্তর্বত্তী ভূভাগ । বঙ্গদেশ ত্রঃ। মহানন্দার পূৰ্ব্বতীর হইতে করতোয়ার পশ্চিমতীর পয্যন্ত বিকৃত ভূভাগ । অস্ত নাম "জনকভূ" ( গৌড়রাজমালা ) । বল্লভপুর (ভ, ) বাগোয়ান পরগণার অন্তর্গত গ্রাম, ভবানন্দ মজুমদারের বাস স্থান (অ, ম)।