পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शांचांनींछ देखिएांन جيمس অথবা বঙ্গবাসী প্রাচীনগুপ্ত সাম্রাজ্যর সামন্ত রাজগণের মুদ্ৰা” । তৃতীয় মুদ্রাটতে “শ্রীনরেজ বিনত” লিখিত আছে * । কলিকাতা চিত্রশালায় মিশ্ৰস্থৰণের আর একটা মুদ্রা আছে। তাছা এই মুদ্র হইতে আকারে বিভিন্ন কিন্তু ইহা কোন স্থানে আবিষ্কৃত হইয়াছিল তাহা নির্ণয় করা দুঃসাধ্য * । মুদ্রাতত্ত্ববিদ জন আলীন অহমান করেন যে, এই মুদ্রস্বয়ও শশাঙ্কের মুদ্র৷ " " । রোহিতাশ্ব জুর্গে আবিষ্কৃত শিলালিপি হইতে অবগত হওয়া যায় যে, শশাঙ্ক প্রথমে সম্পূর্ণ রাজোপাধি গ্রহণ করেন নাই এবং দক্ষিণ মগধ র্তাহার অধিকার ভূক্ত ছিল। ইউয়ান-চোয়াঙের ভ্রমণ-বৃত্তান্ত হইতে জানিতে পারা যায় যে তিনি কণস্ববর্ণের অধিপতি ছিলেন। কর্ণসুবর্ণের বর্তমান নাম রাজামাটা, ইহা মুশীদাবাদ জেলার প্রধাননগর বহরমপুরের দক্ষিণে অবস্থিত । হর্ষচরিত অনুসারে শশাঙ্ক গোঁড়াৰিপতি, গৌড় বলিতে উত্তরবঙ্গ বুঝায় ! স্বতরাং মগধ, গৌড় ও রাঢ়দেশ শশাঙ্কের অধিকার ভূক্ত ছিল, ইহা সকলকেই স্বীকার করিতে হইবে। শশাঙ্কের অপর নাম নরেন্দ্রগুপ্ত ** । হর্ষচরিতের একখানি পুথিতে নরেন্দ্রগুপ্ত নামের উল্লেখ । এতদ্ব্যতীত হর্ষচরিতের টীকাকার ষষ্ঠ উচ্ছ্বাসের টীকায় এই কথা স্পষ্টভাবে লিপিবদ্ধ করিয়া, গিয়াছেন । নরেন্দ্রগুপ্ত নাম দেখিলে বোৰ হয় যে, তিনি গুপ্তবংশীয় নরপতি ছিলেন । গুপ্তনামধারী আভিজাভলজ কোন ব্যক্তি কৰ্ত্তক রাজ্যবদ্ধনের মৃত্যুর পরে কাশ্যকুজ অধিকারের উল্লেখ দেখিয়া পূৰ্ব্বোক্ত অনুমান যথার্থ বলিয়া বোধহয় । র্তাহার যে সমস্ত মুদ্রা শশাঙ্ক নামে মুদ্রাঙ্কিত, তৎসমুদ্বয়ের একপাখে নদীর পৃষ্ঠে উপবিষ্ট মহাদেবের মূৰ্ত্তি ও অপর পৃষ্ঠে পদ্মাসনে সমাসীনা লক্ষ্মীর মূৰ্ত্তি আছে । (৩৭) পরে যথাস্থানে ইহার বিবরণ প্রদত্ত হইল (*) Indian Museum Catalogue of Coins, Vol 1, p-122 pt-kvi, No 13. (sa) Ibid, p 120. (se) British Museum Catalogue of Indian Coins, Gupta dynasties, p, lxiv. (৪১) যুক্ত নিখিলনাথ রায় প্রণীত মুশীদ্বাৰামের ইতিহাস পৃঃ ৮৪-১৯৬। (es) Indian Antiquary vol-vii, 1878, p. 197 (ee) British Museum Catalogue of Indian Coins, Gupta dynasties, pp 147-48,