পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাঙ্গালাব ইতিহাস سران: যাজকগণকে শাসন করিতে বাধ্য হইয়াছিলেন। শ্রীযুক্ত রমাপ্রসাদ চন্দ্রও পূৰ্ব্বে এই মত প্রকাশ করিয়াছেন। শশাঙ্কের মৃত্যুর পরে তাহার কনিষ্ঠ ভ্রাতা অথবা পিতৃব্যপুত্র মাধবগুপ্ত মগধের সিংহাসন অধিকার করিয়াছিলেন। শশাঙ্ক যে গুপ্তবংশীয় ছিলেন ইহার বহু প্রমাণাভাস পুর্বে উল্লিখিত হইয়াছে। শশাঙ্ক সম্ভবতঃ মগধের গুপ্তবংশজাত ছিলেন এই অনুমান সত্য হইলে তাহার সম্বন্ধনির্ণেয়ে বিশেষ কোন বাধা থাকে না । মহাসেনগুপ্ত কামরূপরাজ সুস্থিত বর্মীর সমসাময়িক ব্যাক্তি। স্বস্থিতবৰ্মার কনিষ্ঠপুত্ৰ ভাস্করবর্মী শশাঙ্কের সমসাময়িক ব্যক্তি ছিলেন। অতএব শশাঙ্ক মহাসেনগুপ্তের জ্যেষ্ঠপুত্র অথবা পুত্রস্থানীয়। মহাসেনগুপ্তের পুত্র মাধবগুপ্ত, প্রভাকরবর্ধনের কনিষ্ঠ পুত্র হর্ষবর্ধনের সমসাময়িকব্যাক্তি শশাঙ্ক, প্রভাকরবর্ধন ও রাজ্যবৰ্দ্ধনের সমসাময়িক ব্যক্তি, অতএব শশাঙ্ক মাধবগুপ্তের জ্যেষ্ঠস্থানীয়। এই সকল প্রমানের ফল অনুমান মাত্র, নূতন আবিষ্কার না হইলে শশাঙ্কের সহিত মগধের গুপ্তরাজবংশের সম্বন্ধ নিৰ্দ্দষ্ট হইবে না। মাধবগুপ্তের রাজ্যকালে মগধের গুপ্তবংশীয় রাজগণ হৰ্ষবৰ্দ্ধনের সামন্তরূপে পরিগণিত হইতেন। নিধান পুরে আবিষ্কৃত ভাস্করবর্মার তাম্রশাসনে দেখিতে পাওয়া যায় যে, উক্ততাম্রশাসন কুর্ণসুবর্ণ বসাক হইতে প্রদত্ত হইয়াছিল “ । ইহা হইতে শ্রীযুক্ত পদ্মনাথ ভট্টাচাৰ্য্য অনুমান করেন যে, কর্ণসুবর্ণ তৎকালে কামরূপরাজ্যের অন্তভুক্ত ছিল - । ঐতিহাসিক ভিন্সেণ্ট, স্মিথ এই উক্তির সমর্থন করিয়াছেন কিন্তু এই অকুমান যথার্থ বলিয়া বোধ হয় না। কারন স্কন্ধাবার বা বসাক শব্দে রাজধানী বুঝায় না। সম্ভবতঃ ভাস্করবর্মা শশাঙ্কের সহিত দীর্ঘকালব্যাপী যুদ্ধের সময় ক্ৰিয়ংকাল কর্ণসুবর্ণ অধিকার করিয়াছিলেন এবং সেই সময়ে নিধানপুরে আবিষ্কৃত তাম্রশাসন প্রদত্ত হইয়াছিল। যুদ্ধযাত্রার সময়ে তাম্রশাসন প্রদানের আরও দুই একটি উদাহরণ ইতিহাসে দেখিতে পাওয়া যায়। গাহডবালবংশীয় কাম্বকুজরাজ গোবিন্দচন্দ্র ১২৭২ বিক্রমাঝে মুদ্রগগিরিতে গঙ্গাস্বান করিয়া শ্রীধর ঠক্কুর নামক (৫৯) গোঁড়রাজমালা, পৃঃ ১৩ । (s-) Epigraphia Indica, vol xii, p 73. (৬১) বিজয়া, আষাঢ় ১৩২•, পৃঃ ৬২৭ । (es) V, A, Smith, Early History of India, 3rd Edliont, р 356, *