পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাঙ্গালার ইতিহাস 8 ه ډ পুরোহিতগণ দ্বার রুদ্ধ করিয়া দিলেন, গোঁড়বাসিগণ তখন রজত নির্মিত রামস্বামীর মূৰ্ত্তিকে পরিহাসকেশবের মূৰ্ত্তি ভ্ৰমে চূর্ণ করিতেছিল। ইতিমধ্যে ঐনগর হইতে সৈন্য জাসিয়া তাহাদিগকে আক্রমণ করিল, কিন্তু গৌড়ীয়বীরগণ সেদিকে দৃকপাত না করিয়া মূৰ্ত্তি ধ্বংসে ব্যাপৃত রছিল এবং একে একে সকলেই নিহত হইল। কালনের সময়েও (খৃষ্টীয় দ্বাদশ শতাব্দীতে ) রামস্বামীর মন্ত্রির শূন্ত ছিল এবং কাশ্মীরদেশ গৌড়বীরগণের যশে পরিপূর্ণ ছিল। শ্ৰীযুক্ত রমাপ্রসাদ চন্দ্র, কঙ্কন মিশ্র কর্তৃক লিপিবদ্ধ গৌড়ীয়গণের বীরত্ব কাহিনী অমূলক মনে করেন না, এবং বলেন যে, প্রচলিত জনশ্রুতি অবলম্বনেই কালন এই বিবরণ লিপিবদ্ধ করিয়া থাকিবেন * । কিন্তু কালন কর্তৃক লিপিবদ্ধ ললিতাদিত্যের দক্ষিণাপথ বিজয়কাহিনী কিঞ্চিৎ পরিমাণে কল্পনা প্রস্থত বলিয়া মনে করিতে তিনি কোন দ্বিধা বোধ করেন নাই ** । একই গ্রন্থাকার কতৃক লিখিত একই গ্রন্থে একই বিষয়ে, অন্য প্রমাণাভাবে এক অংশ অমূলক ও দ্বিতীয় অংশ সত্যরূপে গ্রহণ করা ইতিহাস রচনার বিজ্ঞানসন্মত প্রণালী নহে। রাজउद्रचिनैौद्र अछूबांझ क6ी शांद्र श्राद्रल हेॉझेन (Str Aurel Stein) अजिङांकिंठा কর্তৃক কম্বিকুজ বিজয় ব্যতীত, কঙ্কলন বর্ণিত অন্য কোন ঘটনা সত্য বলিয়া গ্রহণ করিতে প্রস্তুত নহেন এবং ইহাই বোধ হয় প্রকৃত ইতিহাস । কালন মিশ্র ললিতাদিত্যের পৌত্র জয়াপীড় কর্তৃক কাশ্যকুজরাজ বজায়ূধের পরাজয় কাহিনী লিপিবদ্ধ করিয়াছেন। জয়াপীড় বা বিনয়াদিত্য সিংহাসনে আরোহণ করিয়াই বৃহৎ সেনাদল লইয়া দিগ্বিজয়ে বহির্গত হইয়াছিলেন । কিন্তু তিনি কাশ্মীর পরিত্যাগ করিবামাত্র তাহার খালক জজ বলপূৰ্ব্বক সিংহাসন অধিকার করেন। জয়াপীড়ের সৈন্যগণ র্তাহাকে পরিত্যাগ করিতে আরম্ভ করে এবং অবশেষে তিনি সামন্তরাজগণকে বিদায় দিয়া সামান্য সেন লইয়া প্রয়াগে গমন করেন। কথিত আছে যে, জয়াপীড় প্রয়াগ হইতে ছদ্মবেশে (२) cशोफ़द्रांजबांला, श्रृं: २१ ।। (১১) গৌড়রাজমালা পৃঃ ১৬। (xx) After yasovarman's defeat Kalhana makes Lalitaditya start on a march of triumphal conquest round the whole of India,which is manifestly legendary, -Stain's Chronicles of the Kings of Kashmir, vol I, p 90.