পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s ૨ર বাঙ্গালীর ইতিহাস কিছুকাল পূৰ্ব্বে খুলনা জেলার বাহদেবপুর গ্রামনিবাসী জনৈক মুসলমান কথরখননকালে একটি রজতযুদ্র আবিষ্কার করিয়াছিল। সে ঐ মুদ্রাটি উক্ত গ্রামনিবাসী প্রযুক্ত জ্ঞানেন্দ্রনাথ রায়কে দিয়াছিল,খুলনা দৌলতপুর কলেজের অধ্যাপক ঐযুক্তসতীশচন্দ্র মিত্র মহাশয় এই যুদ্রাটিস’গ্ৰহ করিয়া জানিয়া আমাকে দেখাইয়ছিলেন। এই মুদ্রাটি দনুজমর্দনদেবের এবং ইহা ১৩৩৯ শকাবে মুদ্রিত হইয়াছিল। অধ্যাপক প্রযুক্ত সতীশচন্দ্র মিত্র ও আমি মুদ্রার পাঠোদ্ধার করিয়া উহ। চাৰীপে যুদ্রাঙ্কিত স্থির করিয়াছিলাম, কিন্তু সম্প্রতি পূৰ্ব্ববঙ্গে দহজমর্দনজেবের বঙ্গ রজতমুদ্র আবিষ্কৃত হওয়ায় সেই মতের পরিবর্তনের আবশ্বক হইয়াছে। বাহুদেবপুরে দনুজমর্দনদেবের মুদ্র আবিষ্কৃত হইলে আমি বুঝিতে পারিয়াছিলাম যে বাস্থদেবপুরের মুদ্রা ও পাওয়ার নিকটে আবিষ্কৃত মুদ্রা একই রাজার এবং দনুজমর্দনদেবের প্রকৃত তারিখ ১৩৩৯ শকাব অর্থাৎ ১৪১৭ খৃষ্টাব্দ। বাস্থদেবপুরের মুদ্রার সহিত প্রাধেশচন্দ্র শেঠ কৰ্ত্তক প্রদর্শিত পাওয়ায় আবিষ্কৃত দনুজমৰ্মনদেবের মুদ্রার চিত্রের তুলনা করিয়া অধ্যাপক সতীশচন্দ্র মিত্র এবং আমি স্থির করিয়াছিলাম যে, পাগুনগর ও চন্দ্রদ্বীপ উভয় টাকশালের মুদ্রাই দনুজমৰ্দ্দনদেব কর্তৃক ১৩৩৯ শকান্ধে মুদ্রাঙ্কিত হইয়াছিল। দনুজমর্দনদেবের প্রকৃত কাল নির্ণীত হইলে চন্দ্রদ্বীপের কায়স্থ রাজবংশের ইতিহাসের কিছু পরিবর্তন আবশ্বক হইয়াছিল। ১৮৯৬ খৃষ্টাধে শ্ৰীযুক্ত নগেন্দ্রনাথ বস্থ এসিয়াটক সোসাইটার পত্রিকায় বাঙ্কালার সেন রাজবংশ সম্বন্ধে একটি প্রবন্ধ প্রকাশ করিয়াছিলেন। এই প্রবন্ধে তিনি বলিয়াছেন যে, কেশবসেনের পরে সদাসেন নামক একজন রাজা অষ্টাদশ বর্ষকাল রাজত্ব করিয়াছিলেন এবং সদালেনের পরে নৌজ নামক একজন রাজা সিংহাসনে আরোহণ করিয়াছিলেন, এই কথা আবুল-ফজলের আইন-ইআকবরী" গ্রন্থে দেখিতে পাওয়া যায় । হরিমিশ্র ঘটক প্রণীত কারিকায় মনোজামাধব নামক জনৈক পরাক্রান্ত রাজার নাম দেখিতে পাওয়া ষায় । এই দনোজামাধবই যে আইশ-ই-আকবরীতে নৌজ নামে উল্লিখিত হইয়াছেন, সে বিষয়ে কোন সঙ্গেহ নাই। এড়,মিশ্ৰ, হরিমিশ্র, এবানন্দ মিশ্র, মহেশ্বর প্রভৃতি প্রসিদ্ধ কুলশান্ত্রকারগণের কারিকাসমূহে এবং ইলিপুরের পাশ্চাত্য বৈদিক স্কুলাচাৰ্য্যগণের গ্রন্থসমূহে দেখিতে পাওয়া যায় যে, লোজামাখৰ ৰম্বজ কায়স্থ ও ব্রাহ্মণগণের কৌলীন্যপ্লখা সংস্কাৰ করিয়াছিলেন।