পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাঙ্গালার ইতিহাস אפיל পিতামহের কোন সন্ধান অস্থ্যাবধি আবিষ্কৃত হয় নাই। পালরাজবংশের যতগুলি শিলালিপি বা তাম্রশাসন অদ্যাবধি আবিষ্কৃত হইয়াছে, তন্মধ্যে মাত্র খালিমপুরে আবিষ্কৃত ধৰ্ম্মপালদেবের তাম্রশাসনে বপ্যট ও দায়িতবিষ্ণুর উল্লেখ দেখিতে পাওয়া যায়। দয়িতবিষ্ণুর-বংশপরিচয় অদ্যাবধি কোন তাম্রশাসনে বা শিলালিপিতে আবিষ্কৃত হয় নাই। তাহার বংশধরগণ অনুন সাৰ্দ্ধ-চারিশত বৎসর গৌড় মগধে রাজত্ব করিয়াছিলেন। তাহাদিগের বহু তাম্রশাসন ও শিলালিপি আবিষ্কৃত হইয়াছে। কিন্তু পাল-রাজবংশের কোন খোদিতলিপিতেই তাহাদিগের বংশ-পরিচয় প্রদত্ত হয় নাই। সন্ধ্যাকরনদীবিরচিত “রামচরিতে" এবং ঘনরামের “ধৰ্ম্মমঙ্গলে’ পালরাজগণের বংশ-পরিচয় প্রদত্ত হইয়াছে। এতদ্ব্যতীত কুমারপালের সেনাপতি কামরূপরাজ বৈদ্যদেবের কমৌলী তাম্রশাসনে পালরাজগণের বংশ-পরিচয় প্রদত্ত হইয়াছে “রামচরিত” খৃষ্টীয় একাদশ শতাব্দীর শেষ পাদে লিখিত হইয়াছিল এবং বৈদ্যদেবের তাম্রশাসনও ঐ সময়ে অথবা দ্বাদশ শতাব্দীর প্রথম পাদে প্রদত্ত হইয়াছিল। ঘনরামের ধৰ্ম্মমঙ্গল ইহার বহু পরে রচিত হইয়াছিল। গোপালদেবের পুত্র ধৰ্ম্মপালদেবের রাজত্বকালে হরিভদ্র ‘অষ্টসাহস্ত্রিক প্রজ্ঞাপারমিতার টীকায় বলিয়া গিয়াছেন যে, ধৰ্ম্মপাল “রাজভটাবিংশপতিত • ” হরিভদ্র ধৰ্ম্মপালদেবের সমসাময়িক ব্যক্তি ; সুতরাং তাহার উক্তি সন্ধ্যাকরনদীর রামচরিত, ঘনরামের ধৰ্ম্মমঙ্গল ও বৈদ্যদেবের কমৌলী তাম্রশাসনাপেক্ষা অধিকতর প্রমাণিক হওয়া উচিত । শ্রীযুক্ত নগেন্দ্রনাথ বস্থর মতানুসারে ধৰ্ম্মপাল বঙ্গের খড়গবংশীয় রাজা দেবখঙ্গের পুত্র রাজরাজভটের বংশজাত । বস্থজ মহাশয় বলিয়াছেন,-“এই কয়টি প্রমাণ (৪) বঙ্গের জাতীয় ইতিহাস, রাজন্তকাগু, পৃ:১৪৭। হরিভঞ্জের ‘অষ্টসাহস্ত্রিকা প্রজ্ঞাপারমিতা-টীকায়’ধর্মপালদেবসম্বন্ধেরাজভটবংশপতিতশব্দটিআছে,এই সংবাদ শ্রীযুক্ত নগেন্দ্রনাথ বস্তু মহামহোপাধ্যায় প্রযুক্ত হরপ্রসাদ শাস্ত্রীর নিকট পাইয়াছিলেন। নেপালে কাঠমাও, নগরে ‘বীর লাইব্রেরী’ নামক গ্রন্থাগারে হরিভদ্র-বিরচিত ‘অষ্টসাহগ্রিক প্রজ্ঞাপারমিতাটিকার একখানি প্রাচীন পুথি আছে পুথিখানি তালপত্রে লিখিত এবং মহামহোপাধ্যায় শ্রীযুক্ত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের মতানুসারে পুখিখানির বয়স সাত আট শত বৎসর হইবে । এই গ্রন্থের স্বাঞ্জিংশ অধ্যায়ের শেষে নিম্নলিখিত শ্লোকটি লিখিত আছে ঃ - রাজ্যে " সূৰ্য্যটংেশপতিত ঐধৰ্ম্মপালঞ্চ বৈ । । তত্ত্বালোকবিশ্বায়িনী বিরচিত সৎপঞ্জিকেয়ং ময় ॥ "