পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/১৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૩૭8 বাঙ্গালার ইতিহাস দেবের পূর্ববর্তী নহেন, সুতরাং দেবখঙ্গের পুত্র রাজভট বা রাজরাজভট্ট কখনই ধৰ্ম্মপালদেবের পিতা গোপালদেবের পূর্বপুরুষ হইতে পারেন না। দেবখঙ্গের পুত্র রাজরাজভট্ট কখনই খৃষ্টিয় সপ্তম শতাব্দীর ব্যক্তি হইতে পারেন না, সুতরাং সেঙ্গ-চি বর্ণিত রাজভট স্বতন্ত্র ব্যক্তি । হরিভদ্রের অষ্টসহিত্রিকাপ্রজ্ঞাপারমিতার টাকার ‘রাজভটাবিংশপতিত শব্দের যে রাজভটের বংশগ্ৰন্থত অর্থ হইবে, ইহার কিছু নিশ্চয়তা নাই। রাজভট-বংশপতিত শৰে রাজভৃত্যবংশোদ্ভব বুঝাইলেও বুঝাইতে পারে। গোপালদেব যদি সমতট বা বঙ্গের বিখ্যাত রাজবংশপ্রস্থত হইতেন, তাহা হইলে তাহার পুত্রের এবং বংশধরগণের প্রশস্তি-রচয়িত্বগণ উচ্চকণ্ঠে বহু শব্যাড়ম্বরের সহিত পালবংশের পূৰ্ব্ব-গৌরব কীৰ্ত্তন করিতেন। ভারতের ইতিহাসে এরূপ দৃষ্টান্ত বিরল নহে। বাতাপীপুরের চালুক্যবংশের সাম্রাজ্য ৬৫৩ খৃষ্টাব্দে রাষ্ট্রকুটরাজ দন্তিম্বৰ্গ কওঁক অধিকৃত হইয়াছিল । দস্তিদুর্গ হইতে দ্বিতীয় কর্কের রাজ্যকাল পর্যন্ত চালুক্যরাজগণ সামান্ত সামন্তে পরিণত হইয়াছিলেন, কিন্তু কল্যাণের চালুক্য বংশীয় দ্বিতীয় তৈল পিতৃরাজ্যোদ্ধার করিয়াছিলেন । কোঁঠেম গ্রামে আবিষ্কৃত তাঁহার বংশধর পঞ্চম বিক্রমাদিত্য ত্রিভুবনময়ের তাম্রশাসনে প্রাচীন চালুক্য-বংশের সুদীর্ঘ পরিচয় প্রদত্ত হইয়াছে’ ধৰ্মপাল, দেবপাল প্রভৃতি পালবংশীয় সম্রাটগণের তাম্রশাসনসমূহে দেবখড়গাদির উল্লেখের অভাব দেখিয়া স্পষ্ট বুঝিতে পারা যায় যে, খড়গবংশের সহিত পালবংশের কোনই সম্পর্ক ছিল না। শ্রীযুক্ত নগেন্দ্রনাথ বস্থ বলেন যে,প্রিয় ইব স্বভাগীয়া সম্ভবো বারিরাশিঃ*** এবং “গাব পতিব্ৰতালোঁ মুক্তারত্বংসমুদ্রগুক্তিরিব” প্রভৃতিশোকে পালবংশের সিন্ধু হইতে উৎপত্তির ইঙ্গিত পাওয়া যাইতেছে। পালরাজবংশের তাম্রশাসনनयूश् चैौबूङ च्चन्द्रकूबांग्र भाजद्र कछुक वक्छांबांग्र अशक्षेिउ श्हेग्रांप्छ् ? भन्बब्र (b) Bhandarkar's Early History of the Dekkan p. 62. (*), Ibid, p. 79. r - - - (১) কোঁঠেম এামে আবিষ্কৃত চালুক্যরাজ পঞ্চম বিক্রমাদিত্য ত্ৰিভুবন*** wtrtna , Indiam Antiquary, volo xvI. p. 21. - (১১) গৌড়লেখমাল, পৃঃ ১১। (১২) গৌড়লেখমাল, পৃ. ৩৭।