পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/১৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম পরিচ্ছেদ >歌歌 স্বয়, চক্রায়ুধ নাগভট কর্তৃক পরাজিত হইলে ধৰ্ম্মপাল তাহার সাহায্যার্থে অগ্রসর হইয়াছিলেন, কিন্তু তিনিও পরাজিত হইয়াছিলেন । ধৰ্ম্মপাল ও চক্ৰাধ বোধহয়, বারবার নাগভট কর্তৃক পরাজিত হইয়। অবশেষে রাষ্ট্রকুটরাজ তৃতীয় গোবিদের সাহায্য ভিক্ষা করিতে বাধ্য হইয়াছিলেন। নাগভটের পিতা বৎসরাজ যখন পঞ্চমদ হইতে গৌড় পৰ্য্যস্ত সমস্ত উত্তরাপথ ভূধিকার করিয়াছিলেন, তখন তৃতীয় গোবিলের পিতা ধ্রুবধারাবৰ্ষই উহাকে মরুভূমিতে তাড়িত করিয়া উত্তরাপথ রাজগণের উদ্ধার সাধন করিয়াছিলেন। সেইজন্তই বোধ হয়, ধৰ্ম্মপাল ও চক্রায়ুধ গুজ্জীরগণের বিরুদ্ধে গ্রুবের পুত্র তৃতীয় গোবিনোর নিকট পরাজিত হইয়াছিলেন । গোবিন্দ যখন সমস্ত উত্তরাপথ বিজয় করিয়৷ হিমালয়-পৰ্ব্বতে উপস্থিত হইয়াছিলেন, তখন কৃতজ্ঞ গৌড়েশ্বর ও কান্তকুজরাজ মতলীর্বে উহার সমীপে আগমন করিয়াছিলেন । ইহার পরে বোধ হয়, কোন কারণে গোবিদের সহিত ধৰ্ম্মপালের বিবাদ হইয়াছিল। কারণ, গোবিন্দর পুত্র প্রথম অমোঘবর্ষের সিরুর ও নীলগুণ্ডের শিলালিপিন্ধয় হইতে অবগত হওয়া যায় যে, গোবিন্দ গৌড়গণকে পরাজিত করিয়াছিলেন । নাগভট গোবিন্দ কর্তৃক পরাজিত হইয়। র্তাহার পিতা বৎসরাজের স্তায় মরুভূমিতে আশ্রয় গ্রহণ করিয়াছিলেন। গুর্জরগণকে বারবার উত্তরাপথ আক্রমণে উদ্যত দেখিয়া তৃতীয় গোবিন্দ তাহার ভ্রাতুষ্পুত্র কঙ্ককে গুর্জর রাজ্যের রুদ্ধ দ্বারের অর্গলস্বরূপ গুজরাটের সামন্ত-পদে স্থাপন করিয়াছিলেন? । তৃতীয় গোবিন্দ কর্তৃক পরাজিত হইয়৷ গুর্জর-রাজগণ কিছুকাল শাস্তভাবে জীবন-যাত্রা নিৰ্ব্বাহ করিতে বাধ্য হইয়াছিলেন। নাগভট আর কখনও উত্তরাপথে প্রবেশলাভ করিয়াছিলেন বলিয়া বোধ হয় না এবং তাহার পুত্র রামভক্স কখনও জার্ধ্যাবর্ত-অধিকারের উদ্যম করেন নাই । (৭৭) কেরল-মালব-গোঁড়ান সগুজরাংশ্চিত্রকূটগিরিস্বৰ্গস্থান। বদ্ধ। কাঞ্চীশনার্থ স কীৰ্ত্তিনারায়ণে জাতঃ ॥ _ -Epigraphia Indica, vol. VI, pp. 102-3. (৭৮) “গৌড়েশ্রুবল্পপতি-নিজয়-স্থর্বিশ্বে-সদগুজরেশ্বরগির্গলভাং চ বস্ত। মীৰাভূজং বিতমালব্যক্ষণাৰ্থং স্বামী তথাগুমপি রাজ্যফলানি ভুঙক্তে।” —sudian Antiquary, vol. XII, pro-40. 160, 11.