পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 tur বাঙ্গালার ইতিহাস করিয়াছিলেন বটে, কিন্তু পরবলের পিতা কঙ্করাজ গোবিদের ভ্রাতুষ্পুত্র নহে। ইজরাজের পুত্র কক্ষরাজ ও পরবলের পিতা কঙ্করাজকে অভিন্ন মনে করিয়া প্রাচ্যবিস্তামহীর্ণব বিষম ভ্ৰমে পতিত হইয়াছেন। প্রথমতঃ পথারি-শিলান্ডত-লিপি অঙ্কুলারে পরবলের পিতার নাম জেজ ; কিন্তু গোবিদের ভ্রাতু-পুত্র কন্ধের পিতার নাম ইন্দ্ররাজ ; দ্বিতীয়তঃ ইজরাজের পুত্র কঙ্ক ৭৩৪ হইতে ৭৪৩ শকাৰ (৮১২৮২১ খৃঃ জ: ) পৰ্য্যপ্ত জীবিত ছিলেন। কিন্তু পরবলের পিতা কঙ্করাজ নাগাবলোক খৃষ্টীয় অষ্টম শতাব্দীর মধ্যভাগে জীবিত ছিলেন। পরবল যদি এবধারাবর্ষের কনিষ্ঠ পুত্র ইজরাজের বংশগত হইতেন, তাহ হইলে উহার পথারি-লিপিতে নিশ্চয়ই কৃষ্ণরাজ ধ্রুব প্রভৃতি রাষ্ট্ৰকুট-বংশীয় সম্রাটগণের গুণকীৰ্ত্তন দেখিতে পাওয়া যাইত । বস্থজ মহাশয় বলিয়াছেন যে, “ডাক্তার ফ্লিটু পরবল ৩য় গোবিলোরই একটি বিরুদ পাইয়াছেন।” অদ্ভাবধি কোন স্থানে পরবল নামটি তৃতীয় গোবিদের বিকারূপে ব্যবহৃত হয় নাই। পথারি-শিলাস্তম্ভলিপির পাঠোদ্ধার হইবার পূর্বে প্রত্নতত্ত্ববিদগণ জছুমান করিতেন যে, “পরবল” রাষ্ট্ৰকুট-বংশীয় তৃতীয় গোবিদ অথবা প্রথম অমোঘবর্ষের নামান্তর মাত্র** । ধৰ্ম্মপালদেবের দুই পুত্রের নাম অদ্যবিধি আবিষ্কৃত হইয়াছে। তাহার ৩২ রাজ্যাঙ্কে একখানি তাম্রশাসন সম্পাদিত হইয়াছিল, ইহা গৌড়ের নিকটে খালিমপুর গ্রামে আবিষ্কৃত হুইয়াছে । ইহা হইতে অবগত হওয়া যায় যে, তাহার জ্যেষ্ঠ পুত্রের নাম ত্ৰিভূবনপাল৮৮ । যুবরাজ ত্রিভূনবপালদেৰ ধৰ্ম্মপালের রাজ্যকালেই মৃত্যুমুখে পতিত হইয়াছিলেন। কারণ কনিষ্ঠ দেবপালদেব পিতার মৃত্যুর পর গৌড়-বঙ্গের সিংহাসন আরোহণ করিয়াছিলেন । এইজন্তই খালিমপুরের তাম্রশাসন ব্যতীত পাল-বংশের অন্ত কোন তাম্রশাসনে ত্রিভুবনপালের উল্লেখ পাওয়া যায় না। ধৰ্ম্মপালদেব ২৬শ রাজ্যাঙ্কে ভাস্কর উজ্জলের পুত্র, (**) As the name Parabala could not be traced in any sub-sequent inscription, scholars conjectured that it was a biruda of one of the Rashtrakutas of Malkhed, perhaps of c}ovindaraja III, or Amoghavarsa 1, according to the notions which they had formed regarding the time of Dharmapala-Episraphia Indica, vol. IX, p. 251. . . . . . . :? • . . . . . او بود که داchwantatu (به ) *