পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম পরিচ্ছেদ 3 పెఫి প্রথম মহীপালদেবের রাজাকালে গৌড়রাজ্য বারজয় বহিঃশত্রু কর্তৃক আক্রান্ত হইয়াছিল। প্রথমে চোল-রাজ প্রথম রাজেন্দ্রচেলি, কল্যাণের চালুক্য রাজ দ্বিতীয় জয়সিংহ ও পরে চেদি, কলচুরি বা হৈহয় বংশীয় গাঙ্গেয়দেব পাল-সাম্রাজ্য আক্রমণ করিয়াছিলেন । চোলরাজ রাজেন্দ্রচোল ১০১২ খৃষ্টাব্দে সিংহাসনে আরোহণ করিয়াছিলেন। তাহার নবম রাজ্যাঙ্কে উৎকীর্ণ মেলপাতি-শিলালিপিতে র্তাহার উত্তরাপথ বিজয়ের বর্ণনা নাই৩৩ , কিন্তু ষ্ঠাহীর ত্রয়োদশ রাজ্যাঙ্কে উৎকীর্ণ তিরুমলৈশিলালিপিতে রাজেন্দ্রচোলদেবের উত্তরাপথাভিযানের নিম্নলিখিত বিবরণ দেখিতে পাওয়া যায়৩৪ — “পরকেশরীবর্গ বা ঐরাজেন্দ্রচেলিদেবের (রাজত্বের ) প্রয়োদশ বৎসরে— যিনি......র্তাহার মহান সমরপটু সেনাদ্বারা (নিম্নোক্ত দেশসকল ) অধিকার করিয়াছেন—তুর্গম ওড ড-বিষয়, ( যাহা তিনি ) প্রবল যুদ্ধে (পদানত করিয়াছিলেন ) ; মনোহর কোশলনাডু, যেখানে ব্রাহ্মণগণ মিলিত হইয়াছিল । মধুকর-নিকর পরিপূর্ণ উষ্ঠান-বিশিষ্ট তদনুত্তি, ভীষণ যুদ্ধে ধৰ্ম্মপালকে নিহত করিয়া তিনি যে দেশ অধিকার করিয়াছিলেন ; সকল দিকে প্রসিদ্ধ তৰুণগাড়ম্, সবেগে রণশ্বরকে আক্রমণ করিয়া তিনি যে দেশ অধিকার করিয়াছিলেন ; বাঙ্গালাদেশ, যেখানে ঝড় বৃষ্টির কখন বিরাম নাই, এবং গজ-পৃষ্ঠ হইতে নামিয়া যেখান হইতে গোবিন্দচন্দ্র পলায়ন করিয়াছিলেন ; কর্ণভূষণ, চর্ম পাছক এবং বলয়বিভূষিত মহীপালকে ভীষণ সমরক্ষেত্র হইতে পলায়ন করিতে বাধ্য করিয়া যিনি তাহার অদ্ভূত বলশালী করিসমূহ এবং রত্নোপম রমণীগণকে হস্তগত করিয়াছিলেন ; সাগরের স্তায় রত্নসম্পন্ন উক্তিরলাড়ম্ ; বালুকাময় তীর্থ ধৌতকারিণী গঙ্গাতী।” তিরুমলৈ-শিলালিপি অনুসারে রাজেন্দ্ৰচোল উহার দ্বাদশ রাজ্যান্ধের পূৰ্ব্বে এই সকল দেশ হস্তগত করিয়াছিলেন। ওভড বিষয়’ বর্তমান উড়িষ্যা, বহু তাম্রশাসনে ইহা ওড্র-বিষয়’ (es) coronto, op »o i Epigraphia Indica, Vol. XIV,

  • . р, 324 * - (•*) South Indian Inscriptione, vol. III, p. 27, No. 18. (se) Epigraphia indica, vol. IX, pp. 232-233.