পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম পরিচ্ছেদ 을 জয়সিংহের নাম আছে ৪১ ৷ রামচরিতের টীকায় দেখিতে পাওয়া যায় যে, জয়সিংহ উৎকলরাজ কর্ণকেশরীকে পরাজিত করিয়াছিলেন। ইহা দণ্ডভুক্তির অবস্থান-নির্ণয়ের আর একটি প্রমাণ ; কারণ উৎকল-রাজ্যের সহিত দক্ষিণমগধের অধিপতি অপেক্ষ উৎকল-রাজ্যের উত্তর সীমায় অবস্থিত প্রত্বেশাধিপত্তির যুদ্ধ হওয়াই অধিকতর সম্ভব । বস্থজ মহাশয় বলিয়াছেন যে, ধৰ্ম্মপাল প্রথমে রঙ্গপুর জেলায় রাজত্ব করিতেন, পরে মধ্য-রাঢ়ে আসিয়া বাস করিয়াছিলেন4} । অদ্যাবধি এমন কোন প্রমাণ আবিষ্কৃত হয় নাই যদ্বারা এই উক্তি সমর্থিত হইতে পারে। রাজেন্দ্রচোল যখন দক্ষিণ রাঢ় আক্রমণ করিয়াছিলেন, তখন রণশ্বর দক্ষিণ রাঢ়ের অধিপতি। পূৰ্ববংশীয় নরপতিগণের মধ্যে রণখুরের নামই সৰ্ব্বপ্রথমে খোদিতলিপিতে দেখিতে পাওয়া যায়। রাজেন্দ্রচোল রণশ্বরকে পরাজিত করিয়া বঙ্গদেশ আক্রমণ করিয়াছিলেন। বঙ্গদেশের অধিপতি গোবিন্দচন্দ্র হস্তিপৃষ্ঠ হইতে নামিয়া পলায়ন করিয়াছিলেন। রাজেন্দ্রচোল বঙ্গদেশ হইতে ফিরিয়া আসিয়া উত্তর-রাঢ়ের মহীপালকে পরাজিত করিয়াছিলেন । দক্ষিণ-রাঢ় ও উত্তর রাঢ় তিরুমলৈ-শিললিপিতে 'তৰুণলাডং’ ও ‘উক্তিরলডেং’ রূপে উল্লিখিত হইয়াছে স্বৰ্গীয় ডঃ কিলহৰ্ণ এই নামস্বয় উত্তর-লাট’ অর্থাৎ—উত্তর-গুজরাট এবং "দক্ষিণ লাট', অর্থাৎ—দক্ষিণ-গুজরাট মনে করিয়াছিলেন । তিরুমলৈ-শিলালিপি পুনঃ সম্পাদন কালে ডাক্তার স্থলজ, ও স্বর্গগত পণ্ডিত বেঙ্কয় স্থির করিয়াছিলেন যে, পূৰ্ব্বোক্ত শকদ্বয় দ্বারা উত্তর-বিরাট ও দক্ষিণ-বিরাট স্বচিত হইতেছে" । স্বর্গগত পণ্ডিত বেঙ্কয় বলিয়াছিলেন যে, “ইলাভ” শব্দদ্বারা সংস্কৃত "বিরাট” বুঝাইতে পারে “লাচ” বুঝায় না । প্রযুক্ত রমাপ্রসাদ চন্দ°৬ ও নগেন্সDD DD BBBS BBBBBS SS SBBBBBBSS BBBB BBB BBS (৪১) বঙ্গের জাতীয় ইতিহাস, (রাজত্বকাগু), পৃঃ ১৮• । (88) Memoirs of the Asiatic Society of Bengal, vol. III.p36. (৪৩) , বঙ্গের জাতীয় ইতিহাস, (রাজগুকাও ), পৃঃ ১৮৭ । • (88) Epigraphia Indica vol. VII. App. p. 120, no. 733. (ae) Ibid, vol. IX, p. 231. A · · · ‘. (ss). Annual Report on Epigraphy Madras, 1906-7, p. 87. {s१}" cभौड़ङ्गाँचथॉण, शृं: *** : : ‘.... . . . . . . . ."